বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

এই নারকীয় অপরাধের চরম সাজার প্রয়োজন ছিল: মমতা

নিজস্ব প্রতিনিধি, মালদহ: ‘আমার দৃঢ় বিশ্বাস, এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। বিরলতম নয়, এই রায় কীভাবে এল? এটা ঘৃণ্যতম অপরাধই! আর এক্ষেত্রে একমাত্র মৃত্যুদণ্ডই হওয়া উচিত।’ আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন মামলার রায় নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় সেকথা তিনি স্পষ্ট করে দিয়েছেন। সোমবার মুর্শিদাবাদ রওনা হওয়ার আগেই ডুমুরজলা স্পোর্টস কমপ্লেক্সে হাজির সাংবাদিকদের সাফ জানিয়ে গিয়েছিলেন, এই মামলায় ফাঁসিই চান তিনি। মুর্শিদাবাদের অনুষ্ঠান সেরে বিকেলে মালদহে নেমে মুখ্যমন্ত্রী বলেন, ‘এই নারকীয় অপরাধের চরম সাজার প্রয়োজন ছিল। ফাঁসি হলেই শান্তি পেতাম। কেস আমাদের হাতে থাকলে, অনেকদিন আগেই ফাঁসির অর্ডার হতো। একজন আইনজীবী হিসেবে মনে করি, এহেন নরপিশাচদের চরমতম শাস্তি হওয়াই উচিত।’
মঙ্গলবার দুপুরে মালদহের ডিএসএ মাঠে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। যদিও মুর্শিদাবাদের অনুষ্ঠান সেরে একদিন আগেই তিনি মালদহে পৌঁছন। বিকেল তিনটে দশ মিনিট নাগাদ মালদহের ডিএসএ সংলগ্ন মাঠে অবতরণ করে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। নেমে গাড়ির দিকে কিছুটা হেঁটে এসে সাংবাদিকদের মমতা বলেন, ‘হেলিকপ্টারে ছিলাম বলে সবটা শুনিনি। আপনাদের কাছ থেকেই শুনলাম, এটাতে নাকি আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রথম দিন থেকে ফাঁসির দাবি করে আসছিলাম এবং আজকেও সেই দাবিতে অটুট। কিন্তু কোর্টের রায়... এখন সবাই কী বলবেন, জানি না।’ 
সম্প্রতি রাজ্যে তিনটি ধর্ষণ-খুনের মামলায় ফাঁসির আদেশ দিয়েছে নিম্ন আদালত। সেকথাও এদিন উঠে এসেছে মুখ্যমন্ত্রীর গলায়। তিনি সাফ বলেন, ‘তিনটে কেসেই ৬০ দিনের মধ্যে ফাঁসির অর্ডার করিয়ে দিয়েছি। আমি জানি, এটা সিরিয়াস কেস। ফাঁসির দাবি সবার ছিল। কিন্তু আমাদের হাত থেকে তো কেসটা কেড়ে নিয়ে চলে গেল। সবটা সিবিআই জানে।’ ডিএসএ মাঠ থেকে মুখ্যমন্ত্রীর কনভয় সোজা রওনা হয় সম্প্রতি শ্যুটআউটে নিহত তৃণমূলের জেলা সহ-সভাপতি তথা ইংলিশবাজার পুরসভার কাউন্সিলার দুলাল সরকারের বাড়ির দিকে। প্রয়াত নেতার স্ত্রী ও ছেলের সঙ্গে দেখা করেন তিনি।
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৪.১৮ টাকা১০৭.০৮ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা