Bartaman Patrika
দক্ষিণবঙ্গ
 

পুরুলিয়ায় ‘ভূতুড়ে’ টিকাকর্মীর খোঁজ, সবার
ভ্যাকসিনের শংসাপত্রে বর্ণালি মণ্ডলের নাম

সংবাদদাতা, পুরুলিয়া: ‘ভূতুড়ে’ টিকাকর্মীর খোঁজ মিলল পুরুলিয়া-১ ব্লকের লাগদা উপস্বাস্থ্য কেন্দ্রে। গোটা ব্লকে ‘বর্ণালি মণ্ডল’ নামে কোনও টিকাকর্মী নেই। অথচ লাগদা সহ একাধিক স্বাস্থ্যকেন্দ্রে যাঁরা করোনার ভ্যাকসিন নিয়েছেন, তাঁদের শংসাপত্রে টিকাকর্মী হিসেবে জ্বলজ্বল করছে বর্ণালি মণ্ডলের নাম। জেলা স্বাস্থ্যদপ্তরের কর্তারা বিভিন্ন জায়গায় খোঁজ করেও ওই নামে কোনও স্বাস্থ্যকর্মীর খোঁজ দিতে পারেননি। টিকাকর্মীর প্রাপ্য ভাতাও কোথায় যাচ্ছে, সেই বিষয়ে সঠিক তথ্য দিতে পারেননি জেলা স্বাস্থ্যদপ্তরের আধিকারিকরা।
পুরুলিয়া জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া বলেন, এরকম কোনও মতেই হওয়ার কথা নয়। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে এবিষয়ে কথা বলেছি। তিনি তদন্ত করে দেখবেন বলে জানিয়েছেন।পুরুলিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অনিল দত্ত বলেন, জেলায় ১২০০ জনের বেশি স্বাস্থ্যকর্মী রয়েছেন। কার কী নাম, তা তো আর সিএমওএইচ বলতে পারবেন না। জেলা স্বাস্থ্যদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া-১ ব্লকের লাগদা উপ-স্বাস্থ্যকেন্দ্রে গত ৮ মার্চ থেকে করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়। ইতিমধ্যে ওই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে এক হাজারেরও বেশি মানুষ করোনার টিকা নিয়েছেন। ওই উপ-স্বাস্থ্যকেন্দ্রে যাঁরা টিকা নিয়েছেন, তাঁদের শংসাপত্রে টিকাকর্মী হিসেবে বর্ণালি মণ্ডলের নাম রয়েছে।
স্বাস্থ্যদপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, লাগদা উপস্বাস্থ্য কেন্দ্র ছাড়াও সোনাইজুড়ি এবং চাকড়া উপস্বাস্থ্য কেন্দ্রে যাঁরা করোনার টিকা নিয়েছেন,  তাঁদের শংসাপত্রেও টিকাকর্মী হিসেবে বর্ণালি মণ্ডলের নাম রয়েছে। যদিও লাগদা উপস্বাস্থ্য কেন্দ্র সহ পুরুলিয়া-১ ব্লকের অন্যান্য উপ-স্বাস্থ্য কেন্দ্রে বর্ণালি মণ্ডল নামে কোনও স্বাস্থ্যকর্মীর হদিশ মেলেনি। ওই স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কর্মরত অন্যান্য স্বাস্থ্যকর্মীর পরিবর্তে কেন ‘ভূতুড়ে’ বর্ণালি মণ্ডলের নাম দেওয়া হচ্ছে, তা নিয়ে কোনও সদুত্তর দিতে পারেননি স্বাস্থ্যদপ্তরের কর্তারা। লাগদা উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা এনিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি। তবে বর্ণালি মণ্ডল নামে কোনও স্বাস্থ্যকর্মী যে ওই স্বাস্থ্যকেন্দ্রে নেই, তা তাঁরা স্পষ্ট করেই জানিয়েছেন। পুরুলিয়া-১ ব্লকের  পিএইচএন পূর্বা মুখোপাধ্যায় বলেন, বর্ণালি মণ্ডল নামে কোনও স্বাস্থ্যকর্মী আছে কি না, জানি না। খোঁজ নিয়ে দেখব।জেলা স্বাস্থ্যদপ্তরের ডিএমসিএইচও বুদ্ধদেব মণ্ডল বলেন, খোঁজ নিয়ে দেখেছি বর্ণালি মণ্ডল নামে কোনও স্বাস্থ্যকর্মী পুরুলিয়া-১ ও জয়পুর ব্লকেও নেই। যে কর্মী টিকা দিয়েছেন, তাঁর নাম ভ্যাকসিনের শংসাপত্রে থাকার কথা। এক্ষেত্রে বর্ণালি মণ্ডলের নাম কীভাবে এল বা বর্ণালি মণ্ডল নামটি কার, কিছুই বোঝা যাচ্ছে না। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আইডি পাসওয়ার্ড দেওয়ার সময় কোনও ভুল হয়েছে কি না তাও খতিয়ে দেখা হবে। প্রতি জনকে টিকা দেওয়ার জন্য টিকা কর্মীরা একটাকা করে পান। তা পেতে কোনও অসুবিধা হবে না।

সকাল থেকে লক্ষ্মীর ভাণ্ডারের লাইনে
গিন্নি, হেঁশেলের অস্থায়ী দায়িত্বে কর্তারা

দুয়ারের সরকারের ক্যাম্পে ছাতা মাথায় দাঁড়িয়ে আছেন মহিলারা। অন্যান্য লাইনে হুড়োহুড়ি থাকলেও শান্ত হয়েই প্রতীক্ষায় মহিলারা। অধিকাংশের মুখেই চওড়া হাসি। কোনও তাড়া নেই তাঁদের। কারণ জানতে চাওয়ায় আঁচল দিয়ে লজ্জায় মুখ ঢেকে কেউ বললেন, হেঁশেল সামলানোর দায়িত্ব আজ কর্তার। বিশদ

কলাবাগানে দুষ্কৃতী হামলা
 

রাতের অন্ধকারে কলাচাষের জমিতে তাণ্ডব চালাল দুষ্কৃতীরা। নষ্ট করে দেওয়া হল একবিঘা জমির কলাগাছ। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার সতীশ নগর এলাকায়। বুধবার সকালে বিষয়টি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিশদ

টেন্ডার দুর্নীতিতে গ্রেপ্তার প্রাক্তন ওভারসিয়ার দিলীপ
শ্যামাকে আইনি সাহায্যের আশ্বাস বিজেপি সাংসদের

বিষ্ণুপুর পুরসভায় টেন্ডার দুর্নীতি কাণ্ডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পর এবার গ্রেপ্তার হলেন পুরসভার প্রাক্তন ওভারসিয়ার দিলীপ গড়াই। তাঁর বাড়ি শহরের গোপালগঞ্জের যুগীপাড়ায়। মঙ্গলবার বিষ্ণুপুর থানায় দীর্ঘক্ষণ জেরার পর গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিশদ

পোস্তর দাম ছাড়িয়েছে দু’হাজার টাকা
পাত থেকে উধাও হচ্ছে বাঙালির পছন্দের খাবার

একটা সময় ছিল, যখন বাঙালির পাতে পোস্ত ছাড়া চলত না। পোস্তর নানা পদ শোভা বাড়াত বাঙালির পাতের। আর রাঢ়বঙ্গের মানুষের আবার পোস্ত ছাড়া মুখে খাবারই ওঠে না। কিন্তু সেই পোস্তরই আকাশছোঁয়া দাম। দু’হাজার টাকা কিলো বা তারও বেশি। বিশদ

পূর্ব মেদিনীপুরে লক্ষ্মীর
ভাণ্ডারে আবেদন ৫ লক্ষ

১০ দিনে পূর্ব মেদিনীপুর জেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ৪লক্ষ ৯২হাজার আবেদন জমা পড়েছে। জেলায় ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে মোট আবেদনের সংখ্যা ৮লক্ষ ৪৯হাজার ১৭৩টি। মোট আবেদনের প্রায় ৬০ভাগ লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। বিশদ

ঝাড়গ্রামে লক্ষ্মীর ভাণ্ডার
প্রকল্পের ফর্ম রাতে বিলি

 

: রাতের অন্ধকারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম বিলি করার অভিযোগে বুধবার ঝাড়গ্রামের বাঁধগোড়া পঞ্চায়েতের নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পে উত্তেজনা ছড়ায়। অভিযোগের তির স্থানীয় বুথ লেভেল অফিসার তথা নারায়ণপুর এমএসকের শিক্ষক শেখ বরজাহানের বিরুদ্ধে। বিশদ

সেতু নির্মাণের কাজ পরিদর্শনে
ডিএম, জাতীয় সড়ক কর্তৃপক্ষ

সিউড়ি ও ভীমগড়ে জাতীয় সড়কে রেলেগেটের ওপর সেতু নির্মাণের কাজে গতি আনার জন্য এলাকা পরিদর্শন করলেন জেলাশাসক ও জাতীয় সড়ক দপ্তরের আধিকারিকরা। ২০১৬ সালে এই সম্পর্কে বোলপুরে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল। বিশদ

বাজ পড়ার দু’টি ঘটনায়
মহিলা ও যুবকের মৃত্যু 

বুধবার মেদিনীপুর ও ঝাড়গ্রামে বাজ পড়ার ঘটনায় এক মহিলা ও এক যুবকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বেশ কয়েকজন।  আনন্দপুরের চণ্ডীতলা গ্রামে বুধবার বিকেলে বাজ পড়ে এক মহিলার মৃত্যু হয়। তাঁর নাম দীপালি বাগ (৪৫)। বিশদ

মুর্শিদাবাদে পদ্মায় জল
বাড়তেই উধাও ইলিশ
‘রুপালি ফসল’ না মেলায় হাপিত্যেশ করছেন মৎস্যজীবীরা

সবে মরশুম শুরু হয়েছে। জালে তিন-চারটি করে ইলিশ উঠছিল। তাতে বেশ খুশিতেই ছিলেন মৎস্যজীবীরা। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি বদলে গিয়েছে। ফরাক্কা থেকে প্রচুর জল ছাড়ায় পদ্মা এখন টইটুম্বুর। স্রোতের মুখে জাল ফেলাই দায়। তারপরেও জাল ফেললে কিছু চিংড়ি, পুঁটি উঠলেও ইলিশের দেখা মিলছে না।  বিশদ

বহরমপুরে বিস্ফোরণে উড়ে
গেল বাড়ির ছাদ, জখম বৃদ্ধা
তদন্তে পুলিস, উদ্ধার চার রাউন্ড গুলি, গ্রেপ্তার ১ 

মঙ্গলবার রাতে বহরমপুরের দু’নম্বর বানজেটিয়ার বেলতলায় একটি বাড়িতে বিস্ফোরণে চাঞ্চল্য ছড়ায়। বিস্ফোরণে বাড়ির টিনের ছাউনি উড়ে গিয়েছে। দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে পদ্মারানি মণ্ডল নামে এক বৃদ্ধা জখম হয়েছেন। তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশদ

রাতে প্রহরা নেই, নিরাপত্তা
নিয়ে দুশ্চিন্তায় মহিলারা 

নদীয়ার কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতাল সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ  হাসপাতাল। এই হাসপাতালে চিকিৎসা করাতে কৃষ্ণগঞ্জ ব্লকের একাধিক গ্রাম নির্ভরশীল। কৃষ্ণগঞ্জ থানা, হাঁসখালি থানা, ভীমপুর থানা ও চাপড়া থানার একাংশের রোগীরাও এই হাসপাতালের উপর নির্ভরশীল। বিশদ

কাবুল থেকে বাড়ি ফিরে আফগানদের দুর্বিষহ
অবস্থার কথা জানালেন নদীয়ার সুপ্রিয় ও পিটার

 

আফগানিস্তান থেকে বাড়ি ফিরলেন তাহেরপুর ও তেহট্টের দুই যুবক। মঙ্গলবার বাড়ি ফিরে সেই দেশের দুর্বিষহ অভিজ্ঞতার কথা জানান তাহেরপুরের বি-ব্লকের বাসিন্দা সুপ্রিয় ধর। তিনি বলেন, কার্গো বিমানের বাইরে ঝুলছিল বহু মানুষ।  বিশদ

আরামবাগ হাসপাতালে যাওয়ার রাস্তাটি
বেহাল, সমস্যায় রোগী ও স্থানীয় বাসিন্দারা

 

আরামবাগ মহকুমা হাসপাতাল যাওয়ার রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। গোটা রাস্তাটি খানাখন্দে ভরা। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন দূরদূরান্ত থেকে আসা রোগী ও তাদের পরিবারের লোকজন। নিয়ম করে ঘটছে দূর্ঘটনা। আরামবাগ নেতাজি স্কোয়ার থেকে মহকুমা হাসপাতাল হয়ে স্টেশন রোড পর্যন্ত রাস্তাটি খানাখন্দে ভরে যাওয়ায় অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না। বিশদ

পানীয় জলের দাবিতে পথ অবরোধ
 

পানীয়জলের দাবিতে মুকুটমণিপুর সংলগ্ন এলাকায় বুধবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিস গিয়ে জলের সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বাসিন্দারা। বিশদ

Pages: 12345

একনজরে
দেশজুড়ে সরকারি সংস্থা বিক্রির কড়া সমালোচনা চলছে। তবু মোদি সরকার অনড়। সিংহভাগ ক্ষেত্রেই সরকারের উপস্থিতি যে কমিয়ে আনা হবে, সরাসরি একথা জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বুধবার তিনি বলেছেন, দুটি ভাগে সরকারি সংস্থাকে বিভাজিত করা হচ্ছে। ...

একই বিষয় নিয়ে দুটি মামলা। প্রথমটির উল্লেখ না করেই দ্বিতীয়টি দায়ের করা হয়েছে। এমন অভিযোগে বাঁকুড়ার মেজিয়া এলাকা থেকে বেআইনি কয়লা তোলার দ্বিতীয় মামলাটি বুধবার খারিজ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক। ...

হাওড়া সিটি পুলিস প্রায় ৪৫ কেজি নিষিদ্ধ চীনা মাঞ্জা উদ্ধার করল। মঙ্গল ও বুধবার জাগাছা থানার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয় এই বিপুল পরিমাণ সুতো। ...

দীর্ঘ ১১ মাসের আইনি কচকচানির অবসান। ডেফিনেটিভ এগ্রিমেন্টে সই না হলেও আসন্ন আইএসএলে খেলবে এসসি ইস্ট বেঙ্গল। টার্মশিটের ভিত্তিতেই ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেবে লাল-হলুদ। বুধবার ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

হঠাৎ নেওয়া সিদ্ধান্তে বিপদে পড়তে পারেন। চলচিত্র ও যাত্রা শিল্পী, পরিচালকদের শুভ দিন। ধনাগম হবে। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭২৩ - অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক ওলন্দাজ বিজ্ঞানী আন্তেনি ভান লিউভেনহুকের মৃত্যু
১৮৬৯ - রহস্য কাহিনীকার ও সম্পাদক দীনেন্দ্র কুমার রায়ের জন্ম
১৯১০: নোবেল জয়ী সমাজসেবী মাদার টেরিজার জন্ম
১৯২০ - মার্কিন যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার স্বীকৃত হয়
১৯২০: অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৯২৭ - ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি কলকাতায় প্রথম বেতার সম্প্রচার শুরু করে
১৯৩৪: কবি ও গীতিকার অতুলপ্রসাদ সেনের মৃত্যু
১৯৪৩ - আজাদ হিন্দ ফৌজ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়
১৯৫৫ - সত্যজিত্ রায়ের চলচ্চিত্র ‘পথের পাঁচালী’র মুক্তি লাভ
১৯৫৬: রাজনীতিক মানেকা গান্ধীর জন্ম
১৯৬৮: চিত্র পরিচালক মধুর ভাণ্ডারকরের জন্ম 
২০০৩ - লেখক ও ঔপন্যাসিক বিমল করের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৩.৩৭ টাকা ৭৫.০৮ টাকা
পাউন্ড ১০০.১১ টাকা ১০৩.৫৭ টাকা
ইউরো ৮৫.৫৯ টাকা ৮৮.৭১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮, ২০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৫,৭৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬, ৪৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৪, ০০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৪, ১০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৯ ভাদ্র ১৪২৮, বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১। চতুর্থী ২৯/৪৪ অপরাহ্ন ৫/১৪। রেবতী নক্ষত্র ৪২/৫১ রাত্রি ১০/২৯। সূর্যোদয় ৫/২০/৫২, সূর্যাস্ত ৫/৫৬/১২। অমৃতযোগ রাত্রি ১২/৫৩ গতে ৩/৩ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/০ মধ্যে পুনঃ ১০/২৩ গতে ১২/৫৪ মধ্যে। বারবেলা ২/৪৭ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৮ গতে ১/৪ মধ্যে।
৯ ভাদ্র ১৪২৮, বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১। চতুর্থী অপরাহ্ন ৫/৩৪। রেবতী নক্ষত্র রাত্রি ১১/৫৫। সূর্যোদয় ৫/২০, সূর্যাস্ত ৬/০। অমৃতযোগ রাত্রি ১২/৪৩ গতে ৩/৪ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/৩ মধ্যে ও ১০/১৯ গতে ১২/৪৪ মধ্যে। কালবেলা ২/৫০ গতে ৬/০ মধ্যে। কালরাত্রি ১১/৪০ গতে ১/৫ মধ্যে।
১৭ মহরম।

ছবি সংবাদ

এই মুহূর্তে
তৃতীয় টেস্ট: প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৯৮/৩ (চা বিরতি) 

08:49:20 PM

কয়েক ঘণ্টার মধ্যেই ফের কাবুল বিমানবন্দরের বাইরে দ্বিতীয় বিস্ফোরণ

08:44:00 PM

কাবুল বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু, রয়েছে একাধিক শিশুও 

08:21:08 PM

করোনা: গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত ৭১৭, মৃত ৯ 

08:03:25 PM

কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ, হতাহতের খবর পাওয়া যায়নি 

07:54:59 PM

কমতে পারে কোভিশিল্ড ভ্যাকসিনের দুটি ডোজের ব্যবধান: সূত্র 

06:01:10 PM