বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

২৪ কেজি ওজন কমেছে, রোগা শরীরে বালু এলেন বিধানসভায়

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শারীরিক অবস্থা ভালো নয়। ওজন কমেছে ২৪ কেজি। বিধানসভায় এসে বিধায়কদের সঙ্গে কথাবার্তার ফাঁকে ঘনিষ্ঠ মহলে এ কথা জানালেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বিধায়কদের সূত্রে জানা গিয়েছে, আগে জ্যোতিপ্রিয়র ওজন ছিল ৭৮ কেজি। এখন তা কমে দাড়িয়েছে ৫৪ কেজিতে। ১৪ মাসের বন্দিদশা কাটিয়ে জেল থেকে মুক্তি পেয়েছেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী। আদালতের নির্দেশে তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন, এই সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে সোমবার বিধানসভায় এসেছিলেন। বিধায়ক হিসেবে তিনি যে ভাতা পান, সে বিষয়ে এদিন খোঁজখবর নেন। বিধানসভায় ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। অ্যাকাউন্ট চালু করার জন্য নির্দিষ্ট ফর্ম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার কাজে তদারকি করেন। এদিন বিধানসভায় ঘণ্টা দু’য়েক ছিলেন। বসেছিলেন সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষের ঘরে। উত্তর ২৪ পরগনার বিধায়কের সঙ্গে কথা বলে এলাকার খোঁজখবর নেন ‘দক্ষ সংগঠক’ বালু। স্বরূপনগরের বিধায়ক বীণা মণ্ডলের সঙ্গেও এলাকার পরিস্থিতি নিয়ে কথা বলেন। আবার নদীয়ার নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁয়ের সঙ্গেও কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। জেলে থাকাকালীন দিন কেমনভাবে কেটেছে, তা বিধায়কদের মধ্যে অনেকেই কৌতূহলের সঙ্গে জানতে চান। জ্যোতিপ্রিয় তাঁদের লাইব্রেরিতে পড়াশোনা, ফুল-বাগানের দিকে নজর রাখা, ক্রিকেট ও ফুটবল খেলার আয়োজনের গল্প শুনিয়েছেন। জেলের ভিতরে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের গল্পও অনেকে জানতে চান। পার্থর সঙ্গে সাক্ষাৎ, খাওয়াদাওয়া, টিভি দেখার অনেক ঘটনা জ্যোতিপ্রিয় তাঁদের শুনিয়েছেন। তবে এদিন সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি।
5h 5m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৪.১৮ টাকা১০৭.০৮ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা