Bartaman Patrika
দেশ
 

চড় কাণ্ডে জামিন পেয়েই পশ্চিমবঙ্গের
সঙ্গে তুলনা টানলেন কেন্দ্রীয় মন্ত্রী রানে
বাংলাকে হেনস্তা করতে বিজেপির নয়া ছক

মুম্বই: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে মোদি-শাহ ব্রিগেড। হারের জ্বালা লুকোতে যেনতেন প্রকারেণ বাংলাকে বদনাম করার রাস্তায় হেঁটেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। দেশের যে কোনও অপ্রীতিকর ঘটনার সঙ্গেই তারা জুড়ে দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নাম। এবার মহারাষ্ট্রের ‘চড় কাণ্ডে’ও সেই ছকে এগল কেন্দ্রের শাসক দল। ওই মামলায় জামিনে মুক্তির পর উদ্ধব থ্যাকারে সরকারকে আক্রমণ করতে গিয়ে অযৌক্তিকভাবে পশ্চিমবঙ্গের নাম টেনে আনলেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। উদ্দেশ্য একটাই—মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের ভাবমূর্তি নষ্ট করা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে ‘চড় মারব’ মন্তব্যের জেরে মঙ্গলবার গ্রেপ্তার হয়েছিলেন মোদি মন্ত্রিসভার ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পমন্ত্রী। রাতেই অবশ্য তিনি জামিনে মুক্তি পান। বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁর মন্তব্য, ‘মহারাষ্ট্রকে পশ্চিমবঙ্গ হতে দেব না। উদ্ধব থ্যাকারের সরকার এখানে কয়েকদিনের অতিথি মাত্র।’ যা শোনার পর রাজনৈতিক বিশেষজ্ঞরা স্পষ্ট ধারণা, যেকোনও মূল্যে গেটা দেশের সামনে পশ্চিমবঙ্গকে অপদস্থ করার চেষ্টা চালাচ্ছে বিজেপি।মঙ্গলবারই রানের আগাম জামিনের আবেদন খারিজ করেছিল বম্বে হাইকোর্ট। পরে রাতে মহাডের ম্যাজিস্ট্রেট আদালতে জামিন মিললেও বিচারক এস এস পাতিল সাফ জানিয়ে দিলেন, ‘মন্ত্রীর গ্রেপ্তারি ন্যায্য।’ তবে, রানেকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া নিয়ে সংশয় প্রকাশ করেছে নিম্ন আদালত। ১৫ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে রানের জামিন মঞ্জুর করা হয়। মোদি মন্ত্রিসভার সদস্যের অস্বস্তি বাড়িয়ে এদিন তাঁকে জিজ্ঞাসাবাদের নোটিস পাঠিয়েছে নাসিক পুলিস। আগামী ২ সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছে রানেকে। যদিও বম্বে হাইকোর্টে এদিন মহারাষ্ট্র সরকার জানিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে কোনওরকম শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে না।
জামিন পাওয়ার পরেই ট্যুইটারে নারায়ণ রানে লিখেছিলেন, ‘সত্যমেব জয়তে’। আর এদিন সাংবাদিক বৈঠক করে চাঁচাছোলা ভাষায় মহারাষ্ট্রের শাসক দলকে আক্রমণ করে তিনি বলেন, ‘আমি ভয় পাই না। লড়াই চালিয়ে যাব।’ প্রধানমন্ত্রী নির্দেশ মেনে তিনি জন আশীর্বাদ যাত্রা চালিয়ে যাবেন বলেও জানান। এরপরেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্পর্কে উদ্ধব থ্যাকারের অতীতের মন্তব্য নিয়ে শিবসেনা সুপ্রিমোকে একহাত নেন রানে। যোগীকে ‘জুতোপেটা’ করা উচিত ছিল বলে বিতর্কিত মন্তব্য করেছিলেন উদ্ধব। সে কথা উল্লেখ করে নিজের মন্তব্যে অনড় থাকেন কেন্দ্রীয় মন্ত্রী। 
রানের ইস্তফার দাবিতে এদিনও সরব হয়েছে শিবসেনা। তাদের বক্তব্য, কেন্দ্রীয় সরকারের ভাবমূর্তি নষ্ট করায় রানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন প্রধানমন্ত্রী মোদি। কেন্দ্রীয় মন্ত্রীর তীব্র সমালোচনা করে দলীয় মুখপত্র ‘সামনা’য় একটি সম্পাদকীয়ও প্রকাশ করেছে শিবসেনা। সেখানে রানেকে ‘ফুটো বেলুন’ এবং ‘রাস্তার গুন্ডা’র সঙ্গে তুলনা করা হয়। আরও লেখা হয়েছে, এই ধরনের ভাষায় কেউ যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেন, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার চার্জ আনা হবে। রানের অপরাধও একই।’ 

সাংসদ, বিধায়কদের মামলার তদন্তে দেরি কেন
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

কোনও কোনও মামলায় ১০ থেকে ১৫ বছর পেরিয়ে গিয়েছে। কিন্তু চার্জশিটই জমা পড়েনি। কেন? দেশের সাংসদ এবং বিধায়কদের মামলার তদন্তে কেন আশানুরূপ অগ্রগতি হয়নি? সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর মতো বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বুধবার এভাবেই বিঁধল সুপ্রিম কোর্ট। বিশদ

ত্রিপুরার প্রবীণ প্রাক্তন বিধায়কের সঙ্গে বৈঠক
জোড়াফুলে যোগদান একাধিক বিজেপি নেতার

ত্রিপুরার মাটিতে তৃণমূল কংগ্রেসে যোগদানের পর্ব অব্যাহত। ত্রিপুরা জয়ের লক্ষ্য নিয়ে আগরতলায় পা রাখার পর থেকেই দেখা যাচ্ছে, শক্তিশালী হচ্ছে জোড়াফুল শিবির। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শামিল হচ্ছেন তৃণমূলের পতাকাতলে। বিশদ

পেনশন বাড়ল ব্যাঙ্ক কর্মীদের

ব্যাঙ্ক কর্মীদের পেনশন এবং ফ্যামিলি পেনশন বাড়ছে। ন্যাশনাল পেনশন স্কিমে এবার থেকে ব্যাঙ্কগুলিকে প্রত্যেক কর্মীর জন্য ১৪ শতাংশ করে অর্থ দিতে হবে। এতদিন এটাই ছিল ১০ শতাংশ। তবে ব্যাঙ্ক কর্মীদের প্রদেয় অর্থ ১০ শতাংশই থাকছে। শুধু তাই নয়, মৃত ব্যাঙ্ককর্মীর পরিবারের জন্য ফ্যামিলি পেনশন এবার থেকে একধাক্কায় বেড়ে যাচ্ছে অনেকটা।
বিশদ

বিদ্যালয় খুলতে ৫ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা
কর্মীদের টিকায় অগ্রাধিকার দিতে নির্দেশ

মাত্র ১৯ দিনের মধ্যে ১০ কোটি মানুষকে টিকা দেওয়ার রেকর্ড করল কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বিষয়টিকে তাৎপর্যপূর্ণ এবং কোভিড সুরক্ষার লক্ষ্যে উল্লেখযোগ্য অগ্রগতি বলেই বর্ণনা করেছেন। গত ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে এখনও পর্যন্ত সব মিলিয়ে ৬০ কোটি ডোজ দেওয়া হয়েছে বলে বুধবার জানিয়েছে কেন্দ্র। বিশদ

পেগাসাস ইস্যুতে ফের পশ্চিমবঙ্গ সরকারের তদন্ত
কমিশনের উপর স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

প্রচেষ্টা ছিল প্রবল। তবুও ‘পেগাসাস’ ইস্যুতে মমতার সরকারের তৈরি তদন্ত কমিশনের উপর স্থগিতাদেশ আদায়ের চেষ্টা আবারও ব্যর্থ হল। ফোনে আড়িপাতা কাণ্ডে রাজ্যের তৈরি দুই সদস্যের কমিশনকে বাতিল করার আবেদন করে সুপ্রিম কোর্টে মামলা করেছে স্বেচ্ছাসেবী সংস্থা ‘গ্লোবাল ভিলেজ ফাউন্ডেশন পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট’। বিশদ

ট্রেন লেট, তেজসের যাত্রীদের মোটা
ক্ষতিপূরণ দিতে মাথায় হাত রেলের

ট্রেন দেরিতে চলেছে দু’ঘণ্টারও বেশি। সেই কারণে আইআরসিটিসি-তেজস এক্সপ্রেসের যাত্রীদের প্রায় সাড়ে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে রেল। করোনা পরিস্থিতিতে যখন মন্ত্রকের রাজস্ব আদায় একেবারে তলানিতে, তখন এত টাকার আর্থিক ক্ষতিপূরণ দেওয়া নিয়ে স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়েছে রেল কর্তাদের।
বিশদ

স্নাতক স্তরের পাঠ্যসূচি থেকে বাদ
মহাশ্বেতা দেবীর ‘দ্রৌপদী’

ভিনরাজ্যে পাঠ্যসূচি থেকে বরেণ্য বাঙালি লেখকদের সাহিত্যকর্ম বাদ দেওয়া অব্যাহত। উত্তরপ্রদেশের দশম শ্রেণির পাঠ্যসূচি থেকে আগেই বাদ দেওয়া হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোটগল্প ‘দ্য হোম কামিং’ (ছুটি)। এবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিএ (সাম্মানিক) কোর্স থেকে বাদ দেওয়া হল মহাশ্বেতা দেবীর বহু পঠিত ছোটগল্প ‘দ্রৌপদী’। বিশদ

সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া আর্থিকভাবে
পিছিয়ে পড়াদের মেডিক্যালে সংরক্ষণ নয়

মেডিক্যালে আর্থিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের জন্য ১০ শতাংশ আসন সংরক্ষণ নিশ্চিত করার ব্যাপারে সংশয় প্রকাশ করল মাদ্রাজ হাইকোর্ট। তারা জানিয়ে দিল, এ ব্যাপারে অনুমতি নিতে হবে সুপ্রিম কোর্টের। গত ২৯ জুলাই নরেন্দ্র মোদি সরকার ঘোষণা করেছিল, ডাক্তারি ও ডেন্টাল পড়ার ক্ষেত্রে এবার থেকে ২৭ শতাংশ আসন সংরক্ষিত থাকবে অনগ্রসর শ্রেণির জন্য। বিশদ

চাপের মুখেও সরকারি সংস্থা
বিক্রির পক্ষে সওয়াল নির্মলার
কর্মীস্বার্থ ক্ষুণ্ণ হবে না, সাফাই

দেশজুড়ে সরকারি সংস্থা বিক্রির কড়া সমালোচনা চলছে। তবু মোদি সরকার অনড়। সিংহভাগ ক্ষেত্রেই সরকারের উপস্থিতি যে কমিয়ে আনা হবে, সরাসরি একথা জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বুধবার তিনি বলেছেন, দুটি ভাগে সরকারি সংস্থাকে বিভাজিত করা হচ্ছে। বিশদ

চাপের মুখেও সরকারি সংস্থা বিক্রির পক্ষে
সওয়াল নির্মলার, কর্মীস্বার্থ ক্ষুণ্ণ হবে না, সাফাই

দেশজুড়ে সরকারি সংস্থা বিক্রির কড়া সমালোচনা চলছে। তবু মোদি সরকার অনড়। সিংহভাগ ক্ষেত্রেই সরকারের উপস্থিতি যে কমিয়ে আনা হবে, সরাসরি একথা জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বুধবার তিনি বলেছেন, দুটি ভাগে সরকারি সংস্থাকে বিভাজিত করা হচ্ছে। বিশদ

বন্ধুর সামনে ছাত্রীকে
গণধর্ষণ মাইসুরুতে

বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হলেন এক কলেজ ছাত্রী। মঙ্গলবার সন্ধ্যায় মাইসুরুরের কাছে চামুণ্ডী পাহাড়ে এই ঘটনা ঘটেছে। ওই ছাত্রীর পুরুষ বন্ধুকেও বেদম মারধর করা হয়। উভয়ই এখন হাসপাতালে ভর্তি। পুলিস সূত্রে খবর, মঙ্গলবার চামুণ্ডেশ্বরী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ওই তরুণ-তরুণী। বিশদ

ওনাম উৎসবের পর কেরলে সংক্রমণ বাড়ল ৩১ হাজার

গত ২৪ ঘণ্টায় ৩১ হাজারেরও বেশি নয়া সংক্রমণ। মৃত ২১৫। কেরলে ওনাম উৎসবের পরপরই করোনা সংক্রমণ এক ধাক্কায় অনেকটাই বাড়ল। বুধবার সে রাজ্যের স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৪৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন বিশদ

তথ্য গোপনের দায়ে খারিজ
কয়লা পাচারের একটি মামলা

একই বিষয় নিয়ে দুটি মামলা। প্রথমটির উল্লেখ না করেই দ্বিতীয়টি দায়ের করা হয়েছে। এমন অভিযোগে বাঁকুড়ার মেজিয়া এলাকা থেকে বেআইনি কয়লা তোলার দ্বিতীয় মামলাটি বুধবার খারিজ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক। বিশদ

এলআইসি বিক্রির দায়ও ঝেড়ে ফেলল
সরকার, দায়িত্ব ১০ বেসরকারি ব্যাঙ্ককে

দেশের সম্পদ বেসরকারি হাতে তুলে দেওয়ার পাইপলাইন প্রকল্প ঘোষণার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে মাথাচাড়া দিল এলআইসির শেয়ার বিক্রি করে বিলগ্নিকরণের প্রক্রিয়া। আর এখানেও ‘মাস্টার স্ট্রোক’ কেন্দ্রের। কারণ, এই শেয়ার বিক্রির দায়-দায়িত্বও বেমালুম ঝেড়ে ফেলেছে নরেন্দ্র মোদি সরকার। বিশদ

25th  August, 2021

Pages: 12345

একনজরে
দুয়ারের সরকারের ক্যাম্পে ছাতা মাথায় দাঁড়িয়ে আছেন মহিলারা। অন্যান্য লাইনে হুড়োহুড়ি থাকলেও শান্ত হয়েই প্রতীক্ষায় মহিলারা। অধিকাংশের মুখেই চওড়া হাসি। কোনও তাড়া নেই তাঁদের। কারণ ...

দীর্ঘ ১১ মাসের আইনি কচকচানির অবসান। ডেফিনেটিভ এগ্রিমেন্টে সই না হলেও আসন্ন আইএসএলে খেলবে এসসি ইস্ট বেঙ্গল। টার্মশিটের ভিত্তিতেই ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেবে লাল-হলুদ। বুধবার ...

‘তালিবানের সেবায় পাকিস্তান নিজেকে নিয়োজিত করেছে। তালিবদের কখনই চাপের মুখে পড়তে হয়নি। পাকিস্তানকে ওরা বেস হিসেবে ব্যবহার করেছে। নির্দিষ্ট কোনও এলাকা নয়, গোটা পাকিস্তানই তাদের সাহায্য করতে উঠেপড়ে লেগেছিল।’ ...

হাওড়া সিটি পুলিস প্রায় ৪৫ কেজি নিষিদ্ধ চীনা মাঞ্জা উদ্ধার করল। মঙ্গল ও বুধবার জাগাছা থানার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয় এই বিপুল পরিমাণ সুতো। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

হঠাৎ নেওয়া সিদ্ধান্তে বিপদে পড়তে পারেন। চলচিত্র ও যাত্রা শিল্পী, পরিচালকদের শুভ দিন। ধনাগম হবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭২৩ - অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক ওলন্দাজ বিজ্ঞানী আন্তেনি ভান লিউভেনহুকের মৃত্যু
১৮৬৯ - রহস্য কাহিনীকার ও সম্পাদক দীনেন্দ্র কুমার রায়ের জন্ম
১৯১০: নোবেল জয়ী সমাজসেবী মাদার টেরিজার জন্ম
১৯২০ - মার্কিন যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার স্বীকৃত হয়
১৯২০: অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯২৭ - ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি কলকাতায় প্রথম বেতার সম্প্রচার শুরু করে
১৯৩৪: কবি ও গীতিকার অতুলপ্রসাদ সেনের মৃত্যু
১৯৪৩ - আজাদ হিন্দ ফৌজ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়
১৯৫৫ - সত্যজিত্ রায়ের চলচ্চিত্র ‘পথের পাঁচালী’র মুক্তি লাভ
১৯৫৬: রাজনীতিক মানেকা গান্ধীর জন্ম
১৯৬৮: চিত্র পরিচালক মধুর ভাণ্ডারকরের জন্ম 
২০০৩ - লেখক ও ঔপন্যাসিক বিমল করের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.৩৭ টাকা ৭৫.০৮ টাকা
পাউন্ড ১০০.১১ টাকা ১০৩.৫৭ টাকা
ইউরো ৮৫.৫৯ টাকা ৮৮.৭১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮, ২০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৫,৭৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬, ৪৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৪, ০০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৪, ১০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৯ ভাদ্র ১৪২৮, বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১। চতুর্থী ২৯/৪৪ অপরাহ্ন ৫/১৪। রেবতী নক্ষত্র ৪২/৫১ রাত্রি ১০/২৯। সূর্যোদয় ৫/২০/৫২, সূর্যাস্ত ৫/৫৬/১২। অমৃতযোগ রাত্রি ১২/৫৩ গতে ৩/৩ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/০ মধ্যে পুনঃ ১০/২৩ গতে ১২/৫৪ মধ্যে। বারবেলা ২/৪৭ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৮ গতে ১/৪ মধ্যে।
৯ ভাদ্র ১৪২৮, বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১। চতুর্থী অপরাহ্ন ৫/৩৪। রেবতী নক্ষত্র রাত্রি ১১/৫৫। সূর্যোদয় ৫/২০, সূর্যাস্ত ৬/০। অমৃতযোগ রাত্রি ১২/৪৩ গতে ৩/৪ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/৩ মধ্যে ও ১০/১৯ গতে ১২/৪৪ মধ্যে। কালবেলা ২/৫০ গতে ৬/০ মধ্যে। কালরাত্রি ১১/৪০ গতে ১/৫ মধ্যে।
১৭ মহরম।

ছবি সংবাদ

এই মুহূর্তে
তৃতীয় টেস্ট: প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৯৮/৩ (চা বিরতি) 

08:49:20 PM

কয়েক ঘণ্টার মধ্যেই ফের কাবুল বিমানবন্দরের বাইরে দ্বিতীয় বিস্ফোরণ

08:44:00 PM

কাবুল বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু, রয়েছে একাধিক শিশুও 

08:21:08 PM

করোনা: গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত ৭১৭, মৃত ৯ 

08:03:25 PM

কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ, হতাহতের খবর পাওয়া যায়নি 

07:54:59 PM

কমতে পারে কোভিশিল্ড ভ্যাকসিনের দুটি ডোজের ব্যবধান: সূত্র 

06:01:10 PM