বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

হস্তশিল্পে জোর, রপ্তানি বাড়াতে উদ্যোগী জম্মু ও কাশ্মীর সরকার

ফিরদৌস হাসান, শ্রীনগর: উপত্যকার রপ্তানিকে অক্সিজেন যোগাতে বিশেষ পুরস্কার চালু করছে জম্মু ও কাশ্মীর সরকার। শীর্ষ আধিকারিকদের মতে, নয়া এই সম্মান কেন্দ্র শাসিত অঞ্চলের ব্যবসায়ীদের উৎসাহ যোগাবে। অন্যদেরও এগিয়ে আসতে অনুপ্রেরণা যোগাবে। এই উদ্যোগ  আন্তর্জাতিক পরিসরে রপ্তানি ক্ষেত্রে জম্মু ও কাশ্মীরকে অবস্থানকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। জানা গিয়েছে, উপত্যকা থেকে হাতের কাজের বিভিন্ন সামগ্রী, ফল, বাদাম, সুতি, জামাকামড় সহ বিপুল সরঞ্জম দেশের বিভিন্ন প্রান্ত তো বটেই, বিদেশেও পাঠানো হয়।  
 শীর্ষ এক আধিকারিক জানিয়েছেন, বিশ্বের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে, এমন স্থানীয় পণ্যের উৎপাদনে বিশেষ জোর দেওয়া হচ্ছে। এরমধ্যে অন্যতম হস্তশিল্প। কারণ, এধরনের সামগ্রীর উপর জম্মু ও কাশ্মীরের রপ্তানি অনেকটাই নির্ভর করে। তিনি জানিয়েছেন, বিশেষ পুরস্কার দেওয়ার পাশাপাশি, জম্মু ও কাশ্মীর ব্র্যান্ডকেও তুলে ধরতে চাইছে সরকার। তাই দেশে ও দেশের বাইরে বিভিন্ন বাণিজ্য মেলা, প্রদর্শনীতে অংশগ্রহণ, ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকেরও পরিকল্পনা রয়েছে। রপ্তানির পরিমাণ বাড়াতে ই-কমার্স মাধ্যমকেও ব্যবহার করতে চাইছে প্রশাসন। সরকার মনে করছে, ডিজিটাল প্ল্যাটফর্মের সাহায্যে শিল্পীরা তাঁদের সামগ্রী সরাসরি বৃহত্তর ক্রেতার কাছে পৌঁছে দিতে পারবেন। এজন্য নয়া ই-কমার্স সাইটও চালু করার পরিকল্পনা রয়েছে। জানা গিয়েছে, সেরা রপ্তানিকারীর সঙ্গে স্টার্ট আপ, মহিলা উদ্যোগপতি ও রপ্তানিকারী সংস্থার কর্মীকেও সম্মান জানাবে সরকার। 
4h 4m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৫.০৩ টাকা১০৭.৯৩ টাকা
ইউরো৮৮.৬২ টাকা৯১.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা