বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

চরমাজদিয়া নিউ অগ্রগামী অ্যাথলেটিকস ক্লাবের ৬৫তম বর্ষপূতিতে সুভাষ মেলা

সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপের চরমাজদিয়া নিউ অগ্রগামী অ্যাথলেটিক ক্লাবের ৬৫তম বর্ষপূর্তি। সেই উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে ২৩ জানুয়ারি ও ২৪ জানুয়ারি দুদিন সুভাষ মেলার আয়োজন করা হয়েছে। ক্লাবের নিজস্ব ক্রীড়াঙ্গনে দু›দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৩ জানুয়ারি সকালে পতাকা উত্তোলন, নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে মেলার সূচনা হয়। ২৩ জানুয়ারির এই দিনেই ক্লাবটির প্রতিষ্ঠা হয়েছিল। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতেই প্রতি বছরই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। এ বছরও বসে আঁকো, আবৃত্তি, লোকনৃত্য, প্রশ্নোত্তর প্রতিযোগিতা, নাটকের আয়োজন করা হয়েছে। এছাড়া শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি হাঁড়ি ভাঙা, মিউজিক্যাল ক্যাপ, মিউজিক্যাল চেয়ার সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চরমাজদিয়া- চরব্রহ্মনগর, স্বরূপগঞ্জ, মাজদিয়া-পানশিলা সহ  পার্শ্ববর্তী এলাকার ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশ নেয়।
ক্লাবের সভাপতি অনুপ দেবনাথ বলেন, এবছর ৬৫তম বর্ষে পড়েছে আমাদের ক্লাব। এলাকার খেলাধুলা এবং বিভিন্ন সামাজিক কাজের মধ্যে দিয়ে এই ক্লাবের পথ চলা শুরু হয়েছিল। এখনও খেলাধুলা ও সামাজিক কাজকর্মের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজে ক্লাব সদস্যদের অগ্রণী ভূমিকা থাকে। ২৩ ও ২৪ জানুয়ারি দু’দিন সুভাষ মেলায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাব সহ-সভাপতি তাপস দত্ত ও সম্পাদক দুলাল দেবনাথ বলেন, ক্লাবের বর্ষ পূর্তি উপলক্ষে দু দিন সান্ধ্যকালীন অনুষ্ঠান হয়। তাতে স্থানীয়রা ছাড়াও পার্শ্ববর্তী এলাকার মানুষজন এই মেলায় আসেন।
চরমাজদিয়া-চরব্রহ্মনগর পঞ্চায়েতের প্রধান তথা ক্লাবের প্রাক্তন সম্পাদক স্বপন দেবনাথ বলেন, এই ক্লাবের পথচলা শুরু হয়েছিল ১৯৬১ সালের ২৩ জানুয়ারি। এলাকার ২০ যুবক শুরু করেছিলেন এই ক্লাব। বর্তমানে ক্লাবের সদস্য সংখ্যা দুশোর বেশি। ক্লাবের সদস্যরা মানুষের বিপদ আপদে তাঁদের পাশে থাকেন। • নিজস্ব চিত্র
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা