হঠাৎ নেওয়া সিদ্ধান্তে বিপদে পড়তে পারেন। চলচিত্র ও যাত্রা শিল্পী, পরিচালকদের শুভ দিন। ধনাগম হবে। ... বিশদ
রণবীরের এনার্জি নিয়ে আলাদা করে শব্দ খরচ করা মানে বোকামো। যে কোনও পার্টিতে তিনি প্রবেশ করা মানে নিজস্ব ছন্দে সকলের দৃষ্টি আকর্ষণ করাটা তাঁর স্বভাবসিদ্ধ। এদিনও তার অন্যথা হয়নি। মায়ের জন্মদিনে মন খুলে নাচলেন পর্দার বাজিরাও। জিনসের জ্যাকেট খুলে সরিয়ে রাখলেন। কালো জিনস আর স্যান্ডো গেঞ্জি, মাথায় কাউবয় হ্যাট— রণবীরের স্বতঃস্ফূর্ত নাচ ততক্ষণে অভ্যাগতদের মোবাইল ক্যামেরার অন্যতম আকর্ষণ। প্লে লিস্টে ‘পদ্মাবত’ ছবির ‘খলিবলি’ ছাড়াও ছিল কার্তিক আরিয়ানের ‘সোনু কে টিটু কি সুইটি’ ছবির ‘দিল চোরি’। পার্টির এইরকম কয়েকটি ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে রণবীর স্ত্রীর সামনে নাচছেন। কিন্তু দীপিকা কিন্তু বেশ গম্ভীর মুখেই বসে রয়েছেন। তা দেখে নেট নাগরিকদের একাংশের মন্তব্য, রণবীর যতটা খোলা মনের মানুষ, তুলনায় দীপিকা একটু অন্যরকম। পার্টিতে দীপিকার মা উজ্জ্বলা পাড়ুকোন ও বাবা প্রকাশ পাড়ুকোন উপস্থিত ছিলেন।