বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

কুর্সি ছ‌াড়তে নারাজ নীতীশ, ফুঁসছেন বিজেপির বিহারের নেতারা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোট এসেছে। আবার রহস্য সৃষ্টি করছেন নীতীশ কুমার। ২০ বছর ধরে বিহারের মুখ্যমন্ত্রী পদে থেকেও অবসরের পথে হাঁটতে রাজি নন তিনি। জানা যাচ্ছে, দলের মাধ্যমে কৌশলে নীতীশ কুমার বিজেপি শীর্ষ নেতৃত্বকে বার্তা পাঠাচেছন যে, আগামী বিধানসভা ভোটেও এনডিএ জোটের মুখ হতে চান তিনি। ফলে আগামী বিধানসভা ভোটে জয়ী হলেও বিজেপির ভাগ্যে মুখ্যমন্ত্রীর কুর্সি জোটার সম্ভাবনা নেই। যা নিয়ে চরম অস্বস্তিতে পদ্ম পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব। এনিয়ে বিহারের নেতৃত্বের মধ্যে বিদ্রোহের আশঙ্কা করছেন তাঁরা। 
দলের রাজ্য নেতাদের মতে, নীতীশ কুমারের সঙ্গে জোট করতে গিয়ে বারবার সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিজেপি। শাসক জোটের বৃহত্তম শরিক হলেও সরকার পরিচালনার স্বাদ পায়নি তারা। এবার ধরে নেওয়া হয়েছিল, বিহারে আবার গেরুয়া জোটের জয় হলে বিজেপি থেকে কেউ হবেন মুখ্যমন্ত্রী।  সেই দৌড়ে এগিয়ে সম্রাট চৌধুরী। বর্তমানে তিনি উপ মুখ্যমন্ত্রী। কিন্তু হঠাৎ সেই আশা ফিকে হচ্ছে। কারণ, রাজ্য সরকার তো বটেই, কেন্দ্রীয় সরকারের টিকে থাকার চাবিকাঠিও এখন নীতীশ কুমারের হাতে। এরকম পরিস্থিতি কখনও আসেনি। এবার ২০২৪ সালের লোকসভা ভোটের পর ঠিক সেই পরিস্থিতি বিরাজমান। 
নীতীশ কুমারকে সরাসরি অথবা পরোক্ষে, কোনওভাবেই বিজেপি শীর্ষ নেতৃত্ব উপেক্ষা করতে পারছে না। কারণ বিজেপি নিজে একক গরিষ্ঠতার থেকে অনেক দূরে। সরকার গঠনের পর প্রায় ১০ মাস কেটে গেলেও এখনও পর্যন্ত অন্য দল ভাঙিয়ে কোনও ‘অপারেশন লোটাস’ করা সম্ভব হয়নি। অতএব ভরসা চন্দ্রবাবু নাইডু ও নীতীশ কুমারই। সেটা জেনেই নীতীশ কুমার ভোটের আগে ফের সক্রিয়। তাঁর আস্তিনে এবার কী তাস? ক্রমশ প্রকাশ্য। 
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা