Bartaman Patrika
কলকাতা
 
 

শহরে গঙ্গার ঘাটে ভীড়ের মধ্যে বড়দের কাঁধে চেপে বিসর্জন দেখার আনন্দ। ছবি: অতূণ বন্দ্যোপাধ্যায়।

বড়িশা, বেহালা, হরিদেবপুর, ঠাকুরপুকুর
বিপন্ন পক্ষিকুল, জগন্নাথের রথ,
বঙ্গের পরবে ঠাসা পুজোর থিম

বিমল বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনা: শহর জুড়ে যত্রতত্র আকাশ ছোঁয়া মোবাইল টাওয়ারের দাপটে বিপন্ন জীবজগৎ। আগেকার মতো ভোর হলে চড়াই পাখির ডাক শোনা দূর দেখাই মেলে না। হারিয়ে গিয়েছে রান্নাঘরের চালে জোড়া শালিখের ঝগড়াও। কোথাও কোথাও কচিৎ তাদের দেখা গেলেও আগের মতো আনন্দ কলরব আর শোনা যায় না। কেমন যেন বিষণ্ণ চেহারা। মোবাইল টাওয়ারের দাপটে হারিয়ে যাওয়া এই জীবজগতের যন্ত্রণাময় ছবি সুক্ষ্ম কারুকাজের মধ্যে দিয়ে তুলে ধরেছে সখেরবাজারের বড়িশা ক্লাব। বেহালা-ঠাকুরপুকুরের সীমান্তের এই মণ্ডপের বাইরে নজরে পড়বে একাধিক টাওয়ার। তার নীচে পড়ে রয়েছে একাধিক চড়ুই পাখির নিথর দেহ। নেপথ্যে শোনা যাচ্ছে পাখির করুণ আর্তনাদ। ভিতরে ঢোকার পর বিভিন্ন পাখির বাসা। মুখ বার করে পাখিরা দেখছে। তার মাঝে বৃক্ষরূপী মায়ের অবস্থান। বিপন্ন জীবজগতের তিনিই একমাত্র ভরসা। সেই কারণে গাছের গোড়া কেটে মায়ের মূর্তি করা হয়েছে। শুক্রবার ষষ্ঠীর বিকেলে বড়িশা ক্লাবের এই মণ্ডপ দেখতে লম্বা লাইন দেখা গেল। ঠাকুরপুকুর স্টেট ব্যাঙ্ক পার্কের মণ্ডপ পুরোটাই তৈরি হয়েছে শান্তিনিকেতনের শিল্পীদের আঁকা আলপনা দিয়ে। লোহা কেটে কেটে তা দিয়ে আলপনা তৈরি হয়েছে। যা অভিনব বটে। তার সঙ্গে মিলিয়ে তৈরি হয়েছে প্রতিমাও
সখেরবাজারের পশ্চিম প্রান্তে চন্ডী মন্দিরের কাছে বড়িশা সর্বজনীন এবার চমক দিয়েছে। তাদের ভাবনার নাম ‘পালক’। এখানেও প্রকৃতিকে নিয়ে পুরো মণ্ডপ সাজানো হয়েছে। সেতুর উপর দিয়ে শাপলাফুল ভরা জলাশয় পেরিয়ে দর্শক পৌঁছবেন মূল মণ্ডপে। মা দুর্গা এখানে গণেশকে কোলে নিয়ে গ্রাম্যবধূর বেশে রয়েছেন। গ্রাম্য পরিবেশ, কৃষিকাজ ও কৃষকদের জীবনের বিভিন্ন দিকের শিল্পকর্ম তুলে ধরা হয়েছে মণ্ডপ জুড়ে। বেহালা ১১ পল্লির পুজোর ভাবনা হল লৌহ কবচ। পুজো কমিটির চেয়ারম্যান শুভাশিস রায় বলেন, পরিবেশবান্ধব হিসেবে পুরো মণ্ডপ প্লাস্টিক মুক্ত করা হয়েছে। তাই মণ্ডপের মূল কাঠামো লোহা দিয়ে তৈরি হয়েছে। মা দুর্গার বসন ও আঙ্গিকে বৈষ্ণব ভাবের ছোঁয়া। শাড়িতে লালন ফকিরের খাঁচার ভিতর অচিন পাখি গানের স্তবকগুলি লেখা। বোসপাড়া রোডের বড়িশা সবুজ সাথীর ভাবনা হল ‘সর্বধর্ম সমন্বয় জগন্নাথের রথযাত্রা বর্ণময়’। পুরীর জগন্নাথের আদলে মা দুর্গাকে সাজানো হয়েছে। বেহালার দেবদারু ফটকের ভাবনার নাম গ্ল্যাডলি বাঙালি। পুরো মণ্ডপ জুড়ে বাঙালীর আচার-আচরণ, আবেগ, খাওয়া-দাওয়া, পুজো থেকে ফুটবল সব মিলিয়ে রসময় পরিবেশ। মণ্ডপে ঢুকলে মজার পাশাপাশি ভক্তি দু’টোই পাওয়া যাবে। থিমের সঙ্গে সঙ্গতি রেখে প্রতিমার চালচিত্র তৈরি হয়েছে। অজন্তা ও জেমস লং সরণির সংযোগে বেহালা ২৯ পল্লির পুজোয় এবারের বিষয় ‘জানলা’। একেবারে অতীত থেকে বর্তমানের জানলার বিবর্তনকে তুলে ধরা হয়েছে। শুধু তাই নয়, জানলা দিয়ে বাইরের ও অন্দরমহলের হাজারো গল্প তৈরি হয়েছে। তারও ছবি রয়েছে মডেল আকারে। পর্ণশ্রীর বেহালা ক্লাব সব সময় নতুন ভাবনা থেকেই মণ্ডপ ও প্রতিমা তৈরি করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রাণের পরব কথা। হারিয়ে যাওয়া টুসু, চড়ক ,গাজন, ঝুমুর ও ভাদু গানের ডালি দিয়ে এবার সাজানো হয়েছে পুরো মণ্ডপ। মণ্ডপে ঢুকলে সেই সব মন উদাস করা সেই সব গান শোনা যাবে। তার সঙ্গে সঙ্গতি রেখে আলোর সাজ। শুধু তাই নয়, দেবী মূর্তির অবয়বে তারই ছোঁয়া রয়েছে। এবার হরিদেবপুরে ৪১ পল্লির পুজোয় সংবাদপত্রের বিবর্তন নিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। চারপাশে খবরের খন্ড খন্ড চিত্র। কাপড়ের উপর খবরের প্রিন্ট করে তুলে ধরা হয়েছে। মণ্ডপের ভিতরে ঢুকলে রেডিও, টরেটক্কার আওয়াজ শোনা যাবে। হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব সর্বজনীনের নতুন ভাবনা হল ‘এই গল্পের কোনও নাম নেই’। এখানে ইটভাটায় কর্মরত শ্রমিকদের জীবনসংগ্রামের কাহিনী নিয়ে মণ্ডপ তৈরি হয়েছে। কুদঘাঁট এলাকার প্রগতি সংঘের পূর্ব পুটিয়ারি সর্বজনীনের এবারের ভাবনা হল, তুমি কার? যার মনে প্রবেশ করো, তখন তুমি তার’।
 

05th  October, 2019
বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ 

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বাসন্তী থানার শিমূলতলা হাসপাতাল মোড়ে শাসকদলের মূল সংগঠনের সঙ্গে যুব শিবিরের বিরোধে এলাকা উত্তপ্ত হয়ে যায়। পুলিস জানিয়েছে, সোমবার সেখানে শক্তি প্রদর্শনের জন্য মূল সংগঠনের লোকজন মোটরবাইক মিছিল করে।
বিশদ

মেঘমুক্ত আকাশকে সঙ্গী করে
হাওড়া-হুগলি জনপ্লাবনে ভেসে গেল 

নিজস্ব প্রতিনিধি, হাওড়া ও বিএনএ, চুঁচুড়া: আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল যে পুজোর মধ্যে বৃষ্টি হবে। যদিও ষষ্ঠীতে সেভাবে বৃষ্টি অসুর হয়ে উঠতে পারেনি। কিন্তু, হাজার হাজার মানুষ এদিনই মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রমাণ করে দিয়েছেন, পুজোর চারদিন কোনও কিছুর বাধাই তাঁরা মানবেন না। 
বিশদ

05th  October, 2019
তুমুল ক্ষোভ ব্লাড ব্যাঙ্কে
স্বাস্থ্যভবনের রক্তদান শিবিরে ‘বিশৃঙ্খলার’ অভিযোগ, শো-কজ তিনজনকে 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাতীয় রক্তদান দিবসে রাজ্য স্বাস্থ্য দপ্তরের হেডকোয়ার্টার্স স্বাস্থ্যভবনে আয়োজিত এক সরকারি রক্তদান শিবিরকে কেন্দ্র করে তুমুল বিতর্ক বাধল। ‘অদক্ষতা’ এবং ‘বিশৃঙ্খলা’ ছড়ানোর অভিযোগে ওই শিবিরে আসা মানিকতলার সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কের দু’জন টেকনোলজিস্ট এবং একজন মেডিক্যাল অফিসারকে শো-কজ করা হয়েছে।
বিশদ

05th  October, 2019
ইছামতীতে এবার মাঝনদীতে থাকবে লাল সুতোর
ব্যারিকেড, বিসর্জন দেখতে টাকি ‘হাউসফুল’ 

বিএনএ, বারাসত: টাকির ইছামতী বিসর্জনে এবার ওপার বাংলা এপার বাংলার মিলন নয়। দুই দেশের নৌকার মাঝে থাকবে প্রায় ১০০ ফুটের দূরত্ব। মাঝনদী বরাবর থাকছে লাল সুতোর সীমানা ব্যারিকেড। অনুপ্রবেশ আটকাতে এই সিদ্ধান্ত বলে প্রশাসনিক সূত্রের খবর। দশমীর ঐতিহাসিক বিসর্জন দেখতে এবারও টাকির সবকটি সরকারি বেসরকারি হোটেল, লজ, গেস্ট হাউস ‘হাউসফুল’।
বিশদ

05th  October, 2019
বিধিনিষেধহীন দগ্ধ শপিং মলে অবাধ
যাতায়াত, হয়নি ফরেন্সিক পরীক্ষাও

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সল্টলেকের বৈশাখীতে শপিং মলের অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও ফরেন্সিক পরীক্ষা হল না। এমনকী দমকলের পক্ষ থেকে পুলিসের কাছে এখনও কোনও অভিযোগ করা হয়নি। এই অবস্থায় শুক্রবার ঘটনাস্থলে কোনও দমকলকর্মী বা পুলিসকর্মীদের দেখা যায়নি। সেই সুযোগে একের পর এক গাড়ি শপিং মলের বেসমেন্টে প্রবেশ করেছে।
বিশদ

05th  October, 2019
মহাষষ্ঠীতে মানুষের বাঁধভাঙা ভিড় 

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহাষষ্ঠীর দিন কোনও ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল না আবহাওয়া দপ্তরের। কিন্তু সকাল থেকে মাঝে মাঝে হালকা মেঘলা আকাশ দেখেই কিছুটা আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন পুজো দর্শনার্থীরা। কিন্তু ভাগ্যদেবী সহায় ছিলেন। ভ্যাপসা গরমে হাঁসফাঁস করতে হলেও রাত পর্যন্ত মহানগরীতে বৃষ্টি হয়নি। বৃষ্টিহীন পুজো উপভোগ করতে শুক্রবার, মহাষষ্ঠীর দুপুর থেকে জনস্রোত শুরু হয়ে যায় উত্তর ও মধ্য কলকাতার মণ্ডপে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে জনজোয়ার বেড়েছে। মণ্ডপে ঢোকার জন্য লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে টালা থেকে শিয়ালদহের পুজোমণ্ডপে। বাগবাজার, হাতিবাগান, কুমোরটুলি, কলেজ স্ট্রিট, শিয়ালদহের মতো নামী পুজোগুলিতে ভিড়ের স্রোত ঘুরপাক খেয়েছে।
বিশদ

05th  October, 2019
হোম-ক্যান্সার হাসপাতালের শিশু ও প্রবীণদের নিয়েও আনন্দ ভাগ প্রশাসনের 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কারও বাবা-মা রাস্তায় ফেলে গিয়েছে। কেউ আবার সীমান্ত পেরিয়ে এখানে চলে এসেছে, কিন্তু বাড়ি কোথায় তা জানে না। অন্য কাউকে আবার অসৎ কাজের জন্য বাড়ি থেকে অন্যত্র পাচার করার চেষ্টা করা হচ্ছিল, সেই সময় পুলিস বা প্রশাসন তাদের উদ্ধার করেছে। 
বিশদ

05th  October, 2019
‘কলকাতাশ্রী’ সম্মান ঘোষণা করলেন মেয়র

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার কলকাতা পুরভবনে এবারের ‘কলকাতাশ্রী’ সম্মানপ্রাপক পুজো কমিটিগুলির নাম ঘোষণা করা হল। গত বেশ কয়েক বছর ধরে কলকাতা পুরসভা বিভিন্ন মাপকাঠিতে শহরের শ্রেষ্ঠ দুর্গাপুজোগুলিকে এই সম্মানে ভূষিত করে। এদিন এই ঘোষণা করেন মেয়র ফিরহাদ হাকিম এবং মেয়র পারিষদ দেবাশিস কুমার।  
বিশদ

05th  October, 2019
খাওয়া-দাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভরপুর আড্ডা
আজ সপ্তমী, ধুমধাম করেই পুজো
শুরু বারোয়ারি থেকে আবাসনে

সুকান্ত বসু, কলকাতা: আজ মহাসপ্তমী। পূর্ব যাদবপুরের নয়াবাদে যাদবপুর কো অপারেটিভ সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবারও ধুমধাম করে পালিত হচ্ছে। এখানকার প্রতিমা সাবেকি এবং একচালার। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল রবীন্দ্রনাথ সামন্ত। 
বিশদ

05th  October, 2019
মথুরাপুরে চমক পাটের মণ্ডপে পাটের প্রতিমা, বাহুবলি থেকে ভলভো বাস 

সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, মথুরাপুর: খড়, তালপাতা, নারকেল পাতা দিয়ে সাজানো মণ্ডপ। কুমোরপাড়া থেকে গোরুর গাড়ি বোঝাই করা কলসি, হাঁড়ি নিয়ে হাটে চলেছে মানুষ। পুকুরের পাড়ে বসেছে হাট। সেখানে সব্জি থেকে জামা-কাপড় সবই কেনাবেচা চলছে। বহু মানুষ হাট থেকে জিনিসপত্র কিনে দিনের শেষে বাড়ি ফিরছে। 
বিশদ

05th  October, 2019
লুম্বিনীতে মনের অসুখ সারিয়ে এখন সুস্থ
পুজোর মুখে মায়ের কাছে ফিরলেন দুই সন্তান!

বিশ্বজিৎ দাস, কলকাতা, পুজোয় বাড়ি ফিরতে চায় না, এমন কে আছেন! হাসপাতালে ভর্তি রোগ জর্জরিত মানুষেরও চিকিৎসকদের কাছে আর্জি থাকে, পুজোর আগে বাড়ি ফিরতে পারব তো? কতদিন মাকে দেখিনি, ছেলেটার হাসিমুখ দেখিনি, মেয়েটা ছুটে এসে কোলে ঝাঁপিয়ে পড়েনি। সেই সুখ কি পাব না এবার? 
বিশদ

05th  October, 2019
সনাতনী থেকে থিম, বিনোদনের
ঝাঁকা ভরে সেজে উঠেছে হুগলি 

অভিজিৎ চৌধুরী, চুঁচুড়া, বিএনএ: সনাতনী পুজো থেকে থিমের বৈচিত্র্য, পুজো মরশুমের বিনোদনের ঝাঁকা ভরে আমজনতার কাছে হাজির হয়েছে হুগলি। কোথাও কল্পবিজ্ঞানের বিপুল উড়ান, তো কোথাও চক্ষুদান থেকে দূষণ নিয়ে বার্তায় পুজো মরশুমে দর্শকচিত্ত জয়ের প্রস্তুতি সাঙ্গ হুগলি নদীর পাড়ে বর্ধিষ্ণু জনপদে। 
বিশদ

05th  October, 2019
ব্লুবেরি বা থানকুনি পাতার মিলমিশে
পুজোর মিষ্টির রেকাবেও থিমের পরশ 

বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা, মিষ্টি বিনা পুজো হয়? আর পেটপুজো? ভূরিভোজের মেনুতে মুরগি-মটনের যতই দাপাদাপি থাকুক না কেন, বাঙালির পাতে ‘শো-পিস’ অবশ্যই মিষ্টি। যাঁদের রক্তে চিনির স্রোত বইছে, তাঁরা হয়তো মিষ্টির স্বাদ পাওয়ার সাহস দেখান না। কিন্তু মনে মনে চেখে দেখেন। আর যাঁরা মিষ্টিতেই বেঁচে থাকার তাগিদ উৎসর্গ করেছেন, এই পুজোয় তাঁদের পায় কে!
বিশদ

05th  October, 2019
গুপ্তিপাড়া-শান্তিপুর ফেরি ৭ দিনেও চালু হল না, দুর্ভোগ 

বিএনএ, চুঁচুড়া: সাতদিনেও হুগলির গুপ্তিপাড়া থেকে নদীয়ার শান্তিপুরের ফেরি সার্ভিস চালু হল না। এর জেরে বলাগড়, গুপ্তিপাড়ার অসংখ্য নিত্যযাত্রী বিরাট সমস্যার মুখে পড়েছেন। এমনকী পুজো মরশুমে দু’পাড়ের মানুষের পুজো দেখার সুযোগও এর জেরে হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।
বিশদ

05th  October, 2019

Pages: 12345

একনজরে
স্টকহোম, ৯ অক্টোবর (এপি ও এএফপি): লিথিয়াম-আয়ন ব্যাটারি তৈরির স্বীকৃতি। ২০১৯ সালে রসায়নে নোবেল পুরস্কার জিতে নিলেন তিন বিজ্ঞানী। আমেরিকার জন গুডএনাফ, ব্রিটেনের স্ট্যানলি হোয়াটিংহ্যাম ও জাপানের আরিকা ইয়োশিনো। বুধবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেসের তরফে একথা জানানো হল।  ...

সংবাদদাতা, কাঁথি: বুধবার দীঘায় সমুদ্রে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল বিশালাকৃতি ‘চিলমাছ’। এদিন মোহনার আড়তে মৃত এই মাছটি নিয়ে আসা হয়। অচেনা এই মাছ দেখতে উৎসুক মানুষজন ভিড় জমান। পাশাপাশি দীঘায় বেড়াতে আসা পর্যটকরাও ভিড় জমান।   ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হঠাৎ হাজির হলেন ম্যাথু স্যামুয়েল। বুধবার সকালে তিনি নিজেই চলে আসেন এখানে। তাঁর দাবি, আইফোনের পাসওয়ার্ড জানতে চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই জন্যই তিনি এসেছেন। ...

বিএনএ, জলপাইগুড়ি: জলপাইগুড়ি পান্ডাপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটির মণ্ডপে পাশাপাশি দেখা গিয়েছে দিদি-মোদির ফ্লেক্স। পুজো প্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি’র রাজ্য সভাপতি দিলিপ ঘোষের অভিনন্দনজ্ঞাপক ফ্লেক্সের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জলপারইগুড়ি পুরসভার চেয়ারম্যান মোহন ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যার্থীদের বেশি শ্রম দিয়ে পঠন-পাঠন করা দরকার। কোনও সংস্থায় যুক্ত হলে বিদ্যায় বিস্তৃতি ঘটবে। কর্মপ্রার্থীরা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

মানসিক স্বাস্থ্য দিবস
১৯৫৪: অভিনেত্রী রেখার জন্ম
১৯৬৪: অভিনেতা ও পরিচালক গুরু দত্তের মৃত্যু
২০১১: গজল গায়ক জগজিৎ সিংয়ের মৃত্যু  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.৩৪ টাকা ৭২.০৪ টাকা
পাউন্ড ৮৫.৩৯ টাকা ৮৮.৫৪ টাকা
ইউরো ৭৬.৬০ টাকা ৭৯.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৭৭৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৭৯০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭,৩৪০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৫,৮৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৫,৯৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৩ আশ্বিন ১৪২৬, ১০ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, দ্বাদশী ৩৫/৪৩ রাত্রি ৭/৫২। শতভিষা ৫১/৩৮ রাত্রি ২/১৪। সূ উ ৫/৩৪/৩৩, অ ৫/১৩/১৭, অমৃতযোগ দিবা ৭/৮ মধ্যে পুনঃ ১/২২ গতে ২/৫৪ মধ্যে। রাত্রি ৬/৩ গতে ৯/২১ মধ্যে পুনঃ ১১/৪৮ গতে ৩/৬ মধ্যে পুনঃ ৩/৫৫ গতে উদয়াবধি, বারবেলা ২/১৯ গতে অস্তাবধি, কালরাত্রি ১১/২৪ গতে ১২/৫৭ মধ্যে। 
২২ আশ্বিন ১৪২৬, ১০ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, দ্বাদশী ৩৫/৪৭/৪২ রাত্রি ৭/৫৩/৫২। শতভিষা ৫৪/১৮/১৬ রাত্রি ৩/১৮/৫, সূ উ ৫/৩৪/৪৭, অ ৫/১৪/৪৭, অমৃতযোগ দিবা ৭/১৩ মধ্যে ও ১/১৩ গতে ২/৪৪ মধ্যে এবং রাত্রি ৫/৫০ গতে ৯/১৩ মধ্যে ও ১১/৪৬ গতে ৩/১৫ মধ্যে ও ৪/১ গতে ৫/৩৫ মধ্যে, বারবেলা ৩/৪৭/১৭ গতে ৫/১৪/৪৭ মধ্যে, কালবেলা ২/১৯/৪৭ গতে ৩/৪৭/১৭ মধ্যে, কালরাত্রি ১১/২৪/৪৭ গতে ১২/৫৭/১৭ মধ্যে। 
মোসলেম: ১০ শফর 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: ব্যবসায় যুক্ত হলে ভালো। বৃষ: বিবাহের সম্ভাবনা আছে। মিথুন: ব্যবসায় বেশি বিনিয়োগ ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
মানসিক স্বাস্থ্য দিবস১৯৫৪: অভিনেত্রী রেখার জন্ম১৯৬৪: অভিনেতা ও পরিচালক গুরু ...বিশদ

07:03:20 PM

২০১৮ সালে সাহিত্যে নোবেল পাচ্ছেন পোল্যান্ডের ওলগা তোকারজুক এবং ২০১৯ সালে সাহিত্যে নোবেল পাবেন অস্ট্রিয়ার পিটার হ্যান্ডকা

05:15:00 PM

দ্বিতীয় টেস্ট, প্রথম দিন: ভারত ২৭৩/৩ 

04:43:00 PM

সিউড়ি বাজারপাড়ায় পরিত্যক্ত দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ল, চাঞ্চল্য 

04:27:12 PM

মুর্শিদাবাদে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী বৃদ্ধ 
রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে গায়ে আগুন লাগিয়ে ...বিশদ

03:34:00 PM