বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

শেষ মুহূর্তে স্কোয়াডে এলেন সাহাল, চেন্নাইয়ানের বাধা টপকাতে আত্মবিশ্বাসী মোহন বাগান

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গ্রেগ স্টুয়ার্টের দশ মিনিটের স্পেল। তাতেই ছারখার চেন্নাইয়ান। যুবভারতীতে স্কটিশ ম্যাজিক মোহন বাগান সমর্থকদের হৃদয়ে অমলিন। ফ্ল্যাশব্যাক ৩০ নভেম্বর, ২০২৪। ঘরের মাঠে সেদিন মোলিনা ব্রিগেডের মুখের গ্রাস প্রায় কেড়ে নিয়েছিল চেন্নাইয়ান। ৮৬ মিনিটে কামিংস জাল কাঁপালেও নেপথ্য নায়ক সুপার-সাব স্টুয়ার্ট। পৌনে দু’মাসের ব্যবধানে মঙ্গলবার আইএসএলে ফের মাখামুখি দুই দল। কিন্তু স্টুয়ার্ট কী পুরো ফিট? চোট কাটিয়ে মাঠে নামলেও এখনও চেনা ফর্মে পাওয়া যায়নি তাঁকে। মঙ্গলবার চেন্নাইয়ানের বিরুদ্ধে স্কটিশ ফুটবলারকে পরে নামানোর সম্ভাবনাই প্রবল। মেরিনা বিচের পাড়ে ধুন্ধুমার লড়াইয়ের আগে বেশ সতর্ক মোহন বাগান কোচ। হোসে মোলিনার মন্তব্য, ‘কঠিন ম্যাচ। তবে পুরো পয়েন্ট পেতেই হবে।’ অন্যদিকে, নির্বাসিত থাকায় বিপক্ষ ডাগ-আউটে নেই কোচ আওয়েন কোয়েল। তাঁর বদলে দায়িত্ব সামলাবেন মোহন বাগানের প্রাক্তনী নোয়েল উইলসন। 
সোমবার দুপুরের ফ্লাইটে চেন্নাই পৌঁছান জেমি ম্যাকলারেনরা। শেষ মুহূর্তে সাহাল আব্দুল সামাদের অন্তর্ভুক্তি বড় চমক। তিনিও পুরো ফিট নন। তা সত্ত্বেও তাঁকে স্কোয়াডে রাখার ভাবনা টিম ম্যানেজমেন্টের। অফুরন্ত প্রতিভা সত্ত্বেও সাহালের খেলায় ধারাবাহিকতার বড়ই অভাব। চোটের কারণে অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ান নেই। পাশাপাশি তিনটি করে হলুদ কার্ড দেখেছেন আলড্রেড, ম্যাকলারেন ও জেসন কামিংস। অর্থাৎ, আর একটি হলুদ কার্ড দেখলে বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে তাঁদের পাবেন না মোলিনা। বিষয়টি চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে। অনুশীলনে ইঙ্গিত, জামশেদপুর ম্যাচের প্রথম এগারো নিয়ে শুরু করতে পারে মোহন বাগান। দ্রুত লক্ষ্যভেদ চায় থিঙ্কট্যাঙ্ক। চলতি টুর্নামেন্টে ২৭ টি গোল হজম করেছে প্রতিপক্ষ। শুরু থেকেই চাপ বাড়াতে চান মনবীররা।  তিন পয়েন্ট ছাড়াও ক্লিনশিটে নজর স্প্যানিশ কোচের। আইএসএলে ১৬ ম্যাচে মোহন বাগানের পয়েন্ট ৩৬। জিতলে গোয়া ও বেঙ্গালুরুর চেয়ে পয়েন্টের ব্যবধান আরও বাড়বে। তাই চেন্নাই কাঁটা উপড়ে ফেলতে মরিয়া সবুজ-মেরুন ব্রিগেড। 
এদিকে, মোহন বাগান ম্যাচের আগেই চেন্নাই স্কোয়াডে যোগ দিয়েছেন প্রীতম কোটাল। আরেক বঙ্গসন্তান অঙ্কিত মুখার্জিকে দিয়ে লিস্টন বা মনবীরকে মার্ক করতে চান নোয়েল। গতিশীল কিয়ান, নামতে, কোনর শিল্ডকে দিয়ে প্রতি-আক্রমণের পরিকল্পনা রয়েছে তাদের।
(নেহরু স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে।)
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৪.১৮ টাকা১০৭.০৮ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা