বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

বাবাকে ভোট দেওয়ার আবেদন, নীতীশ-পুত্রের রাজনীতিতে আসার জল্পনা

পাটনা: জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমারকে চিরকালই ‘ভাই-ভাতিজাবাদে’র রাজনীতির বিরোধিতা করতে দেখা গিয়েছে। বিহারের মুখ্যমন্ত্রীর বর্তমান জোট শরিক বিজেপিও ‘পরিবারবাদে’র বিরুদ্ধে সদা সরব। যদিও বিধানসভা ভোটের বছরে বিহারে নয়া সম্ভাবনা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। নেপথ্যে নীতীশ-পুত্র নিশান্ত কুমারের একটি মন্তব্য। এতদিন রাজনীতির ত্রিসীমানায় ঘেঁষতে দেখা যায়নি ইঞ্জিনিয়ারিং স্নাতক নিশান্তকে। যদিও এই প্রথম প্রকাশ্যে বাবাকে ফের জয়ী করার আবেদন জানালেন তিনি। ভোটের বছরে নিশান্তের এই প্রথম রাজনৈতিক আবেদন ঘিরে স্বাভাবিকভাবেই সরগরম বিহারের রাজনীতি। তাহলে কি ভোটের আগে নীতীশ-পুত্রকে দলের কোনও দায়িত্ব দেওয়া হতে পারে? এই গুঞ্জনের মধ্যেই অবশ্য খোঁচা আসছে বিরোধী আরজেডি শিবির থেকে। লালুপ্রসাদ যাদবের বড়পুত্র তথা প্রাক্তন মন্ত্রী তেজপ্রতাপ যাদবের প্রতিক্রিয়া, ‘কোনও তরুণ তুর্কি যদি সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন, তাহলে সে তো ভালো কথা। তবে বাস্তব পরিস্থিতি বা রাজ্য রাজনীতি সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই নিশান্তের।’
স্বাধীনতা সংগ্রামী ঠাকুরদা কবিরাজ রামলক্ষ্মণ সিং বৈদ্যের প্রতি শ্রদ্ধা জানাতে বক্তিয়ারপুর গিয়েছিলেন নিশান্ত। সঙ্গে ছিলেন বাবা নীতীশ কুমারও। সেখানেই নিশান্ত বলেন, ‘উনি (নীতীশ) রাজ্যের উন্নয়নে প্রচুর ভালো কাজ করেছেন। সম্ভব হলে বাবাকে ও তাঁর পার্টিকে আপনারা সবাই ভোট দেবেন। আবার ক্ষমতায় নিয়ে আসবেন।’ নীতীশ-পুত্রের এই প্রথম রাজনৈতিক বিবৃতি ঘিরেই জল্পনা তুঙ্গে। তবে তিনি সক্রিয় রাজনীতিকে পা দিচ্ছেন কি না, সেই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন নিশান্ত। বিরোধী আরজেডি শিবির থেকে লালু-পুত্র তেজপ্রতাপ খোঁচা দিলেও নীতীশের বর্তমান জোটসঙ্গী বিজেপি এই মন্তব্যকে স্বাগত জানিয়েছে। পদ্মপার্টির মুখপাত্র প্রভাকর মিশ্র বলেন, ‘নীতীশ কুমার তাঁর ভালো কাজের জোরেই তো দু’দশকের বেশি মুখ্যমন্ত্রী পদে রয়েছেন। তিনি যা কাজ করেছেন, তার তুলনাই নেই।’
নীতীশ-পুত্রের সক্রিয় রাজনীতিতে পা রাখার জল্পনার মধ্যেই অবশ্য ধাক্কা খেয়েছে তাঁর দল জেডিইউ। নীতীশের হাত ছেড়ে আরজেডিতে যোগ দিয়েছেন প্রবীণ নেতা মঙ্গনীলাল মণ্ডল। রাজ্যের প্রাক্তন এই মন্ত্রীর হাতে আরজেডির পতাকা তুলে দিয়েছেন লালু-পুত্র তথা প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। 
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৪.১৮ টাকা১০৭.০৮ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা