বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

সুন্দরবনে ব্যাঘ্রশাবকের সংখ্যা বৃদ্ধি!  মিলল পায়ের ছাপ, খুনসুটির ছবি ট্র্যাপ ক্যামেরায়

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গুটি গুটি পায়ে হেঁটে চলেছে তারা। মাঝে মাঝে থমকে দাঁড়িয়ে চারদিক দেখে নিচ্ছে। মায়ের আদরে লুটোপুটি খাচ্ছে ব্যাঘ্রশাবক। এসব কোনও চিড়িয়াখানার খণ্ডচিত্র নয়। সুন্দরবনের গহন অরণ্যের এমন সব ছবিই উঠে এসেছে বাঘ শুমারিতে। জঙ্গলের বিভিন্ন জায়গায় যেসব ট্র্যাপ ক্যামেরা লাগানো হয়েছিল, তার ছবি ও ফুটেজ পর্যালোচনা করে দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগের আধিকারিকরা বুঝতে পেরেছেন, বাদাবনের জঙ্গলে এবার ভালোই বংশবৃদ্ধি হয়েছে বাঘেদের। ছবি ও ফুটেজে অনেক ব্যাঘ্রশাবক থাকার প্রমাণ মিলেছে। সেই সঙ্গে তাদের পায়ের ছাপও দেখতে পাওয়া গিয়েছে। যদিও বাঘ শুমারিতে শাবকদের গণনার মধ্যে ধরা হয় না। আধিকারিকরা বলছেন, কয়েক বছর বাদে এরাই বড় হয়ে উঠবে যখন, তখনই বোঝা যাবে আসল সংখ্যা।
রায়দিঘি ও রামগঙ্গা রেঞ্জে এদের অস্তিত্ব বেশি নজরে এসেছে। রায়দিঘি রেঞ্জে সবথেকে বেশি ব্যাঘ্রশাবকের ছবি ক্যামেরাবন্দি হয়েছে বলে খবর। ছবিতে দেখা যাচ্ছে, কোথাও দু’টি, কোথাও তিনটি শাবক খেলা, খুনসুটিতে মেতে উঠেছে। কোথাও আবার মায়ের পিছন পিছন হেঁটে যেতে দেখা যাচ্ছে ছানাদের। কয়েকটি ক্ষেত্রে বাঘিনীর ছবিও ক্যামেরাবন্দি হয়েছে।  সেই বাঘিনীর ছবি ও ফুটেজ বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বুঝতে পারেন, সদ্য প্রসব করেছে সে। গতবার রায়দিঘি রেঞ্জে ১৭টি বাঘের ছবি ধরা পড়েছিল। এবারের শুমারিতে সেই সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন আধিকারিকরা। তাঁরা বলছেন, ‘এবার যেভাবে শাবকদের অস্তিত্ব পাওয়া গিয়েছে, তা থেকেই স্পষ্ট যে জঙ্গলে বাঘেদের হেলদি পপুলেশন রয়েছে। এর আগের শুমারিগুলিতে এত বেশি শাবকের ছবি ধরা পড়েনি। বিষয়টি যথেষ্ট আশাপ্রদ।’ তবে শুধু শাবক নয়, পূর্ণবয়স্ক বাঘের সংখ্যাও যে সার্বিকভাবে বেড়েছে, তারও কিছু ইঙ্গিত পাওয়া গিয়েছে ট্র্যাপ ক্যামেরার ছবি ও ফুটেজ বিশ্লেষণে। প্রসঙ্গত, গত কয়েক মাসে বারবার লোকালয়ে বাঘ ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। সাধারণত রায়দিঘি রেঞ্জের আওতাধীন এলাকাতেই বাঘ ঢুকে পড়ার ঘটনা বেশি। এই আবহে জঙ্গলে বাঘের সংখ্যাবৃদ্ধির কারণেই লোকালয়ে তাদের আনাগোনা বেড়েছে কি না, খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।  প্রতীকী ছবি
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৪.১৮ টাকা১০৭.০৮ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা