বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

বিশ্বকাপের প্রস্তুতি শুরু: অক্ষর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নেট সেশন দেখলে একটা আন্দাজ পাওয়া যায়, ম্যাচে টিম কম্বিনেশন ও ব্যাটিং অর্ডার কেমন হবে। এক্ষেত্রে ভারতীয় দল যেন ভুলভুলাইয়া। জোড়া নেটে শুরুটা সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা করলেও, পরের অর্ডার কিছুতেই মেলানো গেল না। কখনও তিনে সূর্যকুমার ঢুকলেন, কখনও আবার তিলক ভার্মার আগে রিঙ্কু সিং। অক্ষর প্যাটেল এবং নীতীশ রেড্ডিও ঘুরিয়ে ফিরিয়ে ব্যাট করলেন। এভাবেই সোমবার বিকেলে টিম ইন্ডিয়ার ব্যাটিং অনুশীলন চলল ঘণ্টা দেড়েক। তা দেখতে দেখতে মনে হচ্ছিল, টিম ইন্ডিয়ার টি-২০ দলের সহকারী অধিনায়ক অক্ষর প্যাটেল কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলনে যা বলেছিলেন, সেটাই চোখের সামনে ধরা পড়ছে। অক্ষরের কথায়, ‘প্রতিপক্ষ বোলিংয়ের ধার মেপে চালু হয়েছে ফ্লোটিং সিস্টেম। ২০২৬-এ টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার প্রস্তুতিও শুরু করে দিয়েছি।’
এদিকে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সাফল্য নিয়ে আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার ইডেনে বাংলার অনূর্ধ্ব -১৫ মহিলা দলের সংবর্ধনা অনুষ্ঠানে হাজির ছিলেন মহারাজ। ভারতীয় দল নিয়েও মুখ খোলেন সৌরভ। তাঁর বিশ্বাস, খারাপ সময় কাটিয়ে দ্রুত রানে ফিরবেন কোহলি ও রোহিত। প্রাক্তন ভারত অধিনায়কের মন্তব্য, ‘সাদা বলের ক্রিকেটে কোহলি অন্যতম সেরা। আন্তর্জাতিক ম্যাচে ৮০ টা শতরান ভুললে চলবে না। ক্রিকেটকে এখনও অনেককিছুই দেওয়ার আছে বিরাটের। দ্রুত ছন্দে ফিরবে কোহলি।’ একইসঙ্গে রোহিত শর্মাকেও সার্টিফিকেট দিচ্ছেন মহারাজ। অস্ট্রেলিয়া সফরে তিনটি টেস্টে মাত্র ৩১ রান করেন রোহিত। শেষ টেস্টে বাদও পড়তে হয় তাঁকে। সোমবার সৌরভ জানান, ‘চিন্তার কোনও কারণ নেই। রোহিতের রান পাওয়া সময়ের অপেক্ষা।’ পাশাপাশি জাতীয় দলে প্রত্যাবর্তনে মুখিয়ে মহম্মদ সামি। স্পিডস্টারের মন্তব্য, ‘দেশের হয়ে খেলা অনন্য অনুভূতি। চোটের যন্ত্রণাও তার কাছে তুচ্ছ।’
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৪.১৮ টাকা১০৭.০৮ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা