বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

নতুন শিক্ষাবর্ষের প্রায় তিন সপ্তাহ পরেও চক-ডাস্টার কেনার টাকা পায়নি স্কুলগুলি

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নতুন শিক্ষাবর্ষ শুরু হয়ে গিয়েছে। স্কুলে স্কুলে চক-ডাস্টার, শিক্ষার আনুষঙ্গিক সামগ্রী কেনার অর্ডারও হয়েছে প্রায় প্রায় তিন সপ্তাহ আগে। অথচ অভিযোগ, এখনও দক্ষিণ ২৪ পরগনার স্কুলগুলির অ্যাকাউন্টে সেই টাকা ঢোকেনি। ফলে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে তারা। নিজেদের টাকা খরচ করে এসব কিনতে হচ্ছে বলে শিক্ষকরা জানিয়েছেন। বেশি দিন এভাবে চললে পঠনপাঠনে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছে শিক্ষকমহল। অবিলম্বে এই টাকা দেওয়ার আবেদন জানিয়েছে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ।
দৈনন্দিন কাজের জন্য যে টাকা প্রয়োজন, সেটা সরকারের তরফে কম্পোজিট গ্র্যান্ট নামক খাতে স্কুলগুলিকে দেওয়া হয়। গত এক বছর ধরে এই টাকা প্রায় বেশিরভাগ স্কুল পায়নি। নানাভাবে আবেদন-নিবেদন করার পর নতুন শিক্ষাবর্ষে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয় বিকাশ ভবন। সেই মতো এই জেলার ১১১৯টি উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের জন্য ১ কোটি ৮৭ লক্ষ ৬১ হাজার ২৫০ টাকা বরাদ্দ করা হয়। গত ২ জানুয়ারি এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করে জেলা শিক্ষা বিভাগ। প্রত্যেক স্কুলই আশায় বুক বেঁধেছিল যে, এবার এই টাকা পেলে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী কেনা যাবে। অন্যান্য খরচের সমস্যাও দূর হবে। কিন্তু এখনও টাকা না পাওয়ায় বহু স্কুলকেই নানারকম অসুবিধার মধ্যে পড়তে হয়েছে।
মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের প্রধান শিক্ষক চন্দন মাইতি বলেন, চক, ডাস্টার, খাতা থেকে শুরু করে স্কুলের বিদ্যুতের বিল ও অন্যান্য খরচ এই কম্পোজিট গ্র্যান্ট থেকে দেওয়া হয়। দীর্ঘদিন সেটা না পাওয়ার কারণে আমাদেরই দিতে হচ্ছে। না হলে স্কুল চালানো কঠিন হয়ে পড়বে। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির জেলা সম্পাদক অনিমেষ হালদার জানান, অর্ডার হওয়ার পরও কেন টাকা ছাড়া হচ্ছে না, সেটাই আমাদের কাছে পরিষ্কার নয়। এতে স্কুলগুলি ভুক্তভোগী হচ্ছে।
কেন টাকা ছাড়া এখনও হয়নি, সে ব্যাপারে অবশ্য স্পষ্ট ব্যাখ্যা জেলা শিক্ষাবিভাগের থেকেও মেলেনি। সূত্রের খবর, কিছু জটিলতার কারণে এই প্রক্রিয়া আটকে রয়েছে। তবে দ্রুত টাকা ছাড়া হবে বলে তারা আশ্বাস দিয়েছে।
5h 5m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৪.১৮ টাকা১০৭.০৮ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা