বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

যুবরাজ ও লারাকে কৃতিত্ব ‘ছোট শর্মা’র

সৌগত গঙ্গোপাধ্যায়, কলকাতা: তাঁর ব্যাটিংয়ে ঝলক দেখা যায় যুবরাজ সিং ও ব্রায়ান লারার। হিটম্যান রোহিতের মতো মারকুটে মেজাজের জন্য অনেকে তাঁকে ‘ছোট শর্মাও’ বলেন। পাঞ্জাবের এই তরুণ তুর্কি ক্রিজে দাঁড়িয়ে গেলে প্রতিপক্ষের দাঁড়িয়ে দেখা ছাড়া উপায় থাকে না। বুধবার ইডেন গার্ডেন্সে যেমনটা হল। অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিংয়েই পুড়ে ছারখার ইংল্যান্ড। ৩৪ বলে ৭৯ রানের ইনিংসে একাই নন্দনকানন মাতিয়ে দিলেন বাঁ-হাতি ওপেনার। এককথায় পয়সা উশুল পারফরম্যান্স! আর দলকে দাপটে জেতানোর পর সাংবাদিক সম্মেলনে ‘বড় ভাই’ যুবরাজ সিং ও ‘গুরু’ ব্রায়ান লারাকে কৃতিত্ব দিতে ভুললেন না অভিষেক। ম্যাচের নায়কের কথায়, ‘ছোট থেকেই যুবি পাজিকে পাশে পেয়েছি। যে কোনও সমস্যায় আমায় সাহায্য করে। তাছাড়া আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে ব্রায়ান লারা স্যারের সান্নিধ্যও দারুণ কাজে লেগেছে। এখন গম্ভীর স্যারকেও পাশে পাচ্ছি। প্রত্যেকেই আমার সহজাত খেলাটা মেলে ধরতে বলেছেন।’
২০১৮ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলে শুভমান গিলের সতীর্থ ছিলেন অভিষেক। অবশ্য জাতীয় দলে জায়গা পেতে বেশ অপেক্ষা করতে হয় তাঁকে। ২০২৪ আইপিএলে দুরন্ত পারফরম্যান্সে প্রচারের আলো কাড়েন তরুণ তুর্কি। তবে সম্প্রতি জাতীয় দলে অভিষেকের সময়টা ভালো যাচ্ছিল না। ধারাবাহিকতার অভাব চিন্তায় ফেলেছিল খোদ তাঁকেই। জাতীয় দলে তাঁর জায়গা নিয়ে উঠছিল প্রশ্ন। ঘাড়ে নিঃশ্বাস টের পাচ্ছিলেন যশস্বী জয়সওয়ালের। এমন পরিস্থিতিতে বুধবার ইডেনে ২৪ বছর বয়সি বাঁহাতি ব্যাটারের এই ইনিংস বেশ তাৎপর্যপূর্ণ। ‘ছোট শর্মা’ বলছিলেন, ‘জানতাম প্রতিপক্ষ আমার বিরুদ্ধে পরিকল্পনা করেই নামবে। শর্ট বলে টার্গেট করবে। তার জন্য প্রস্তুত ছিলাম। ইডেনে এমন ইনিংস খেলতে পেরে তৃপ্ত।’
ভারত এদিন দাপটে জিতলেও ঘরের ছেলে মহম্মদ সামির জন্য মন খারাপ গ্যালারির। ধারণা ছিল, প্রায় এক বছর পর চোট সারিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন করবেন তিনি। তাও আবার ঘরের মাঠ ইডেনে। ম্যাচের আগে ওয়ার্ম আপের সময় তারকা পেসার দৌড় শুরু করতেই গ্যালারিতে শোনা যাচ্ছিল ‘সামি, সামি’ গর্জন। কিন্তু উন্মাদনা হতাশায় পরিণত হতে বেশি সময় লাগল না। ক্যাপ্টেন সূর্যকুমার প্রথম একাদশ ঘোষণা করতেই বিষণ্ণতা নামল গ্যালারিতে। কারণ দলে নেই ঘরের ছেলে। এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে অভিষেক জানান, ‘সামি ভাইয়ের চোট সমস্যা নেই। টিম কম্বিনেশনের জন্যই দলে জায়গা হয়নি।’
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা