হঠাৎ নেওয়া সিদ্ধান্তে বিপদে পড়তে পারেন। চলচিত্র ও যাত্রা শিল্পী, পরিচালকদের শুভ দিন। ধনাগম হবে। ... বিশদ
এই ওয়েব সিরিজে মনোজ ছাড়াও অভিনয় করেছেন সামান্থা আক্কিনানি, প্রিয়ামণি, শারিব হাসমি, সানি হিন্দুজা, শারদ কেলকর প্রমুখ। প্রসঙ্গত, চলচ্চিত্র সমালোচক কমল খানের বিরুদ্ধে গত মাসে সলমন খানও মানহানির মামলা করেছিলেন। সেবার সলমন অভিনীত ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবির সামলোচনা করতে গিয়ে অশ্লীল ভাষার প্রয়োগ করার অভিযোগ ওঠে কমলের বিরুদ্ধে।