যে কোনও কর্মেই একটু বাধা থাকবে। তবে উপার্জন মন্দ হবে না। ললিতকলায় ব্যুৎপত্তি ও স্বীকৃতি। ... বিশদ
অনন্যা ছাড়াও এই সিরিজের কাস্টিংয়ে নাকি আরও চমক রয়েছে। তবে সেই অভিনেতা-অভিনেত্রী কারা সে ব্যাপারে মুখে কুলুপ এঁটেছে প্রযোজক সংস্থা। কিছুদিন আগেই ‘ড্রিম গার্ল ২’ নামে একটি ছবিতে আয়ুষ্মানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় শুরু করে দিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, সেই ছবিটির কাজ শেষ করেই এই নতুন সিরিজের কাজে হাত দেবেন অনন্যা। যে যাই বলুক ধর্মা প্রোডাকসন্সের সঙ্গে অনন্যার সম্পর্ক বেশ ভালো। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ ছবি দিয়ে বলিউডে খাতা খোলার পর ‘গেহেরাইয়াঁ’ আর সম্প্রতি বিজয় দেবারাকোন্ডার সঙ্গে ‘লাইগার’ ছবিতেও ছিলেন তিনি। প্রত্যেকটা ছবির প্রযোজক ছিল ধর্মা।