বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

মৃতের সংখ্যা বেড়ে ১৩, চা বিক্রেতা অগ্নিকাণ্ডের গুজব ছড়ান! যাত্রীর দাবিতে চাঞ্চল্য

নয়াদিল্লি: গুজবের জেরে প্রাণ গিয়েছে পুষ্পক এক্সপ্রেসের বেশ কয়েকজন যাত্রীর। আগুন আতঙ্কে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়েছিলেন লখনউ থেকে মুম্বইগামী ওই ট্রেনের বহু যাত্রীই। কয়েকজন গিয়ে পাশের রেল লাইনের উপর পড়েন। সেই মুহূর্তে উল্টো দিক থেকে আসা কর্ণাটক এক্সপ্রেসের চাকায় কাটা পড়ে বুধবারই মৃত্যু হয় ১২ জনের। ওই ঘটনায় বৃহস্পতিবার আরও একজনের মৃত্যু হল। কিন্তু, কে ছিলেন ওই গুজবের নেপথ্যে? কে ইমার্জেন্সি চেন টেনেছিলেন? মহারাষ্ট্রের জলগাঁওয়ের ওই দুর্ঘটনার পরই এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। বৃহস্পতিবার ঘটনার প্রত্যক্ষদর্শী তথা যাত্রী  বাবাদীপ শোভারাম পাসওয়ান  দাবি করেছেন, ‘এক চা বিক্রেতা হঠাৎই আগুন লেগেছে বলে চেঁচামেচি করতে শুরু করেন। তাতে গোটা কামরায় তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ব্যক্তিই ইমার্জেন্সি চেন টানেন। তাতে ট্রেনের গতি কিছুটা কমতেই যাত্রীরা প্রাণ বাঁচাতে ঝাঁপ দিতে শুরু করেন। অনেকেই পাশের রেল লাইনে গিয়ে পড়েন।’ বৃহস্পতিবারও পাসওয়ানের চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। বেশ কিছুটা সময় কাটলেও দুর্ঘটনার অভিঘাত সম্পূর্ণভাবে কাটিয়ে উঠতে পারেননি। নিজেকে খানিকটা সামলে তিনি বলেছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারত। কিন্তু, একদিকে বেশি ভিড় হওয়ায় উল্টোদিকের গেট দিয়েও বহু যাত্রী ঝাঁপ দিয়েছিলেন। সেদিকে কোনও রেল লাইন না থাকায় তাঁরা প্রাণে বেঁচে যান।
5h 5m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা