বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

জেড মোড় টানেল: শীতের পর্যটন নিয়ে আশায় সোনমার্গ

ফিরদৌস হাসান, শ্রীনগর: কাশ্মীর বললেই চোখের সামনে ভেসে ওঠে শ্বেতশুভ্র পাহাড় আর গাছের পাতায় জমে থাকা পেঁজা তুলোর মতো বরফ। সঙ্গে সেই বরফ নিয়েই পর্যটকদের উন্মাদনা। যাঁরা অ্যাডভেঞ্চারে মজতে চান তাঁদের জন্য স্কিয়ের সুযোগ। ডেস্টিনেশন গুলমার্গ। দেশের যেকোনও প্রান্ত তো বটেই, বিদেশেও শীতকালীন ছুটিতে ভূস্বর্গ সফর মানে গুলমার্গের প্রাকৃতিক শোভাই সকলের চোখের সামনে ভেসে ওঠে। তবে এবার শুধু আর গুলমার্গ নয়। সোনমার্গও পর্যটকদের জন্য আকর্ষণের অন্যতম কেন্দ্র হয়ে উঠতে চলেছে। গান্ধেরবাল জেলার পাহাড় কেটে তৈরি হয়েছে জেড-মোড় টানেল। বৃহস্পতিবার পর্যটকদের জন্য সেই টানেল খুলে দেওয়া হয়েছে। শীতকালে ধসের জেরে সোনমার্গের রাস্তায় প্রতি বছরই বন্ধ হয়ে যায়। সাড়ে ছ’কিলোমিটোরের এই টানেল সোনমার্গের সেই প্রতিকূলতা এক ঝটকায় মুছে দিল। এবার গোটা শীতকালের মনোরম শোভা সোনমার্গের বরফ হাতে নিয়েই উপভোগ করতে পারবেন পর্যটকরা। 
বলা যেতে পারে, স্কি রিসর্ট হিসেবে এতদিন শুধুমাত্র গুলমার্গকেই বেছে নিতেন পর্যটকরা। এবার রাস্তা বন্ধ থাকলেও টানেল দিয়ে সোনমার্গে পৌঁছানো যাবে। কাজেই যে ট্যুর অপারেটররা এতদিন শীতকালীন অ্যাডভেঞ্চার স্পোর্টসের ডালি সাজিয়ে পর্যটকদের অপেক্ষায় হতাশ হয়ে বসে থাকতেন, তাঁদের মুখে ফুটল হাসি। স্কিপ্রেমী মহম্মদ ইমরান বলেন, ‘এটা আমাদের জন্য এক ধরনের গেম চেঞ্জার। শীতকালীন সোনমার্গ স্কি এবং স্নোবোর্ডিংয়ের জন্য অন্যতম আদর্শ জায়গা। কিন্তু ঠান্ডা বাড়তেই ধসে রাস্তা বন্ধ হয়ে যেত। এবার থেকে আর আমাদের হতাশ হতে হবে না। অ্যাডভেঞ্চার স্পোর্টসপ্রেমীদের জন্য এটা অনেক বড় খবর।’ তিনি আরও বলেন, ‘এতদিন গুলমার্গ ছিল আমাদের একমাত্র আকর্ষণ। আগামী দিনে শীতকালীন সফরের জন্য সোনমার্গও আমাদের জন্য হটস্পট হতে চলেছে।’ 
5h 5m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৪.১৮ টাকা১০৭.০৮ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা