বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

দুয়ারে সরকারে ১০ লক্ষ মানুষকে অন্তর্ভুক্তির লক্ষ্য জেলা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: আজ, শুক্রবার জেলাজুড়ে শুরু হচ্ছে নবম দুয়ারে সরকার শিবির। এই কর্মসূচির মাধ্যমে ১০ লক্ষ মানুষকে অন্তর্ভুক্তির লক্ষ্য  নিয়েছে জেলা প্রশাসন। মানুষকে আরও নিখুঁত পরিষেবা দিতে বাড়ানো হয়েছে শিবিরের সংখ্যাও। এবছর জেলাজুড়ে দুয়ারে সরকারের ৬ হাজার ৫৯টি শিবির খোলা হচ্ছে। সাধারণ মানুষের সুবিধার্থে গত বছরের তুলনায় এবছর ৩৫৬টি শিবির বাড়ানো হয়েছে। প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন, এখনও পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলায় ৫৫ লক্ষ মানুষ দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়েছেন। প্রত্যন্ত এলাকার মানুষের কথা চিন্তা করে এবার মোবাইল শিবিরের সংখ্যাও বাড়ানো হচ্ছে। একইসঙ্গে দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে বাল্যবিবাহ, নাবালিকা প্রসূতি সহ বিভিন্ন বিষয়ে লাগাতার সচেতনতামূলক প্রচার চালানো হবে। এছাড়াও থাকবে স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা। 
পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদরি বলেন, সাধারণ মানুষকে আরও উন্নতমানের পরিষেবা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রশাসন সবদিক থেকে প্রস্তুত। প্রত্যন্ত এলাকার মানুষের নানা সমস্যার সমাধান করা হবে। মোবাইল শিবির নানা এলাকায় গিয়ে পরিষেবা দেবে। একইসঙ্গে সচেতনতা মূলক প্রচারও চালাবে।  এবারে রেকর্ড সংখ্যক মানুষ বিভিন্ন প্রকল্পের সুবিধা পাবেন বলে আশাবাদী। 
প্রসঙ্গত, বাম আমলে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধাটুকু পেতেন না সাধারণ মানুষ। তবে সরকার বদলের পর ছবিটা ধীরে ধীরে বদলাতে শুরু করে। প্রত্যন্ত এলাকার মানুষও সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে শুরু করেন। ১০০ শতাংশ মানুষের কাছে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য ২০২০ সাল থেকে শুরু হয় দুয়ারে সরকার শিবির। এরফলে বর্তমানে জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার মানুষ কোনও না কোনও প্রকল্পের সুবিধা পাচ্ছেন। বর্তমানে জঙ্গলমহলজুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা বেড়েছে। নবম দুয়ারে সরকার শিবির ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই শিবিরের মাধ্যমে ৩৭টি প্রকল্পের সুবিধা পাবেন সাধারণ মানুষ। 
তাদের জন্য জেলাজুড়ে ৬০৫৯টি শিবিরের মধ্যে স্থায়ী শিবির হবে ৩৩৯৯টি। একইসঙ্গে মোবাইল শিবির থাকছে ২৬৬০টি। অর্থাৎ ৪৩.৯০ শতাংশ থাকছে ভ্রাম্যমান শিবির। প্রথম থেকে অষ্টম দুয়ারে সরকার কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুর জেলায় ৩৬ হাজার ৫৫৪টি শিবির হয়েছে। 
প্রশাসনের এক আধিকারিক বলেন, জেলায় বাল্যবিবাহ ও নাবালিকা প্রসূতির সংখ্যা বাড়ছে। তাই শিবিরগুলো থেকে লাগাতার প্রচার চালানো হবে। সবচেয়ে বেশি চাহিদা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, বিধবাভাতা ও, বার্ধক্য ভাতা প্রকল্পের। এছাড়া বহু প্রত্যন্ত এলাকার মানুষের আধারকার্ড সংক্রান্ত সমস্যা রয়েছে। তাই প্রত্যন্ত এলাকায় গিয়ে দ্রুত আধারকার্ড সংক্রান্ত সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দুয়ারে সরকার শিবির থেকে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতামূলক প্রচার চালাবে জেলা প্রশাসন। ফেব্রুয়ারি মাসের মধ্যে ১০০ শতাংশ মানুষকে বিভিন্ন পরিষেবা তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। 
এদিন কেশপুর এলাকার বাসিন্দা সঞ্জয় বিশ্বাস বলেন, দুয়ারে সরকার শুরু হওয়ায় সাধারণ মানুষের সুবিধা হয়েছে। আমার পরিবারে সকলে ৮টির বেশি প্রকল্পের সুবিধা পাচ্ছে।  এবছর রেকর্ড ভিড় হবে।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা