বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

জামাকাপড় চুরি, মুখে কালি মাখিয়ে রাস্তায় ঘোরানো হল তিন কন্যা সহ মহিলাকে

লুধিয়ানা: কারখানা থেকে জামাকাপড় চুরি। এর জেরে চোর সন্দেহে এক মহিলা ও তাঁর তিন কন্যার মুখে কালি মাখিয়ে, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে ঘোরানো হল প্রকাশ্য রাস্তায়। এমনই মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী থাকল পাঞ্জাবের লুধিয়ানা। পুরো ঘটনায় সমালোচনা ঝড় উঠেছে। ভিডিও ভাইরাল হতে নড়েচড়ে বসে প্রশাসন। কারখানার মালিক, ম্যানেজার সহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিস। ইতিমধ্যে দু’জনকে গ্রেপ্তারও করা হয়েছে। 
জানা গিয়েছে, নির্যাতিতা মহিলা ওই কারখানাতেই কাজ করতেন। সম্প্রতি সেখান থেকে বেশ কিছু জামাকাপড় চুরি যায়। ওই মহিলা ও তাঁর মেয়েরাই চুরি করেছে বলে সন্দেহ করেন কারখানার মালিক ও ম্যানেজার। তারপর ‘শাস্তি’ দিতে চারজনের মুখে কালি মাখিয়ে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে দেওয়া হয়। তাতে লেখা ছিল, ‘আমিই চোর। দোষ স্বীকার করছি।’ পুলিসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দাভিন্দার চৌধুরী জানিয়েছেন, কারখানার মালিক পারবিন্দর সিং ও  ম্যানেজার মনপ্রীত সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ওই ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন মহম্মদ কাইস নামে এক ব্যক্তি। তাঁর বিরুদ্ধেও অভিযোগ জমা পড়েছে। এই হেনস্তার ঘটনাকে ‘তালিবানি পন্থায় শাস্তি’ বলে তীব্র নিন্দা করেছে পাঞ্জাবের শিশু সুরক্ষা কমিশন। চেয়ারম্যান কানওয়ারদীপ  সিং জানিয়েছেন, এব্যাপারে লুধিয়ানার পুলিস কমিশনারকে নোটিস পাঠিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। 
5h 5m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা