বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আর জি কর মামলার শুনানি, পরবর্তী তারিখ ২৯ জানুয়ারি

নয়াদিল্লি, ২২ জানুয়ারি: পিছিয়ে গেল আর জি কর মামলার শুনানি। আজ, বুধবার সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হওয়ার কথা ছিল। এদিন তালিকায় মামলাটি ছিল ৪২ নম্বরে। কিন্তু আচমকাই সেটির শুনানি প্রায় এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। পরবর্তী শুনানি আগামী ২৯ জানুয়ারি। ওই দিন দুপুর ২টো নাগাদ মামলাটির শুনানি হবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে। আর জি কর ইস্যুতে গত বছরের ডিসেম্বর মাসে শেষবার শীর্ষ আদালতের দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলার শুনানি হয়েছিল। জানা গিয়েছে, এবার নির্যাতিতার বাবা-মা আদালতে এই মামলায় নিজেদের বক্তব্য জানানোর আর্জি জানিয়েছেন। সেটি মেনে নিয়েই আজ মামলাটির শুনানি হওয়ার কথা ছিল।
অন্যদিকে, গত সোমবারই আর জি কর খুন ও ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আজীবন কারাবাসের নির্দেশ দিয়েছিল শিয়ালদহ আদালত। ২১০ নম্বর ঘরে সেই রায় দেন বিচারক অনির্বাণ দাস। যদিও সেই রায়ে খুশি ছিল না নির্যাতিতা চিকিৎসকের পরিবার। অন্যদিকে, আদালত ঠিক কোন যুক্তিতে আর জি করের ঘটনাকে বিরলতম অপরাধ বলে গণ্য করল না ইতিমধ্যেই তা নিয়ে বিভিন্ন মহলে উঠেছে প্রশ্ন। এই সংক্রান্ত প্রশ্নগুলি আজ সুপ্রিম কোর্টে ওঠে কী না সেই দিকেও নজর ছিল সকলেরই। কিন্তু কোনও কারণে আজ শীর্ষ আদালতে এই শুনানি পিছিয়ে যায়। আগামী বুধবার হবে এই মামলার শুনানি। অপরদিকে, শিয়ালদহ আদালতে শুনানির পরই দোষী সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে মামলা করেছে রাজ্য সরকার।
15h 15m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৫.০৩ টাকা১০৭.৯৩ টাকা
ইউরো৮৮.৬২ টাকা৯১.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা