বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

আজ বিজেপি বিধায়ককে থানায় হাজিরা দেওয়ার জন্য ফের তলব

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, মঙ্গলবার শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেওয়ার জন্য বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে-কে ফের তলব করা হল। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির মামলায় তাঁকে তলব করেছে পুলিস। তবে তিনি হাজিরা দেবেন কি না, তা অবশ্য জানা যায়নি। এনিয়ে বিজেপি বিধায়ককে সোমবার সন্ধ্যায় ফোন করা হলে, তিনি বলেন, কালকের-টা কালকে দেখা যাবে।
কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, প্রথমবার হাজিরা এড়িয়ে বিজেপি বিধায়ক মেল পাঠিয়ে শেক্সপিয়র সরণি থানাকে জানিয়েছিলেন, ২০ জানুয়ারি পর্যন্ত তিনি ব্যস্ত থাকবেন। তারপর তিনি হাজিরা দিতে পারবেন। সেই হিসেবে  ২১ জানুয়ারি তাঁকে তলব করা হয়েছে। তবে আজ, মঙ্গলবারও বিধায়ক হাজিরা এড়ালে, বিষয়টি আদালতের নজরে আনতে চায় কলকাতা পুলিস। তদন্তে বিজেপি বিধায়ক ক্রমাগত অসহযোগিতা করছেন, এই বক্তব্যকে সামনে রেখে আদালতের হস্তক্ষেপ চাইতে পারেন কলকাতা পুলিসের তদন্তকারী অফিসার।  
প্রাথমিক তদন্তের ভিত্তিতে শেক্সপিয়র সরণি থানার পুলিসের দাবি, কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে’র লেটারহেড ব্যবহার করে কিড স্ট্রিটে এমএলএ হস্টেলের ঘর বুক করেছিল মহম্মদ ইমরাজ। তারপর সেই ঘরে বসে জুনেদুল হক চৌধুরী সহ তিন অভিযুক্ত তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কাটোয়ার পুর চেয়ারম্যানের কাছে পাঁচ লক্ষ টাকা তোলা দাবি করেছিল। ইতিমধ্যেই এই মামলায় জুনেদুল হক চৌধুরী সহ ধৃত তিন অভিযুক্ত জেল হেফাজতে রয়েছে। পুলিসের দাবি, বিজেপি বিধায়ক হাজিরা না দেওয়াতে তদন্ত থমকে গিয়েছে। 
6h 6m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৪.১৮ টাকা১০৭.০৮ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা