হঠাৎ নেওয়া সিদ্ধান্তে বিপদে পড়তে পারেন। চলচিত্র ও যাত্রা শিল্পী, পরিচালকদের শুভ দিন। ধনাগম হবে। ... বিশদ
কিন্তু মঙ্গলবার সকালে শ্রীলেখার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে সকলে অবাক। তাঁর অভিনীত ছবি ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’ ছবিটি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে দেখানো হবে। সেইজন্য তিনি এখন সুইজারল্যান্ডে। সেখান থেকেই তিনি পোস্ট করেন, ‘শশাঙ্ক ভাভসর রেড ভলান্টিয়ার না তুমি? আমার থেকে যে কুকুরের বাচ্চাটাকে নিলে তার হদিশ দাও। বাচ্চাটাকে রাখতে না পারলে নিয়েছিলে কোন স্পর্ধায়? আমার সঙ্গে ডেটে যাওয়ার লোভে?’ এমনকী এরপর অভিনেত্রী ওই পোস্টে হুমকিও দিয়েছেন, ‘এর শেষ দেখে ছাড়ব শশাঙ্ক।’ এরপর ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে শ্রীলেখা বলেন, শুধুমাত্র কফি ডেটে যাওয়ার জন্যই যে ও কুকুর দত্তক নিয়েছিল, সেটা বোঝা আমার পক্ষে সম্ভব ছিল না। ভারাক্রান্ত মন নিয়ে গোটা দিন হোটেলের রুমেই বসে থাকেন তিনি। এই পথপশুর মৃত্যুর জন্যও নিজেকেই দায়ী করছেন অভিনেত্রী। যদিও এই পরিপ্রেক্ষিতে শশাঙ্কর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।