বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

৫ পুলিসের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

মুম্বই: স্কুলে দুই শিশুকন্যার যৌন হেনস্তার অভিযোগ ঘিরে গত সেপ্টেম্বরের শেষের দিকে উত্তাল হয়ে উঠেছিল মহারাষ্ট্রের বদলাপুর। পরে পুলিসি এনকাউন্টারে মৃত্যু হয় মূল অভিযুক্ত অক্ষয় সিন্ধের। ওই গুলি বিনিময়ের ঘটনা সাজানো বলে অভিযোগ উঠেছিল। সোমবার সেই অভিযোগেরই সারবত্তার ইঙ্গিত মিলল ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তে। যেখানে সাফ বলা হয়েছে, প্রিজন ভ্যানে অক্ষয়ের উপরে গুলি চালানোর কোনও প্রয়োজন ছিল না। এজন্য সংশ্লিষ্ট পাঁচ পুলিসকর্মীকে দায়ী করা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে ওই পুলিসকর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়েরের জন্য সরকারকে নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট।
ছেলেকে ভুয়ো এনকাউন্টারে খুন করা হয়েছে অভিযোগ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অক্ষয়ের বাবা আন্না সিন্ধে। যার ভিত্তিতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। সোমবার আদালতে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিয়েছেন ম্যাজিস্ট্রেট। বিচারপতি রেবতী মোহিতে দেড়ে ও বিচারপতি নীলা গোখলের সেটি পড়ে শোনান। রিপোর্টে পুলিসের গুলি চালানোর যৌক্তিকতা নিয়ে সরাসরি প্রশ্ন তোলা হয়েছে। অভিযুক্ত অক্ষয়ের উপরে গুলি না চালিয়েও সে সময় কর্তব্যরত চার পুলিসকর্মী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতেন বলে অভিমত জানিয়েছেন ম্যাজিস্ট্রেট। ওই ঘটনার জন্য দায়ী করা হয়েছে থানে ক্রাইম ব্র্যাঞ্চের সিনিয়র পুলিস ইন্সপেক্টর সঞ্জয় সিন্ধে, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর নীলেশ মোরে সহ পাঁচ পুলিসকর্মীকে। এদিন আদালত তার রায়ে জানিয়েছে, রিপোর্টের ভিত্তিতে সরকার পদক্ষেপ করতে বাধ্য। ফলে অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের করতে হবে এফআইআর। তদন্তের ভার কোন সংস্থাকে দেওয়া হতে পারে, তাও সরকারের কাছে জানতে চেয়েছে আদালত।
6h 6m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৪.১৮ টাকা১০৭.০৮ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা