নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগস্ট থেকে শুরু হয়েছিল একটু একটু করে দাম কমা। অক্টোবরেও রেশনে কেরোসিনের দাম কমতে চলেছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি এ মাসে কেরোসিনের যে ‘ইস্যু প্রাইস’ নির্ধারণ করেছে, তাতে লিটার পিছু ৪ টাকার আশপাশে দাম কমতে পারে। সেপ্টেম্বরে কলকাতা ও সল্টলেকে প্রতি লিটার কেরোসিনের খুচরো বিক্রয় মূল্য ছিল ৮৪ টাকার আশপাশে। চলতি মাসে তা কমে ৮০ টাকার আশপাশে আসতে পারে। সেপ্টেম্বরে প্রতি কিলোলিটার বা ১ হাজার লিটার কেরোসিনের ‘ইস্যু প্রাইস’ ছিল ৭৪,৩৩৭ টাকা। সেটা এ মাসে কমে হয়েছে ৭০,৮৩৮ টাকা। তেল সংস্থার নির্ধারিত ‘ইস্যু প্রাইস’-এর ভিত্তিতে রেশনে কেরোসিনের খুচরো বিক্রয় মূল্য নির্ধারণ করে রাজ্য খাদ্যদপ্তর। ডিলার-ডিস্ট্রিবিউটরদের কমিশন, পরিবহণ খরচ, জিএসটি প্রভৃতি যুক্ত হয়ে বিক্রয় মূল্য ঠিক হয়। পরিবহন খরচে পার্থক্য থাকার জন্য বিভিন্ন জেলায় দামের কিছুটা হেরফের হয়।
কয়েক মাস আগে কেরোসিনের দাম চড়া হারে বৃদ্ধি করেছিল তেল সংস্থাগুলি। লিটারে ১৫ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছিল। ফলে কলকাতা সহ সব জেলায় কেরোসিনের খুচরো বিক্রয় মূল্য ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছিল। আগস্ট মাস থেকে ফের দাম কমতে শুরু করে। তবে কেরোসিন ডিলারদের সংগঠনের সাধারণ সম্পাদক অশোক গুপ্ত জানিয়েছেন, এখনও কেরোসিনের দাম গরিব মানুষের আয়ত্তের বাইরে। অনেক রেশন গ্ৰাহক দামের জন্য কেরোসিন কিনতে পারছে না।