বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

ফাঁসি নয়, আমৃত্যু কারাদণ্ড সঞ্জয়ের, ১৮ লক্ষ ক্ষতিপূরণ, নেবে না পরিবার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘ অপেক্ষা, আগ্রহ এবং চরম স্নায়ুর চাপ। অবশেষে সাজা ঘোষণা। কিন্তু ফাঁসির শাস্তি হল না আর জি কর ধর্ষণ-খুন মামলায় একমাত্র দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের। সোমবার শিয়ালদহের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাস তার আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিলেন। ভারতীয় ন্যায় সংহিতার তিনটি ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছিল সঞ্জয়কে। ৬৪ নম্বর ধারায় ধর্ষণে দোষী সাব্যস্ত হওয়ায় যাবজ্জীবন এবং ৫০ হাজার টাকার জরিমানা, ৬৬ নম্বর ধারায় ধর্ষণের জেরে প্রাণনাশে আমৃত্যু কারাদণ্ড এবং ১০৩(১) ধারায় খুনের দায়ে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকার জরিমানা। অনাদায়ে অতিরিক্ত পাঁচ মাস জেলের সাজাও শোনানো হয়েছে। এই তিনটি শাস্তিই একসঙ্গে ভোগ করতে হবে বহিষ্কৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে। অর্থাৎ, আমৃত্যুই তাকে থাকতে হবে জেলে। এছাড়া ওই তরুণী চিকিৎসককে কর্মস্থলে ধর্ষণের জন্য ৭ লক্ষ ও হত্যার জন্য ১০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দিতে রাজ্যকে নির্দেশ দিয়েছেন বিচারক। এই রায় শোনার পরই এজলাসে থাকা মৃতার বাবা‑মা বলেন, ‘আমরা ক্ষতিপূরণ চাই না। ন্যায়বিচার চাই।’ উত্তরে ভরা এজলাসে বিচারক বলেন, ‘এই ধরনের একটি মর্মান্তিক মৃত্যুর জন্য কোনও আর্থিক ক্ষতিপূরণই যথেষ্ট নয়। আমি আইনের বিধান মেনেই এই নির্দেশ কার্যকর করেছি মাত্র। নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়াটা রাষ্ট্রের দায়িত্ব।’ 
জঘন্য এই অপরাধে ফাঁসির সাজার পক্ষেই সর্বত্র জনমত গড়ে উঠেছিল। সিবিআইয়ের আইনজীবী পার্থসারথি দত্তও মৃত্যুদণ্ডের পক্ষে সওয়াল করেছিলেন। কিন্তু ‘আবেগের স্রোতে না ভেসে’ আমৃত্যু কারাদণ্ডের পক্ষেই রায় দেন বিচারক। রায়দানের আগে তাঁর মন্তব্য, ‘আমি দুঃখিত। ঘটনাটি বিরলের মধ্যে বিরলতম নয়। তাই এই মামলায় অপরাধীকে আমি আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিলাম।’ সাজা ঘোষণা ঘিরে এদিন সকাল থেকেই শিয়ালদহ চত্বরে ছিল উপচে পড়া ভিড়। বিচারক আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেওয়া মাত্র এজলাসে হুলুস্থুল পড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয় পুলিসকে।
নির্যাতিতার পরিবারের আইনজীবী অমর্ত্য দে বলেন, ‘আমরা যাবতীয় তথ্য‑প্রমাণ দিয়ে আদালতে সওয়াল করেছিলাম, কেন এই মামলায় দোষী সাব্যস্তের সর্বোচ্চ সাজা হওয়াটা জরুরি। কিন্তু এ ক্ষেত্রে আদালত যদি এই নির্দেশ দেয়, আমাদের কী করণীয় থাকতে পারে?’ অন্যদিকে, সঞ্জয়ের জন্য লিগ্যাল এইড থেকে নিযুক্ত কৌঁসুলিরা রায় ঘোষণার পরই সংবাদমাধ্যমের কাছে জানান, তাঁরা শীঘ্রই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন। 
এদিন ১২টা ৩৬ মিনিটে এজলাসে ওঠেন বিচারক। কোর্টের লকআপ থেকে সঞ্জয়কে আনা হয় ১২টা ৪১’এ। বিচারক কাঠগড়ায় দাঁড়ানো সঞ্জয়কে বলেন, তার কী কী সাজা হতে পারে। ওই কথা শুনেই সঞ্জয় হাতজোড় করে বলে, ‘আমাকে ফাঁসানো হয়েছে। আমি নির্দোষ। পুলিস আমার উপর অত্যাচার করেছে। এখানে-ওখানে জোর করে সই করিয়েছে। সিবিআই হেফাজতে যাওয়ার পর জোকা ইএসআই হাসপাতালে মেডিক্যাল পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু বেহালা থেকে গাড়ি ঘুরিয়ে আনা হয় বি আর সিংয়ে।’ বিচারক বলেন, ‘ঘটনার পর বাড়ির লোক আপনার সঙ্গে যোগাযোগ করেননি?’ উত্তরে সঞ্জয় বলে, ‘না স্যার।’ এরপরই ধৃতের কৌঁসুলি সেঁজুতি চক্রবর্তী বলেন, ‘সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, কোন কোন ক্ষেত্রে ফাঁসির সাজা হয়। অনেক ক্ষেত্রে বিরলতম ঘটনাতেও ফাঁসির সাজা হয়নি।’ এরপরই পাঞ্জাব, দিল্লি ও মহারাষ্ট্রের তিনটি মামলায় সুপ্রিম কোর্টের খতিয়ান তুলে ধরে সঞ্জয়ের মৃত্যুদণ্ডের কঠোর বিরোধিতা করেন তিনি। ওই কৌঁসুলির বক্তব্য, ‘মৃত্যুদণ্ড দিতে হলে পর্যাপ্ত পাথুরে প্রমাণ চাই। এ ক্ষেত্রে তা নেই।’ সব বক্তব্য শোনার পর বিচারক ২টো ৪৯ মিনিট নাগাদ সাজা ঘোষণা করেন। দৃশ্যত হতাশা ছড়িয়ে পড়ে কোর্টরুমে।
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৪.১৮ টাকা১০৭.০৮ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা