Bartaman Patrika
সম্পাদকীয়
 

চ্যালেঞ্জের মুখে সংবিধান

রাজনীতির মূল লক্ষ্য মানুষ। মানুষের কল্যাণ। কোন সমাজব্যবস্থায় মানুষের সর্বাধিক কল্যাণ হবে, তা নিয়ে মতভেদ আছে। মতের বিভিন্নতা হেতু কোনও দেশ গণতন্ত্রে আস্থা রেখেছে, কোনও দেশ গ্রহণ করেছে সমাজতান্ত্রিক আদর্শ কিংবা কমিউনিজম। রাজতন্ত্রও বহাল রয়েছে কিছু দেশে। তবে বেশিরভাগ রাজতন্ত্র আজ নিয়মতান্ত্রিক মাত্র, মানুষের দাবি মেনে সেসব দেশ আগেই উত্তীর্ণ হয়েছে গণতন্ত্রে। রাষ্ট্রব্যবস্থা যেমনই হোক, সব দেশ পরিচালিত হয় সংশ্লিষ্ট রাষ্ট্র কর্তৃক গৃহীত সংবিধান অনুসারে। সংবিধান অনুসারে ভারত হল একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ দেশ। গণতন্ত্র ও সাধারণতন্ত্র যার অলঙ্কার। রাষ্ট্র অঙ্গীকার করেছে এদেশের প্রতিটি নাগরিকের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচার প্রদানের। রাষ্ট্র মেনে নিয়েছে সব নাগরিকের চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা; ব্যক্তিগত বিশ্বাস, ধর্ম ও উপাসনার স্বাধীনতা। নাগরিকদের জন্য মর্যাদা ও সুযোগ-সুবিধার সমতা সৃষ্টি করারও অঙ্গীকার রয়েছে সংবিধানের প্রস্তাবনায়। সংবিধান বিশেষ গুরুত্ব আরোপ করেছে সৌভ্রাতৃত্বের উপর। প্রস্তাবনায় পরিষ্কার করা হয়েছে সৌভ্রাত্র এমনভাবে গড়ে তুলতে হবে যে তাতে একদিকে যেমন ব্যক্তির মর্যাদা অক্ষুণ্ণ থাকবে অন্যদিকে সুনিশ্চয় হবে জাতীয় ঐক্য ও সংহতি। সংবিধান নির্দেশিত পথে রাষ্ট্রপরিচালনার জন্য ভারত গ্রহণ করেছে সংসদীয় গণতন্ত্রকে। আমাদের দেশ শুধু আয়তনে বিশাল নয় আঞ্চলিক বৈচিত্রেও অনন্য। আঞ্চলিক বিচিত্রতার সঙ্গে সংগত করেছে বহু ভাষা, ধর্ম ও সংস্কৃতি। এই বৈচিত্রেরই ফসল বহু রাজনৈতিক দল। ভারতের ঐক্য, সার্বভৌমত্ব পূর্ণমাত্রায় স্বীকার করেও দলগুলি নিজ নিজ আদর্শে লালিত। বৈচিত্রের মধ্যে ঐক্যের এমন নিদর্শন বিরল। এইভাবেই ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে উজ্জ্বল। 
গণতন্ত্র হল একটি সংস্কৃতির নাম। নিরন্তর অনুশীলনের ভিতর দিয়ে গণতন্ত্র সাবালক ও সাফল্যের পথে এগয়। এই উপলব্ধির ভিতরেই রয়েছে আর-একটি সত্য—ভারতীয় গণতন্ত্রের সীমাবদ্ধতা অনেক, রয়েছে অনেক ঘাটতি, ত্রুটি-বিচ্যুতি। নাগরিকদের মধ্যে গণতন্ত্রের স্বাদ আরও বেশি পরিমাণে পৌঁছে দেওয়ার সুযোগ রয়েছে। তার জন্যে প্রয়োজন ইতিবাচক সংস্কার। অধিক গণতন্ত্রের পথে ওই কাঙ্ক্ষিত সংস্কারের হাতিয়ার হল মুক্ত মন। যেখানে প্রাধান্য পাওয়া উচিত মর্যাদাপূর্ণ রাজধর্মের অনুশীলন। প্রাচীন রাজারা আর নেই। রাষ্ট্রক্ষমতার অধীশ্বর যিনি, কিংবা যে দল/জোট রাষ্ট্রপরিচালনায় নিযুক্ত তাঁর দায়িত্ব সংবিধানের মর্যাদা রক্ষা করা। এক্ষেত্রে সেটাকেই রাজধর্ম পালনের সমার্থক গণ্য করতে হবে। পরিতাপের সঙ্গে লক্ষ করা যায়, ভারত রাষ্ট্র তার সংবিধানের অঙ্গীকার রক্ষায় আজও আন্তরিক নয়। তার সবচেয়ে বড় প্রমাণ সীমাহীন বৈষম্য। বৈষম্য আর্থিক, সামাজিক ও আঞ্চলিক। বিতর্ক বিসংবাদের ভিতর দিয়ে বৈষম্যগুলি ধীরে ধীরে কাটিয়ে ওঠার চেষ্টায় আছে দেশ। কিন্তু, এই তিনের অসাম্য কবে প্রকৃতপক্ষে দূর হবে তা কারও জানা নেই। তার মধ্যে উঁকি দেয় ধর্মীয় কারণে বৈষম্যের অভিযোগ। ধর্মভিত্তিক বৈষম্যের অভিযোগ মোদি জমানায় গেরুয়াবলয়ে যতটা তীব্র হয়েছে তার পূর্ব দৃষ্টান্ত নেই। বিজেপি-বিরোধী দলগুলি লাগাতার যার প্রতিবাদ জানিয়ে যাচ্ছে। মুক্তচিন্তায় বিশ্বাসী নাগরিকসমাজও এই সঙ্ঘ-সংস্কৃতির বিরুদ্ধে সোচ্চার। এরা সকলেই এখন মোদির পার্টি ও সরকারের লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। 
রাষ্ট্রক্ষমতা দখল ও রক্ষাকে তারা আর রাজনৈতিক লড়াইয়ের গণ্ডিতে আটকে রাখতে চাইছে না। নিখাদ রাজনৈতিক লড়াইকে যথেষ্ট নিরাপদ মনে হচ্ছে না তাদের। রাষ্ট্রক্ষমতা আর শাসকের রাজনীতির মধ্যেকার ব্যবধানটা মুছে যাচ্ছে দ্রুত। সিবিআই, আয়কর, ইডি, সিএজি প্রভৃতি জাতীয় সাংবিধানিক সংস্থাগুলিকে তারা বিরোধীদের সবক শেখানোর উদ্দেশ্যে লাগাতার ব্যবহার করছে। জাতীয় মানবাধিকার কমিশন থেকে নির্বাচন কমিশন পর্যন্ত আরও একাধিক সাংবিধানিক প্রতিষ্ঠানের অপব্যবহারের সাক্ষ্যও প্রকট হয়েছে মোদি জমানায়। ইতিপূর্বে যে অভিযোগ ওঠেনি যুক্ত হল এবার সেটাও—ইউপিএসসির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থাকেও তারা ব্যবহার করল সঙ্কীর্ণ রাজনৈতিক স্বার্থে। ৮ আগস্ট ছিল সশস্ত্র পুলিস বাহিনীতে (সিআরপিএফ) নিয়োগের পরীক্ষা। প্রশ্নপত্রের মাধ্যমে ‘পশ্চিমবঙ্গের ভোটহিংসা’ বিষয়ে পরীক্ষার্থীদের মতামত জানতে চাওয়া হয়েছে! এমনকী, যুক্তি আহ্বান করা হয়েছে ‘কৃষকদের প্রতিবাদ রাজনৈতিক প্রভাবযুক্ত’ মন্তব্যের পক্ষে-বিপক্ষেও! লক্ষণীয় যে, দুটি ক্ষেত্রেই মোদির পার্টি লোকচক্ষে এক পরাজিত শক্তি। কোনও সন্দেহ নেই, এই জ্বালা জুড়নোর চেষ্টাতেই বাহিনীর গেরুয়াকরণে লক্ষ্যস্থির করেছে সরকার! এর থেকে ভয়ঙ্কর আর কী হতে পারে? ব্যাপারটা সাদামাঠা হলে গোধরা কাণ্ড, নোটবন্দি, গঙ্গায় লাশের মিছিল, কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ প্রভৃতি প্রসঙ্গেও প্রশ্ন রেখে দেখতে পারত সংস্থাটি। সবাই বুঝতে পারছে, মোদির এই আপাতত বিচ্ছিন্ন পদক্ষেপগুলিই গণতন্ত্রকে ক্রমে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। আসলে, দেশের অখণ্ডতা এবং সংবিধানের মর্যাদা রক্ষার সামনে মোদি জমানাই হল সর্ববৃহৎ চ্যালেঞ্জ।       
12th  August, 2021
সাম্যের পথ দেখাচ্ছে বাংলা

সামাজিক সুরক্ষার ধারণাটি ফরাসি বিপ্লবের সঙ্গে যুক্ত। সফল বিপ্লব থেকেই উচ্চারিত হয়েছিল মানুষের অধিকার সম্পর্কিত ঘোষণা। সেটাই পরে ফরাসি সংবিধানের প্রস্তাবনার রূপ গ্রহণ করে। প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সা‌ই চুক্তির ভিতরে গঠিত হয় আন্তর্জাতিক শ্রমিক সংগঠন (আইএলও)। বিশদ

ফায়ার সেল হবে না তো?

স্ট্র্যাটেজিক সেল বা কৌশলী বিক্রয়। এটাই হল মোদি সরকারের তরফে বিলগ্নিকরণের ঘোষিত লক্ষ্য। বিলগ্নিকরণ নীতিতে মূলত চারটি ক্ষেত্রকে চিহ্নিত করা হয়েছে, যেখানে সরকারের ‘ন্যূনতম উপস্থিতি’ অবশিষ্ট থাকবে।
বিশদ

25th  August, 2021
দিশা দেখাচ্ছে বাংলা

সত্য হল ছাইচাপা আগুনের মতো। তাকে যেভাবেই আটকানোর চেষ্টা হোক, স্ফুলিঙ্গ বা ধোঁয়া দেখা যাবেই। এই মুহূর্তে মোদি সরকারের প্রধান শত্রুর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারই হোক অথবা দৈনন্দিন সরকার পরিচালনার ক্ষেত্র—কেন্দ্রীয় সরকার ও বিজেপি দলের নেতারা প্রায় সবকিছু নিয়েই মমতার সমালোচনায় মুখর, বাংলার সরকারের বিরুদ্ধে খড়্গহস্ত। বিশদ

24th  August, 2021
বাংলার স্বাস্থ্যসাথী অনুকরণীয়

সরকারি স্বাস্থ্য পরিষেবায় সবচেয়ে কম অর্থ খরচ করে যেসব দেশ ভারত তাদেরই একটি। পরিমাণটা দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের (জিডিপি) ১.২৬ শতাংশ মাত্র।
বিশদ

23rd  August, 2021
কঠিন হলেও অসম্ভব নয়

লক্ষ্য ২০২৪ সালের লোকসভা নির্বাচন। তাকে পাখির চোখ করে শুক্রবার সলতে পাকানোর কাজ শুরু করে দিল বিজেপি বিরোধী শিবির। মাত্র কয়েকদিন আগে শেষ হওয়া সংসদের অধিবেশনে বিরোধীদের সম্মিলিত ঝাঁঝ দেখেছে গেরুয়া শিবির। বিশদ

22nd  August, 2021
অপদার্থতার খেসারত

সরকার চালাতে গিয়ে একের পর এক ব্যর্থতার পরিচয় দিয়ে নজির তৈরি করে ফেলেছে কেন্দ্রের মোদি সরকার। করোনার জন্মলগ্ন থেকে গত দেড় বছরে তাদের অদূরদর্শিতা ও ব্যর্থতার শিকার হয়েছেন কোটি কোটি মানুষ। মাঝখানে স্বাস্থ্যমন্ত্রী বদল করেও অবস্থার পরিবর্তন হয়নি। বিশদ

21st  August, 2021
দেশের চাহিদা স্বাধীন সিবিআই

সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সংস্থাটি তার সংক্ষিপ্ত নাম সিবিআই-তেই একসময় অসম্ভব জনপ্রিয় ছিল। দেশবাসীর ধারণা ছিল, যে-কোনও বড় ধরনের দুর্নীতি এবং অপরাধের শিকড় পর্যন্ত পৌঁছে যেতে পারে, এমনই শক্তিমান ও দক্ষ তারা। আর সিবিআই কোনও অপরাধীকে ছোঁয়া মানেই তার নিস্তার নেই।
বিশদ

20th  August, 2021
স্পষ্ট হোক ভারতের অবস্থান

সারা দুনিয়ার সভ্যসমাজ যখন তাদের ভয়ে কাঁপছে তখন ইমরান খানের গলায় শোনা গেল উল্টো সুর। ২৯ জুলাই পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করলেন, ‘তালিবান কোনও জঙ্গি সংগঠন নয়, তালিবরা আর পাঁচজনের মতোই সাধারণ মানুষ’! বিশদ

19th  August, 2021
কলুষিত প্রধানমন্ত্রীর আসন

শব্দের সঙ্গে ব্রহ্মের তুলনা করা হয়েছে উপনিষদে। এই উপমা নির্মাণের ভিতরে প্রাচীন ঋষিদের বিচক্ষণতার পরিচয় সুস্পষ্ট। কারণ, শব্দ সবসময় একবাচক নয়। তার আক্ষরিক অর্থ গূঢ়ার্থে ভিন্ন ও ক্ষুণ্ণ হয়, একেবারে অন্য বোধের জন্ম দিতে পারে। ব্রহ্ম হলেন চরাচরে অবস্থিত যাবতীয় বিচিত্র উপাদানের ধাত্রস্বরূপ একক মহাচৈতন্য।
বিশদ

18th  August, 2021
মুখ ও মুখোশ

ঐতিহাসিক লালকেল্লা। ৭৫তম স্বাধীনতা দিবসের সকাল। সমাজের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে স্বাধীনতা আন্দোলনে মহিলাদের আত্মত্যাগের কথা শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশদ

17th  August, 2021
মুশকিল আসান

তাঁর হাতে যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ! একবার ছোঁয়া লাগলেই রুমাল হয়ে যাচ্ছে বিড়াল। কিন্তু না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এমন কোনও আশ্চর্য প্রদীপ বা জাদুদণ্ড নেই। বরং সদিচ্ছা আর লক্ষ্যে অবিচল থেকে তিনি নিজেই হয়ে উঠেছেন আমজনতার মুশকিল আসান। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে তাঁর সরকারের সমাধানের ঘোড়া। বিশদ

15th  August, 2021
ভর্তুকি আত্মসাৎ

সরকারি কোষাগার ভরাতে উপার্জনের আরও একটি পথ খুলে নিয়েছে কেন্দ্রের সরকার। এজন্য চালু প্রকল্পে হাত দিতেও তারা কুণ্ঠাবোধ করছে না। সাধারণ নিয়মে দেশের পণ্যসামগ্রীর উপর কর বসিয়েই আয় করে কেন্দ্র বা রাজ্যের সরকার। এছাড়াও উপার্জনের আরও নানা পথ আছে। বিশদ

14th  August, 2021
অক্ষমের লক্ষণ

আজীবন সুখে বাঁচার জন্য ঋণ করে হলেও ঘি খাওয়ার বিধান দিয়েছিলেন জড়বাদী দার্শনিক চার্বাক—‘ঋণং কৃত্বা ঘৃতং পিবেৎ/ যাবৎ জীবেৎ সুখং জীবেৎ’। আবার মহাভারতে বকরূপী ধর্মের প্রশ্নের উত্তরে যুধিষ্ঠির অঋণীকেই সুখী বলেছিলেন। আধুনিক অর্থনীতি নিয়েছে মধ্যমপন্থা।
বিশদ

13th  August, 2021
মুখ লুকোলেন মোদি

ন্যাশনাল স্ট্যাটিস্টিকস অফিস (এনএসও) ১২ জুলাই এক প্রেস বিবৃতিতে জানায় যে, উপভোক্তা মূল্যস্ফীতি (সিপিআই) সরকার ও রিজার্ভ ব্যাঙ্কের বেঁধে দেওয়া সর্বোচ্চ সীমা ছাড়িয়ে গিয়েছে।
বিশদ

11th  August, 2021
আড়ালে প্রকৃত সত্য

দেশে করোনা নির্মূল হয়নি। দ্বিতীয় ঢেউয়ের সময় ভাইরাস সংক্রামিত করেছে ঝড়ের গতিতে। মারণ ব্যাধি আতঙ্কে মানুষের ঘুম ছুটেছে। এমন দমবন্ধ পরিস্থিতেই তো মুখ দেখানোর আদর্শ সময়! তাই আপনি চান বা না চান, প্রতিদিন প্রধানমন্ত্রীর ছবি আপনাকে দেখতেই হবে। বিশদ

10th  August, 2021
তৃণমূলের খেলা শুরু ত্রিপুরায়

ত্রিপুরা রাজ্য বিধানসভার ভোট ২০২৩ সালে। মানে, পরবর্তী লোকসভার ভোটের বছরখানেক আগেই। মোদির গদি ইতিমধ্যেই টলমল। তাই লোকসভার পূর্ববর্তী প্রতিটা বিধানসভার ভোটের বাড়তি গুরুত্ব অস্বীকার করা যায় না।
বিশদ

09th  August, 2021
একনজরে
‘তালিবানের সেবায় পাকিস্তান নিজেকে নিয়োজিত করেছে। তালিবদের কখনই চাপের মুখে পড়তে হয়নি। পাকিস্তানকে ওরা বেস হিসেবে ব্যবহার করেছে। নির্দিষ্ট কোনও এলাকা নয়, গোটা পাকিস্তানই তাদের সাহায্য করতে উঠেপড়ে লেগেছিল।’ ...

হাওড়া সিটি পুলিস প্রায় ৪৫ কেজি নিষিদ্ধ চীনা মাঞ্জা উদ্ধার করল। মঙ্গল ও বুধবার জাগাছা থানার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয় এই বিপুল পরিমাণ সুতো। ...

দুয়ারের সরকারের ক্যাম্পে ছাতা মাথায় দাঁড়িয়ে আছেন মহিলারা। অন্যান্য লাইনে হুড়োহুড়ি থাকলেও শান্ত হয়েই প্রতীক্ষায় মহিলারা। অধিকাংশের মুখেই চওড়া হাসি। কোনও তাড়া নেই তাঁদের। কারণ ...

দীর্ঘ ১১ মাসের আইনি কচকচানির অবসান। ডেফিনেটিভ এগ্রিমেন্টে সই না হলেও আসন্ন আইএসএলে খেলবে এসসি ইস্ট বেঙ্গল। টার্মশিটের ভিত্তিতেই ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেবে লাল-হলুদ। বুধবার ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

হঠাৎ নেওয়া সিদ্ধান্তে বিপদে পড়তে পারেন। চলচিত্র ও যাত্রা শিল্পী, পরিচালকদের শুভ দিন। ধনাগম হবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭২৩ - অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক ওলন্দাজ বিজ্ঞানী আন্তেনি ভান লিউভেনহুকের মৃত্যু
১৮৬৯ - রহস্য কাহিনীকার ও সম্পাদক দীনেন্দ্র কুমার রায়ের জন্ম
১৯১০: নোবেল জয়ী সমাজসেবী মাদার টেরিজার জন্ম
১৯২০ - মার্কিন যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার স্বীকৃত হয়
১৯২০: অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯২৭ - ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি কলকাতায় প্রথম বেতার সম্প্রচার শুরু করে
১৯৩৪: কবি ও গীতিকার অতুলপ্রসাদ সেনের মৃত্যু
১৯৪৩ - আজাদ হিন্দ ফৌজ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়
১৯৫৫ - সত্যজিত্ রায়ের চলচ্চিত্র ‘পথের পাঁচালী’র মুক্তি লাভ
১৯৫৬: রাজনীতিক মানেকা গান্ধীর জন্ম
১৯৬৮: চিত্র পরিচালক মধুর ভাণ্ডারকরের জন্ম 
২০০৩ - লেখক ও ঔপন্যাসিক বিমল করের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.৩৭ টাকা ৭৫.০৮ টাকা
পাউন্ড ১০০.১১ টাকা ১০৩.৫৭ টাকা
ইউরো ৮৫.৫৯ টাকা ৮৮.৭১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮, ২০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৫,৭৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬, ৪৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৪, ০০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৪, ১০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৯ ভাদ্র ১৪২৮, বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১। চতুর্থী ২৯/৪৪ অপরাহ্ন ৫/১৪। রেবতী নক্ষত্র ৪২/৫১ রাত্রি ১০/২৯। সূর্যোদয় ৫/২০/৫২, সূর্যাস্ত ৫/৫৬/১২। অমৃতযোগ রাত্রি ১২/৫৩ গতে ৩/৩ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/০ মধ্যে পুনঃ ১০/২৩ গতে ১২/৫৪ মধ্যে। বারবেলা ২/৪৭ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৮ গতে ১/৪ মধ্যে।
৯ ভাদ্র ১৪২৮, বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১। চতুর্থী অপরাহ্ন ৫/৩৪। রেবতী নক্ষত্র রাত্রি ১১/৫৫। সূর্যোদয় ৫/২০, সূর্যাস্ত ৬/০। অমৃতযোগ রাত্রি ১২/৪৩ গতে ৩/৪ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/৩ মধ্যে ও ১০/১৯ গতে ১২/৪৪ মধ্যে। কালবেলা ২/৫০ গতে ৬/০ মধ্যে। কালরাত্রি ১১/৪০ গতে ১/৫ মধ্যে।
১৭ মহরম।

ছবি সংবাদ

এই মুহূর্তে
তৃতীয় টেস্ট: প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৯৮/৩ (চা বিরতি) 

08:49:20 PM

কয়েক ঘণ্টার মধ্যেই ফের কাবুল বিমানবন্দরের বাইরে দ্বিতীয় বিস্ফোরণ

08:44:00 PM

কাবুল বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু, রয়েছে একাধিক শিশুও 

08:21:08 PM

করোনা: গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত ৭১৭, মৃত ৯ 

08:03:25 PM

কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ, হতাহতের খবর পাওয়া যায়নি 

07:54:59 PM

কমতে পারে কোভিশিল্ড ভ্যাকসিনের দুটি ডোজের ব্যবধান: সূত্র 

06:01:10 PM