বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

ক্যানিংয়ের মাতৃ মা হাসপাতালে চালু হয়নি এসএনসিইউ বিভাগ, ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এক বছরের বেশি সময় আগে ক্যানিং মহকুমার মাতৃ মা হাসপাতালে সব পরিষেবা চালু হলেও সেখানে এসএনসিইউ বিভাগ শুরুই করা যায়নি। ঘর তৈরি হয়ে পড়ে রয়েছে, কিন্তু ডাক্তার এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগ হয়নি। তাই এই জরুরি পরিষেবা চালু করা যাচ্ছে না। হাসপাতাল সূত্রে খবর, এটি চালু করতে দু’জন চিকিৎসক দরকার। লাগবে স্বাস্থ্যকর্মীও। কিন্তু স্বাস্থ্যভবন এখনও এখানে কাউকে নিয়োগ করে উঠতে পারেনি। কবে তাঁদের নিয়োগ করা হবে, তার কোনও নিশ্চয়তা নেই।
এর ফলে বিশেষ পরিষেবার জন্য সদ্যোজাতদের কলকাতায় বা অন্যত্র পাঠাতে হয়। প্রসূতি ও শিশুদের কথা মাথায় রেখেই ২০২২ সালে মাতৃ মা হাসপাতাল চালু করা হয়েছিল। সুন্দরবন ও উত্তর ২৪ পরগনার প্রান্তিক এলাকার বহু অন্তঃসত্ত্বা এখানে ভর্তি হতে আসেন। বাকি সব পরিষেবা মিললেও কোনও অসুস্থ শিশুকে এই বিভাগে ভর্তি করা যায় না। বাধ্য হয়েই রেফার করতে হয় অন্যত্র। তখন রোগী ও পরিজনদের নানা হয়রানির শিকার হতে হয়। কিছুদিন আগে ক্যানিং মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ কমিটির বৈঠকে এই বিষয়টি আলোচনা হয়েছিল বলে জানা গিয়েছে। কেন এখনও ডাক্তার দেওয়া যায়নি, তা নিয়ে স্বাস্থ্যভবনের সঙ্গে কথা বলা হবে বলে ঠিক হয়েছে। এদিকে, যেভাবে ক্যানিং মহকুমা হাসপাতালে দিনদিন রোগীর চাপ বাড়ছে তাতে আরও বেড প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসকরা। সূত্রের খবর, এই কথা মাথায় রেখে এখানে আরও ৩৪টি শয্যা বাড়ানোর জন্য স্বাস্থ্যদপ্তরের কাছে চিঠি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রসঙ্গত, এর আগে এখানে ১০০ বেড বেড়েছে। সব মিলিয়ে ক্যানিং হাসপাতালে রয়েছে ১৬৬টি শয্যা। - নিজস্ব চিত্র
5h 5m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৪.১৮ টাকা১০৭.০৮ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা