বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

শ্যামপুরে রাস্তা বেহাল, ভোগান্তি বাসিন্দাদের

সংবাদদাতা, উলুবেড়িয়া: কোথাও পিচ উঠে ইট বেরিয়ে পড়েছে, কোথাও আবার রাস্তার মাঝে তৈরি হয়েছে বড় বড় গর্ত। শ্যামপুর গ্রাম পঞ্চায়েতের ঢেঁকিপাড়া থেকে শ্যামপুর থানা গোড়া পর্যন্ত এই বেহাল রাস্তা দিয়ে প্রতিদিন বিভিন্ন যানবাহন যাতায়াত করে। স্বভাবতই ভোগান্তির মধ্যে দিন কাটাতে হচ্ছেন গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার বাসিন্দা। অবিলম্বে বেহাল রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। অন্যদিকে, শ্যামপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতি সূত্রে খবর, খুব শীঘ্রই ওই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে।
শ্যামপুর গ্রাম পঞ্চায়েতের ঢেঁকিপাড়া থেকে শ্যামপুর থানা গোড়া ভায়া খেয়াঘাট যাওয়ার রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ। প্রায় তিন কিমি এই রাস্তাতেই পড়ে শ্যামপুর উচ্চ বিদ্যালয়, শ্যামপুর থানা, বিডিও অফিস ইত্যাদি। এমনকী এই রাস্তা দিয়ে আয়মা গাজোনকোল, ধান্দালী, বেলাড়ি, বালিচাতুরি গ্রাম পঞ্চায়েতের মানুষও যাতায়াত করেন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, টোটো, অটো, চারচাকা গাড়ি ছাড়াও ইটভাটায় যাওয়া ভারী যানবাহন এই রাস্তা ব্যবহার করে। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন রাস্তাটি সংস্কার হয়নি। ইটভাটার ট্রাক যাতায়াত করার ফলে রাস্তাটি ক্রমশ বেহাল হয়ে পড়েছে। এছাড়াও রাস্তার জল নিকাশি ব্যবস্থা বেহাল হওয়ার কারণে পিচের আস্তরণ দ্রুত উঠে গিয়েছে। অবিলম্বে এই রাস্তা সংস্কার না হলে যে কোনও দিন বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা। শ্যামপুর থানা নাগরিক উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক উত্তম রায়চৌধুরী বলেন, ঢেঁকি পাড়া থেকে শ্যামপুর থানা মোড় পর্যন্ত নদী বাঁধের রাস্তা দিয়ে ইট, কয়লা সহ পণ্য বোঝাই লরি যাতায়াত করায় রাস্তাটি বেহাল হয়ে গিয়েছে। অবিলম্বে বেহাল রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন তিনি।
শ্যামপুর পঞ্চায়েতের প্রধান কেয়া মাইতি বলেন, রাস্তাটি জেলা পরিষদের। জেলা পরিষদকে এই সমস্যার কথা জানানো হয়েছে। শ্যামপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মৃন্ময় মান্না বলেন, এ নিয়ে জেলা পরিষদের সঙ্গে কথা হয়েছে। খুব শীঘ্রই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে।  নিজস্ব চিত্র
6h 6m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের স্বাস্থ্যহানির জন্য মানসিক অস্থিরতা ও উদ্বেগ। ক্রমোন্নতি ও প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধি। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৪.১৮ টাকা১০৭.০৮ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা