বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

ঘোষিত প্রকল্প রূপায়ণ না করেই রাজকোষ ভরাচ্ছে মোদি সরকার

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ঘোষণা আছে। রূপায়ণ নেই। বরাদ্দ আছে। ব্যয় নেই। সরকার পরিচালনার এই নয়া ফর্মুলা একের পর এক প্রকল্পে লক্ষ্য করা যাচ্ছে। বাজেট বরাদ্দ করেও প্রকল্প চালু না হওয়ায় সেই টাকা ব্যয় হচ্ছে না। এই উপায়ে রাজকোষ বাঁচিয়ে চলেছে মোদি সরকার। হাতে গোনা কয়েকটি প্রকল্প অথবা কর্মসূচির ক্ষেত্রে এই রীতি লক্ষ্য করা গেলে সেটি ব্যতিক্রম হিসেবে গণ্য করাই যায়। কিন্তু লক্ষ্যণীয় হল, একের পর এক ঘোষিত বাজেট প্রকল্পের হাল অবিকল একই। নবতম উদাহরণ, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা। এই প্রকল্পের প্রথম পর্যায়ের লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার আগেই গত বাজেটে ঘোষণা করা হয়েছিল দ্বিতীয় পর্ব। অর্থাৎ প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা টু। ঘোষণা করা হয়েছিল ২০২৪-২৫ আর্থিক বছর থেকে ২০২৮-২৯ আর্থিক বছরের সময়সীমায় ২ কোটি বাড়ি তৈরি করা হবে। ৩ লক্ষ ৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে। ২ লক্ষ কোটি টাকা দেবে কেন্দ্র। বাকিটা রাজ্যের। প্রথম বছরের বরাদ্দ করা হয়েছিল ৫২ হাজার কোটি টাকা। 
আর মাত্র ১০ দিন পর আর একটি নতুন বাজেট। অথচ এখনও এই ঘোষিত প্রকল্পের সমীক্ষাই হয়নি। সবেমাত্র শুরু হয়েছে সমীক্ষা। অর্থাৎ বরাদ্দকৃত অর্থ বণ্টন শুরু হয়নি। স্বাভাবিকভাবেই সেই বরাদ্দ শুরু হবে আগামী আর্থিক বছরে। এই প্রকল্পে ব্যয় হয়েছে ৩২ হাজার কোটি টাকা। সেই টাকা খরচ হয়েছে পুরনো প্রকল্পের বকেয়া কাজের জন্য। অর্থাৎ বরাদ্দকৃত অর্থের ২০ হাজার কোটি টাকা রয়ে যাচ্ছে রাজকোষে।  তাই মনে করা হচ্ছে, আসন্ন বাজেটে প্রধানমন্ত্রী আবাস যোজনায় (গ্রামীণ) ৩৫ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ হবে না। যে অঙ্ক বরাদ্দ হয়েছিল ২০২৩ সালের বাজেটে। প্রশ্ন উঠছে এভাবে আদতে প্রকল্পের বাস্তবায়ন শুরুতেই পিছিয়ে গেল এক বছর। প্রসঙ্গত প্রধানমন্ত্রী আবাস যোজনার দ্বিতীয় পর্বের বিশেষ বৈশিষ্ট্য হল, কারা এই প্রকল্প পাওয়ার যোগ্য সেটা পঞ্চায়েত স্থির করবে না। সরাসরি আবেদন করা যাবে। আর সেল্ফ রেজিস্টার করা হবে। সোজা কথায় গ্রাম পঞ্চায়েতের বা ঘুরিয়ে রাজ্যের ভূমিকা কমিয়ে দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের প্রকল্প পেতে হলে সরাসরি কেন্দ্রীয় সরকারেই সংশ্লিষ্ট মন্ত্রকে আবেদন করতে হবে। কিন্তু এভাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অবজ্ঞা করে রা঩জ্যের অধিকার ছিনিয়ে নেওয়ার বিরোধিতা শুরু হয়েছে। কারণ এই প্রকল্পের নাম যতই প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা হোক, ৪০ শতাংশ অর্থ রাজ্য সরকার দিচ্ছে!
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৪.১৮ টাকা১০৭.০৮ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা