যে কোনও কর্মেই একটু বাধা থাকবে। তবে উপার্জন মন্দ হবে না। ললিতকলায় ব্যুৎপত্তি ও স্বীকৃতি। ... বিশদ
পরে সেই খবর নস্যাৎ করে দিয়ে উডির মুখপাত্র পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এখনই অবসরের বিষয়ে ভাবছেন না পরিচালক। ‘উডি কখনও বলেননি অবসর নিয়ে তিনি লেখায় মন দিতে চান। ছবি আর তৈরি না করার বিষয়ে চিন্তাভাবনা করছেন কারণ মুক্তির কিছুদিনের মধ্যেই এখন ছবি ডিজিটাল প্ল্যাটফর্মে চলে আসছে। এই জিনিসটা তাঁর পছন্দ নয়। হলে গিয়ে ছবি দেখার পক্ষেই মত তাঁর। তাই বলে এখনই অবসরের পরিকল্পনা নেই। আপাতত নিজের ৫০তম ছবি তৈরি করতে প্যারিসে পৌঁছে গিয়েছেন।’
তবে, অবসরের ইঙ্গিত উডি যে এই প্রথম দিলেন তা নয়। সোশ্যাল মিডিয়ায় অ্যালেক বাল্ডউইনের সঙ্গে আলাপচারিতায় বেশ কয়েকটি অস্কারজয়ী পরিচালক ইঙ্গিত দিয়েছিলেন, আরও একটি-দুটি ছবি করেই অবসর নিতে পারেন তিনি।