বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

নতুন অফিসে ‘বেমানান’, ছাঁটাইয়ের  শঙ্কায় কংগ্রেসের বহু প্রবীণ কর্মচারী

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২২৫ কোটি টাকা খরচ করে দিল্লির কোটলা মার্গে নতুন ঝাঁচকচকে পার্টি অফিস বানিয়েছে কংগ্রেস। উদ্বোধনের পাঁচ দিন পরেও সেখানে ঠাঁই পেলেন না পুরনো অফিসের শতাধিক কর্মচারী। ফলে চাকরি হারানোর আশঙ্কায় ভুগছেন তাঁরা।
গত ৪৭ বছর ধরে কংগ্রেসের সদর দপ্তরের ঠিকানা ছিল দিল্লির ২৪ আকবর রোড। সেখানে ১২০ জন কর্মচারী আছেন। যাঁদের অনেকেই কাজ করছেন গত ৩০-৪০ বছর ধরে। তাঁদের কেউ শর্ট হ্যান্ডে বক্তৃতা নোট করেন। কেউ অ্যাকাউনট্যান্ট। কেউ আবার পিওন বা দলের সাধারণ সম্পাদকের আপ্ত সহায়ক। এঁরা দলীয় কর্মী নন। প্রতি মাসে বেতন পান ১৫ হাজার থেকে ৩৫ হাজার টাকা। অবসরের বয়স ৬৫ বছর। কিন্তু তাঁদের প্রয়োজন কি এবার শেষ হতে চলেছে?
গত ১৫ জানুয়ারি ৯-এ কোটলা মার্গে দলের নতুন সদর দপ্তর ‘ইন্দিরা ভবন’-এর উদ্বোধন করেছেন সোনিয়া গান্ধী। অত্যাধুনিক ঝাঁ চকচকে ছ’তলা বাড়িতে পুরনো কর্মচারীদের সিংহভাগকেই নিয়ে যাওয়া হবে না বলে বিশ্বস্ত সূত্রে খবর। তাঁদের স্বেচ্ছাবসর দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে। ঠিক যেমনটা করা হয়েছিল গত ২০১১ সালে। সেবারও বেশ কয়েকজন কর্মচারীকে ছুটি দেওয়া হয়েছিল। 
দলীয় সূত্রে খবর, নতুন ভবনে কম্পিউটার, কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি এখনকার সোশ্যাল মিডিয়া সম্পর্কে চোস্ত তরুণদের কর্মী হিসেবে নিয়োগ করা হবে। ফলে ‘ছুটি’র চিঠি হাতে পেতে চলেছেন পুরনো বয়স্ক কর্মচারীদের একাংশ। কিন্তু কাদের উপরে ছাঁটাইয়ের খাঁড়া নেমে আসবে? তা নিয়েই বাড়ছে জল্পনা।
5h 5m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৪.১৮ টাকা১০৭.০৮ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা