বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

‘ভাই সাজা পেয়েছে, কিন্তু নেপথ্যে থাকা বাকি নামগুলো সামনে এল না’,  আদালতের রায়ের পর ক্ষুব্ধ সঞ্জয়ের দিদি​​​​​​

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তাঁর ভাই ১৬৪ দিন ধরে জেলবন্দি। মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করার পর বিচারক সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা শুনিয়েছেন। এই ১৬৪ দিনে জেলে গিয়ে ভাইয়ের সঙ্গে দেখা না করলেও নিয়মিত সংবাদমাধ্যমে গোটা বিষয়টির উপর নজর রেখেছিলেন সঞ্জয়ের দিদি। সোমবার সাজা ঘোষণা হওয়ার পর রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন তিনি। 
বৃহত্তর ষড়যন্ত্রের তত্ত্ব উস্কে দিয়ে তাঁর বক্তব্য, ‘ভাই দোষ করেছে। সাজাও পেয়েছে। কিন্তু ঘটনায় জড়িত বাকি অপরাধীদের কী হবে? নেপথ্যে থাকা বাকি নামগুলো তো প্রকাশ্যে এল না। আদৌ কোনওদিন সেই নাম জানা যাবে কি না, জানি না। প্রথম দিন থেকে যা ছিল, সেটাই শেষ দিনে হল।’ মৃত চিকিৎসকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সঞ্জয়ের দিদির প্রশ্ন, ‘আপনারাই বলুন, এই রায়ে নির্যাতিতা কি আদৌ বিচার পেলেন?’ তিনি এখনও বিশ্বাস করেন, এই ঘটনা সঞ্জয়ের একার পক্ষে কোনওভাবেই করা সম্ভব নয়। আরও কেউ রয়েছে নেপথ্যে। 
এদিন সকাল থেকে ভবানীপুরে সঞ্জয়ের বাড়ির আশপাশে ছিল চাপা উত্তেজনা। কী সাজা হয়, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন প্রতিবেশীরাও। ৫৫ বি, শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের বাড়িতে থাকেন সঞ্জয়ের মা। ছেলের সাজা ঘোষণার প্রতিক্রিয়া নিতে সেখানে গেলে দরজাই খোলেননি বৃদ্ধা। হলুদ রঙের দরজাটি ভিতর থেকে বন্ধ ছিল। দীর্ঘক্ষণ দরজায় টোকা দিলেও সাড়া দেননি বৃদ্ধা। এদিন সঞ্জয়কে কোর্ট থেকে প্রেসিডেন্সি জেলে নিয়ে আসতে সন্ধ্যা গড়িয়ে যায়। জেল সূত্রে খবর, বারবার সঞ্জয়ের মুখে শোনা গিয়েছে একটাই কথা— আমাকে ফাঁসানো হয়েছে। রাতে সে খাবার মুখে তোলেনি। শুধু জল খায়। অনেক রাত পর্যন্ত পায়চারি করে।
5h 5m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৪.১৮ টাকা১০৭.০৮ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা