বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

বাংলাদেশে পালাতে চেয়েছিল হামলাকারী

মুম্বই: টেলিভিশনের পর্দায় বারবার ভেসে উঠছিল তার ছবি। এতেই আতঙ্কিত হয়ে পড়ে সইফ আলি খানের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত শরিফুল ইসলাম শেহজাদ। সোমবার মুম্বই পুলিস জানিয়েছে, গ্রেপ্তারির আগে বাংলাদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল তার। রবিবার সকালে থানের হিরানন্দানি এস্টেটের কাছে একটি নির্মীয়মাণ মেট্রো স্টেশন সংলগ্ন শ্রমিক বসতির কাছে ঝোপঝাড়ের মধ্যে থেকে গ্রেপ্তার করা হয় তাকে। আদালত তার পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে। জানা গিয়েছে, বাংলাদেশে জাতীয় স্তরে কুস্তি প্রতিযোগিতায় খেলত অভিযুক্ত। অবৈধভাবে ভারতে প্রবেশ করে সে। মুম্বইতে ছিল গত পাঁচমাস ধরে। অভিযুক্তকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হবে বলে জানিয়েছে পুলিস।
শরিফুলের মোবাইল পরীক্ষা করে দেখা গিয়েছে, বাংলাদেশে থাকা ভাইকে নানা নথি পাঠানোর অনুরোধ করেছে সে। তা থেকেই পুলিসের অনুমান, শরিফুল বাংলাদেশের নাগরিক। এমনকী, তার কাছে ভারতের নাগরিকত্ব প্রমাণ করার মতোও কোনও নথি ছিল না। ওরলির একটি খাবারের দোকানে পরোটা কিনেছিল সে। সেখানে ডিজিটাল পেমেন্ট করে অভিযুক্ত। সেই সূত্র ধরে অভিযুক্তের থানের লোকেশনের খোঁজ পায় পুলিস। জেরায় সে স্বীকার করেছে হামলার কথা। বুধবার রাতে হামলার পর সারারাত একটি বাসস্টপে কাটিয়েছিল অভিযুক্ত। তারপর একটি ঠিকাদার সংস্থার কাছে কাজ চায়। বান্দ্রার পর ওরলি, আন্ধেরি, দাদার ঘুরে সে পৌঁছেছিল থানেতে। 
এই ঘটনার রাজনৈতিক টানাপোড়েনও অব্যাহত। দেবেন্দ্র ফড়নবিশ সরকারকে কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা। উদ্ধব থ্যাকারে পন্থী শিবসেনা নেতারা দাবি করেছেন, তারকা থেকে সাধারণ মানুষ—নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ এই সরকার। যদিও মহারাষ্ট্রের মন্ত্রী আশিস শেলার এই দাবিকে ‘ভণ্ডামি’ বলে উল্লেখ করেছেন। 
5h 5m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৪.১৮ টাকা১০৭.০৮ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা