বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

স্ত্রীর দেহ টুকরো  টুকরো করে প্রেসার  কুকারে সেদ্ধ স্বামীর

হায়দরাবাদ: হাড় হিম করে দেওয়ার মতো ঘটনা তেলেঙ্গানায়। স্ত্রীকে খুনের পর প্রমাণ লোপাটের চেষ্টা স্বামীর। স্ত্রীর দেহ টুকরো টুকরো কেটে প্রেসার কুকারে সেদ্ধ করে হ্রদের জলে ফেলে দিয়ে আসেন তিনি। একদিন নয়, টানা তিনদিন ধরে এই কাজ চালিয়ে গিয়েছেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না। পুলিসের কাছে ধরা পড়ে অপরাধ স্বীকার করে নিয়েছেন গুরুমূর্তি (৪৫) নামে ওই অভিযুক্ত। তিনি প্রাক্তন সেনা কর্মী বলে জানা গিয়েছে।  রঙ্গারেড্ডি জেলার ভেঙ্কটেশ্বর কলোনির এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। দিল্লিতে শ্রদ্ধা ওয়াকারের হত্যাকাণ্ডের সঙ্গে এই নারকীয়তার মিল খুঁজে পাচ্ছে পুলিস। ২০২২ সালে শ্রদ্ধাকে খুনের পর দেহ  টুকরো করে ফ্রিজে রেখে দিয়েছিল তাঁর লিভ ইন পার্টনার আফতাব পুনাওয়ালা। কিছু অংশ আবার জঙ্গলে ফেলে দিয়েছিল অভিযুক্ত। 
পুলিস জানিয়েছে, গত ১৬ জানুয়ারি খোঁজ মিলছিল না ৩৫ বছরের ভেঙ্কট মাধবীর। দু’দিন পর হায়দরাবাদের কাছে মীরপিট থানায় অভিযোগ দায়ের করে তাঁর পরিবার। ঘটনার তদন্তে নেমে পুলিস আটক করে তাঁর স্বামীকে। অভিযুক্তকে হেফাজতে নিয়ে শুরু হয় জিজ্ঞাসাবাদ। একটা সময় অপরাধের কথা স্বীকার করেন গুরু।
জানা গিয়েছে, বাথরুমে স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন অভিযুক্ত। নৃশংসতার শেষ এখানেই নয়। দেহ টুকরো টুকরো কেটে হামানদিস্তা দিয়ে থেঁতলে মাংস থেকে হাড় আলাদা করা হয়। তারপর স্ত্রীর দেহাংশ প্রেসার কুকারে সেদ্ধ করেন গুরু। সেই সেদ্ধ দেহাংশ ব্যাগে ভরে মীরপেট হ্রদে ফেলে দিয়ে আসেন তিনি। তিনদিন ধরে এই কাজ চালিয়ে গিয়েছেন গুরু। অভিযুক্তের মুখে এই নারকীয় বর্ণনা শুনে আঁতকে ওঠেন দুঁদে পুলিস কর্তারাও। 
প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, প্রাক্তন সেনাকর্মী গুরু বর্তমানে হায়দরাবাদে একটি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজে নিযুক্ত ছিলেন। মাধবীর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই ছিল। অভিযুক্ত স্ত্রীর উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন। তার জেরে মাঝে মধ্যে স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি চলে আসতেন মাধবী। 
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা