বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

ক্যান্সার আক্রান্ত বৃদ্ধার জটিল অস্ত্রোপচারে  বড়সড় সাফল্য পেল বারাসত মেডিক্যাল

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বয়স ৭০ পেরিয়েছে। হাতে, পায়ে বল নেই। চোখে ক্ষীণদৃষ্টি। কানের একেবারে কাছে গিয়ে না বললে কিছু শুনতে পান না। ঝুঁকি নিয়ে এমন অসহায় রোগীর জটিল অপারেশন নিয়ে দুশ্চিন্তায় ছিল পরিবার। কিন্তু সমস্ত ভীতি কাটিয়ে তাঁকে সুস্থ করে তুলল বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। বুকে জমাট বাঁধা টিউমার অপারেশন হল নির্বিঘ্নেই। শুধু তাই নয়, বৃদ্ধার শরীরে ছড়িয়েছে ক্যান্সারও। কেমোথেরাপির পর এখন অনেকটাই সুস্থ অশোকনগরের হরিপুরের বাসিন্দা বৃদ্ধা শিপ্রা বসু। বৃহস্পতিবার ছুটি পেয়ে বাড়ি যাবেন তিনি।
শিপ্রাদেবীর মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ছেলে খবরের কাগজ বিক্রি করে সংসার চালান। দিন আনি দিন খাই পরিবার। তাঁর বুকে একটি বড় টিউমার ছিল। প্রথমে হাবড়া হাসপাতাল, পরে স্থানীয় ডাক্তারদের দেখালেও রোগের হাত থেকে মুক্তি পাচ্ছিলেন না তিনি। এরপর পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে আসেন বারাসত হাসপাতালে। সেখানে তাঁর চিকিৎসা চলছে এখন। পরীক্ষায় ধরা পড়ে ওই টিউমার ম্যালিগন্যান্ট। এত বয়সে এই টিউমার অপারেশন করা ঝুঁকিপূর্ণ কাজ। তাসত্ত্বেও ডাক্তাররা ঝুঁকি নিয়ে ওই টিউমার অপারেশন করেন। শিপ্রাদেবী এখন অনেকটাই সুস্থ, স্বস্তিতে পরিবার। এ নিয়ে হাসপাতালের সুপার ডাঃ সুব্রত মণ্ডল বলেন, ক্যান্সার আক্রান্ত রোগীকে এত বয়সে অপারেশন করা ছিল ঝুঁকির ব্যাপার। পরিবারের সদস্যরা আমাদের পাশে ছিলেন। আজ তিনি সুস্থ। কয়েকদিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হবে। রোগিণীর নাতনি বৈশাখী বিশ্বাস বলেন, সরকারি হাসপাতালে এত সুন্দর পরিষেবা পেয়ে আমরা কৃতজ্ঞ। নির্বিঘ্নেই দিদিমার টিউমার অপারেশন হয়েছে, তিনি সুস্থ আছেন। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তাঁকে বাঁচানোর আশা ছেড়েই দিয়েছিলাম। সরকারি হাসপাতালই আমাদের ভরসার জায়গা। 
6h 6m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৪.১৮ টাকা১০৭.০৮ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা