বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না রাজ্য, অভিযোগ সংগঠক শিক্ষকদের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রাথমিক বিদ্যালয়ে সংগঠক শিক্ষকদের চাকরির সুযোগ সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না পশ্চিমবঙ্গ সরকার। প্রকাশ করা হচ্ছে না ভেরিফিকেশন এবং স্ক্রুটিনি রিপোর্ট। এমনই অভিযোগে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সংগঠক শিক্ষকদের একাংশ। ওয়েস্ট বেঙ্গল (রুরাল অ্যান্ড আরবান) প্রাইমারি অর্গানাইজার টিচার্স অ্যাসোসিয়েশনের নামে মামলা হয়েছে। বিবাদী পশ্চিমবঙ্গ সরকার। 
‘কিন্তু কেন সরকার ওই রিপোর্ট দিচ্ছে না? আপনারা তো গত ২৫ বছর ধরে সংগঠন চালাচ্ছেন। ঠিক আছে আগামী শুক্রবার ২৪ জানুয়ারি এই মামলা শোনা হবে’ বলেই সোমবার জানিয়ে দিল বিচারপতি বেলা এম ত্রিবেদির বেঞ্চ। আবেদনকারীদের পক্ষে আ‌ইনজীবী হিসেবে ছিলেন রঞ্জন মুখোপাধ্যায় এবং অনিন্দ্য মুখোপাধ্যায়। পাঠশালা প্রথা উঠে যাওয়ার পর পশ্চিমবঙ্গের গ্রামে অনেকেই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার চাকরি পান। কিন্তু অনেকে চাকরি পাননি। তাঁদের বয়স, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি নিয়ে প্রশ্ন উঠে।
তাঁদের একাংশ ২০১৮ সালে সুপ্রিম কোর্টে মামলা করে। প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের অগ্রাধিকার দিয়ে যোগ্যতা যাচাইয়ের নির্দেশ দেয় শীর্ষ আদালত। গোড়ায় বিদ্যালয় শিক্ষাসচিব, অতিরিক্ত সচিব এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান, তিন সদস্যের ভেরিফিকেশন কমিটি গড়ে। ওই সংগঠক শিক্ষকদের ভেরিফিকেশনের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত । পরে ‘পশ্চিমবঙ্গ লিগাল এইড অথরিটি’কে স্ক্রুটিনি করার নির্দেশও দেওয়া হয়। কিন্তু আজ পর্যন্ত কোনও রিপোর্টই প্রকাশ করা হয়নি, এমনই দাবি করে নতুন করে মামলা দায়ের হয়েছে। 
5h 5m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৪.১৮ টাকা১০৭.০৮ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা