বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

১০ হাজার টাকার লোন শোধেও কালঘাম ছুটছে জনতার! মোদিকে নিশানা কংগ্রেসের

নয়াদিল্লি: একদিকে মূল্যবৃদ্ধি, অন্যদিকে রোজগারে টান। এই দু’য়ের টানাপোড়েনে নাভিশ্বাস উঠেছে আম জনতার। বিভিন্ন পরিসংখ্যান ও সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। ফলে মোদির আমলে ‘আচ্ছে দিনে’র স্বপ্ন উঠেছে শিকেয়। এমনকী ১০ হাজার টাকার ঋণ চোকাতেও কালঘাম ছুটছে! সাম্প্রতিক একটি পরিসংখ্যানে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, ১০ হাজার টাকার কম পার্সোনাল লোনের ক্ষেত্রে বকেয়ার হার সবচেয়ে বেশি। বিশেষ করে ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত সময়ে এই ঋণ খেলাপের হার বেড়ে গিয়েছে। এমনই তথ্য উল্লেখ করে মোদি সরকারকে একহাত নিয়েছে কংগ্রেস। তাদের দাবি, দেশের মানুষ দেনায় ডুবছে। আর সরকার আত্মপ্রচারে মশগুল। 
এবার সিআরআইএফ হাই মার্ক ও ডিজিটাল লেন্ডার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার রিপোর্টে পার্সোলান লোনে বকেয়ার হার সংক্রান্ত তথ্য সামনে এসেছে। রিপোর্ট অনুসারে, ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত সময়ে স্বল্প অঙ্কের পার্সোনাল লোন পরিশোধ না করার হার ৪৪ শতাংশ বেড়ে গিয়েছে। এব্যাপারে কংগ্রেস বলেছে, দেশের আর্থিক হাল এমনই খারাপ যে অনেকে ১০ হাজার টাকার ঋণও চোকাতে পারছেন না। এর থেকেই স্পষ্ট, সাধারণ মানুষ আর্থিক সঙ্কটে ভুগছেন। হাতে খরচ চালানোর মতো প্রয়োজনীয় অর্থ নেই। এই পরিস্থিতিতে ঋণ নিতে হচ্ছে। কিন্তু সেই ঋণ মেটাতে পারছেন না। এই প্রসঙ্গে সোনা বন্ধক রেখে ঋণ নেওয়ার প্রবণতা বৃদ্ধির কথাও উল্লেখ করেছে হাত শিবির। তারা বলেছে, রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট অনুসারে  ২০২৪ সালের প্রথম সাত মাসে স্বর্ণ ঋণের পরিমাণ ৫০ শতাংশ বেড়ে গিয়েছে। ২০২৪ সালের মার্চ থেকে জুন পর্যন্ত এক্ষেত্রে বকেয়া ৩০ শতাংশ বেড়েছে। কংগ্রেসের দাবি,এভাবে ঋণের ভারে ডুবছে আম জনতা। অথচ সরকার নির্বিকার। 
বকেয়া ঋণ আদায়ের ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি (এআরসি)গুলিকে বলেছে, গ্রাহকের সঙ্গে সেটেলমেন্টের আগে সম্ভাব্য সমস্ত বিকল্প অনুসরণ করতে হবে। এব্যাপারে সংশোধিত নির্দেশিকায় বলা হয়েছে, প্রত্যেক এআরসিকে পর্ষদ অনুমোদিত নীতি প্রণয়ন করতে হবে। 
5h 5m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৪.১৮ টাকা১০৭.০৮ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা