হঠাৎ নেওয়া সিদ্ধান্তে বিপদে পড়তে পারেন। চলচিত্র ও যাত্রা শিল্পী, পরিচালকদের শুভ দিন। ধনাগম হবে। ... বিশদ
বিশাল পরিচালিত শেষ ছবি ছিল ‘পটাকা’। সেই ছবিতে রাধিকা মেনন, সুনীল গ্রোভার অভিনয় করেছিলেন। অন্যদিকে আলি ফজলকে মূলত ওয়েব সিরিজেই অভিনয় করতে দেখা যায়ে। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘মির্জাপুর ২’ ও সৃজিত মুখোপাধ্যায়ের ‘রে’ সিরিজে। হলিউড পরিচালক কেনেথ ব্রানাঘ পরিচালিত রহস্য থ্রিলার ‘ডেথ অন দ্য নাইল’ ছবিতেও তাঁকে দেখা যাবে। আগাথা ক্রির্স্টির এই উপন্যাসে এরকুল পোয়েরোর ভূমিকায় অভিনয়ও করবেন ব্রানাঘ।