বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

অভিষেকের সেবাশ্রয়ে জটিল অস্ত্রোপচার, চার ঘণ্টার চেষ্টায় সুস্থ ৯ বছরের আলতাফ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সেবাশ্রয় কর্মসূচিতে জটিল অস্ত্রোপচার শেষে সুস্থ হওয়ার পথে ৯ বছরের আলতাফ হোসেন ঘরামি। তার ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। আলতাফের অভিভাবকরা জানিয়েছেন, ‘ঈশ্বর ওকে আমাদের কাছে পাঠিয়েছে। আর সময়মতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।’ উল্লেখ্য, গত ২ জানুয়ারি থেকে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে অভিষেক শুরু করেছেন সেবাশ্রয় কর্মসূচি। সেখানে স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ প্রদান ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। ডায়মন্ডহারবারের এসডিও গ্রাউন্ডে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আলতাফকে নিয়ে এসেছিলেন তার বাবা। সেখানে চিকিৎসকরা আলতাফের হৃদরোগজনিত সমস্যা চিহ্নিত করেন। অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে বলে জানিয়ে দেন তাঁরা। ওই শিশুর পাশে তিনি সর্বতোভাবে থাকবেন বলে আশ্বস্ত করেন অভিষেক। প্রতিশ্রুতি রাখেন তিনি। শিশুটির জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকরা অস্ত্রোপচার করেন আলতাফের। ৪ ঘণ্টার জটিল অস্ত্রোপচারে বিপদমুক্ত হয়ে এখন সে সুস্থতার পথে। আলতাফের বাবা জানিয়েছেন, ‘উন্নত মানের চিকিৎসায় আমার ছেলে এখন স্থিতিশীল। ঠিকমতো কথা বলতে পারছে। এই চিকিৎসার জন্য আমার এক টাকাও খরচ হয়নি। পুরোটাই ব্যবস্থা করে দিয়েছেন সাংসদ।’ অভিষেক বলেছেন, ‘সেবাশ্রয় একটি সময়োপযোগী পদক্ষেপ। যেখানে আলতাফের সুস্থ হয়ে ওঠার ঘটনা প্রমাণ দিচ্ছে সেবাশ্রয় উদ্যোগ সাফল্যের সঙ্গে এগচ্ছে। একটি শিশুকে সুস্থ করে তোলার বিরাট দায়িত্ব পালনের জন্য মেডিক্যাল টিমের সবাইকে কৃতজ্ঞতা জানাই। সেবাশ্রয়ের প্রতিশ্রুতি স্বাস্থ্যসেবা। এই প্রতিশ্রুতি পালনে আমরা এগিয়ে চলেছি।’ - নিজস্ব চিত্র
6h 6m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৪.১৮ টাকা১০৭.০৮ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা