মানসী নাথ: দেশের অন্যতম জনপ্রিয় ফুটবলার মেহতাব হোসেনের জীবন এবার সেলুলয়েডে। পরিচালক বাপ্পা। সোমবার ইস্ট বেঙ্গল মাঠে এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা হল। পরিচালক বলছিলেন, ‘মেহতাব আমার পছন্দের ফুটবলার। ওঁর জীবনটাও ইন্টারেস্টিং। মেহতাব নিজে প্রথম থেকেই ছবিটা তৈরির বিষয়ে খুব সাহায্য করছেন।’ কীভাবে পার্ক সার্কাসের ঘিঞ্জি বসতি থেকে একটি ছেলে কলকাতা ময়দান কাঁপিয়ে বেড়িয়েছে, জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছে, সবই থাকবে ছবিতে। তবে, ‘মেহতাব’ ছবিতে পর্দায় মেহতাবকে কে জীবন্ত করে তুলবেন, তা চূড়ান্ত হয়নি। পুজোর পর এই চরিত্রের জন্য অডিশন নেওয়া হবে। সবচেয়ে বড় কথা, তাঁকে নিজে হাতে তৈরি করে নেবেন মেহতাব স্বয়ং।
পর্দায় নিজের জীবনকাহিনির সাফল্য নিয়ে আশাবাদী মেহতাবও। বললেন, ‘ছবিতে আমার স্ট্রাগল, বিতর্ক, প্রেম, বিবাহ সবই থাকবে।’ তবে রাজনীতির অংশ নয়। রাজনীতিতে আসা আমার সবচেয়ে বড় ভুল’, বললেন একসময়ের ময়দান কাঁপানো এই প্রাক্তন।