বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

ট্রাম্পের একরোখা মনোভাবে  কি ‘বন্ধু’ হারাচ্ছে আমেরিকা? 

বেজিং (পিটিআই): দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট পদে বসেই চেনা মেজাজে ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন থেকে বাণিজ্য, দ্বিতীয় ইনিংসেও এই রিপাবলিকান নেতার পরিচিত একরোখা মনোভাব অব্যাহত। এর ফলে কি জাপান ও ভারত সহ ‘বন্ধু’ দেশগুলির সঙ্গে দূরত্ব বাড়বে আমেরিকার? সেই জায়গায় প্রভাব বাড়বে চীনের? জল্পনা তুঙ্গে।
ট্রাম্প তাঁর প্রথম ইনিংসেও দীর্ঘদিনের সহযোগী দেশগুলিকে চ্যালেঞ্জ জানাতে ছাড়েননি। কিন্তু বাইডেন জমানায় দেখা গিয়েছিল অন্য দৃশ্য। চীনের প্রভাব রুখতে কোয়াড গোষ্ঠীকে পুনরুজ্জীবিত করেছিলেন আমেরিকার সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট। যে গোষ্ঠীতে আমেরিকা ছাড়া আছে ভারত, অস্ট্রেলিয়া ও জাপান। বিশেষজ্ঞদের মতে, হোয়াইট হাউজে পালাবদলের পরে মিলেছে সমীকরণ বদলের ইঙ্গিত। এই পরিস্থিতিতে চীনের সঙ্গে সম্পর্কে উন্নতি আনতে শুরু করেছে ভারত, অস্ট্রেলিয়া ও জাপান। একই পথে ব্রিটেনও। সুযোগ বুঝে ওই দেশগুলিকে কাছে টানার মরিয়া চেষ্টা শুরু করে দিয়েছে বেজিংও। সাংহাইয়ের ফুডান বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের ডিন ইউ জিংবো বলেন, ‘আমেরিকার সহযোগী দেশগুলির থেকে ট্রাম্পের মুখ ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা প্রবল। এর ফলে ওই দেশগুলির কাছে চীনের ভূমিকা আরও গুরুত্ব পেতে পারে। বেজিংয়ের কাছে এটি একটি বড় কূটনৈতিক সুযোগ। আমার মতে, এই সুযোগের সদ্ব্যবহার করা উচিত আমাদের।’ যদিও ভিন্নসুর শোনা যাচ্ছে আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হাঘেসের কণ্ঠে। তাঁর বক্তব্য, ‘বিশ্বকে চীনের সঙ্গে আরও বেশি করে সংঘাতের রাস্তায় ঠেলে দেওয়ার রেকর্ড রয়েছে ট্রাম্পের। শুধু তাই নয়, মার্কিন বিদেশ সচিব পদের দায়িত্ব নিয়েই মঙ্গলবার কোয়াড গোষ্ঠীর দেশ ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের বিদেশমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কো রুবিও। কোয়াড দেশগুলি যে ট্রাম্পেরও অগ্রাধিকারের তালিকায় থাকছে, এই বৈঠক থেকে সেই ইঙ্গিত মিলছে।’
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা