বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

জার্সিতে পাকিস্তানের নাম লিখতে নারাজ ভারত, কড়া বার্তা আইসিসির

মুম্বই, ২২ জানুয়ারি: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিতর্কের যেন শেষই হচ্ছে না। প্রথমে টিম ইন্ডিয়ার ম্যাচের ভেন্যু নিয়ে জটিলতার পর এবার জার্সি নিয়ে দেখা দিল সমস্যা। দলের জার্সিতে পাকিস্তানের নাম লিখতে নারাজ ভারত। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই বিতর্ক দেখা দিয়েছে। নিয়ম অনুযায়ী, টুর্নামেন্টের আয়োজক দেশের নাম, লোগো অংশগ্রহণকারী প্রতিটা টিমকেই তাদের জার্সিতে লিখতেই হয়। কিন্তু ভারত তা করতে অস্বীকার করেছে। এই খবর জানার পরই রীতিমত ক্ষুব্ধ হয় পাক বোর্ড। আইসিসি-কে বিষয়টি জানানো হয়। তাদের অভিযোগ, ক্রিকেটে রাজনীতি ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। এরপরই ভারতীয় ক্রিকেট বোর্ডের উদ্দেশ্যে কড়া বার্তা দেয় আইসিসি। জানানো হয়, টুর্নামেন্টের আয়োজক হিসেবে পাকিস্তানের নাম তাদের জার্সি এবং কিটসে রাখতেই হবে। সেটি না থাকলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। জার্সিতে টুর্নামেন্টের আয়োজক দেশের নাম ও লোগো ব্যবহার করা সব দলেরই দায়িত্ব। আর এই নিয়ম সমস্ত দলকেই মেনে চলতে হবে। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে গত কয়েক মাসেই ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতি হয়েছে। বিসিসিআই পাকিস্তানে দল পাঠাতে রাজি না হওয়ায় তার সূত্রপাত হয়। শেষপর্যন্ত ভারতের ম্যাচের ভ্যেনু পাকিস্তানের বদলে দুবাইতে হওয়ায় মেলে স্বস্তি। অন্যদিকে, টুর্নামেন্টের আগে অংশগ্রহণকারী দলগুলির অধিনায়কদের নিয়ে একটি অনুষ্ঠান হবে পাকিস্তানে। সেখানে রোহিত শর্মার যাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
12h 12m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৫.০৩ টাকা১০৭.৯৩ টাকা
ইউরো৮৮.৬২ টাকা৯১.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা