বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

নেতাজির মৃত্যুদিন লিখে বিতর্কে জড়ালেন রাহুল

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লিতে থাকলেও স্রেফ সোশ্যাল মিডিয়ায়  নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে সম্মান শ্রদ্ধা জানিয়ে ক্ষান্ত হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাও আবার জড়ালেন বিতর্কে। স্রেফ রাহুল গান্ধীই নন। সোনিয়া, প্রিয়াঙ্কার মতো গান্ধী পরিবারের কেউই এদিন সংবিধান সদনের সেন্ট্রাল হলে নেতাজির জন্মদিনে শ্রদ্ধা জানাতে যাননি। গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজনাথ সিং, পীযূষ গোয়েল, জিতেন্দ্র সিং। কংগ্রেসের পক্ষে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে। পরে গিয়েছিলেন তৃণমূলের সাকেত গোখলে। চিন্তামণি করের আঁকা নেতাজির তৈলচিত্রে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন তাঁরা। আজাদ হিন্দ বাহিনীর সেনানায়কের পোশাকে সেন্ট্রাল হলের ওই ছবিটি দান করেছিলেন সাংসদ সমর গুহ। ১৯৭৮ সালের ২৩ জানুয়ারি উন্মোচন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডি। 
কিন্তু রাহুল কেন বিতর্কে জড়ালেন? এক্স হ্যান্ডলে তাঁর পোস্ট, ‘নেতাজিকে মহান ক্রান্তিকারী, ভারত মাতার অমর সুপুত্র, নেতৃত্ব, সামাজিক ন্যায় পাইয়ে দিতে তাঁর লড়াই, সহিষ্ণুতা আজও ভারতীয়দের প্রেরণা জাগায়’। ভাষায় কোনও ত্রুটি নেই। কিন্তু বক্তব্যের সঙ্গে সুভাষচন্দ্রের সাদাকালো ছবির নীচে লেখা একটি তারিখই তৈরি করল বিতর্ক। গুগল সার্চে ‘উইকিপিডিয়া’ তথ্যেই বিশ্বাস করে নেতাজির ‘মৃত্যুদিন’ হিসেবে ১৯৪৫ সালের ১৮ আগস্ট লিখেছেন রাহুল। আর তাতেই বেড়েছে বিতর্ক। 
বিষয়টির প্রবল নিন্দা করে চব্বিশ ঘণ্টার মধ্যে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে বলেই সরব হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার। কংগ্রেসেরও বিষয়টি নিয়ে লজ্জা হওয়া উচিত বলেই মন্তব্য জুড়েছেন তিনি। সারা ভারত ফরওয়ার্ড ব্লকও ওই পোস্টের নিন্দা করেছে। বিবৃতিতে স্পষ্টই বলা হয়েছে, মুখার্জী কমিশনের রিপোর্টেই বলা হয়েছে, বিমান দুর্ঘটনার ওই তারিখে নেতাজির মৃত্যু হয়নি।
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা