হঠাৎ নেওয়া সিদ্ধান্তে বিপদে পড়তে পারেন। চলচিত্র ও যাত্রা শিল্পী, পরিচালকদের শুভ দিন। ধনাগম হবে। ... বিশদ
এরই পাশাপাশি বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)কে ফের সংশোধনের দাবিও উঠতে পারে বলে জানা গিয়েছে। শিরোমণি অকালি দল ইতিমধ্যেই এই ব্যাপারে সরব হয়েছে। নতুন নাগরিকত্ব আইন মোতাবেক ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে যেসব হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ভারতে চলে এসেছেন, তাঁরা এদেশের নাগরিকত্ব পেতে পারেন। তবে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে ওই সময়সীমা বাড়িয়ে ২০২১ সালের ৩১ ডিসেম্বর করার দাবি করছে শিরোমণি অকালি দল। এখন দেখার আজকের বৈঠকে কী বলেন বিরোধীরা। কংগ্রেসের পক্ষে লোকসভার দলের নেতা অধীররঞ্জন চৌধুরী এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে উপস্থিত থাকবেন। তৃণমূলের পক্ষে উপস্থিত থাকবেন সৌগত রায় এবং সুখেন্দুশেখর রায়।