বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

ছত্তিশগড়ে অভিযান বাহিনীর, খতম ২০ মাওবাদী

রায়পুর ও ভুবনেশ্বর: বিজাপুরে মাওবাদীদের আইইডি হামলার বদলা! ১০ দিনের মধ্যেই পরপর অপারেশন নিরাপত্তা বাহিনীর। তাতেই মিলল সবথেকে বড় সাফল্য। কয়েকদিন আগে ছত্তিশগড়ে নিকেশ করা হয়েছিল ১৮ জনকে। এবার ওড়িশা-ছত্তিশগড় সীমানার গরিয়াবন্দে রাতভর গুলির লড়াইয়ে খতম ২০ জন মাওবাদী। তাদের মধ্যে অন্যতম নিষিদ্ধ সিপিআই মাওবাদীর কেন্দ্রীয় কমিটি সদস্য জয়রাম রেড্ডি ওরফে চলপতি (৬০)। রামচন্দ্র রেড্ডি, আপ্পা রাও, রামু এমন বহু ছদ্মনামে কুখ্যাত ছিলেন এই প্রবীণ কমান্ডার। প্রশাসনের তরফে তাঁর মাথার দাম ঘোষণা করা হয়েছিল এক কোটি টাকা! কিষেণজির পর গত দেড় দশকে এত বড় মাপের কোনও মাওবাদী নেতাকে খতম করতে পারেনি নিরাপত্তা বাহিনী। তাই সোমবার রাতের এই অভিযানকে বড় সাফল্য হিসেবেই দেখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদী মুক্ত ভারত গড়ার ডাক দিয়েছেন তিনি। এদিন শাহ সগর্বে বলেন, ‘মাওবাদীমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। তাদের প্রচেষ্টায় মাওবাদীরা এখন অন্তিম শ্বাস নিচ্ছে।’
ওড়িশার নুয়াপাড়া এবং ছত্তিশগড়ের গরিয়াবন্দের সীমানা এলাকায় জড়ো হয়েছিল মাওবাদীরা। গোপন সূত্রে সেই খবর পেয়ে সোমবার রাতে অভিযানে নামে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড, সিআরপিএফ, কোবরা ইউনিট এবং ওড়িশা এসওজি। জঙ্গলের মধ্যে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়েই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় বাহিনী। রাতভর গুলির লড়াইয়ে মোট ২০ জন মাওবাদীর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার করা হয়েছে। মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য চলপতির দেহ চিহ্নিত করার পর আরও সক্রিয় হয়েছে বাহিনী। তাদের অনুমান, জঙ্গলের গভীরে আরও অনেকে লুকিয়ে থাকতে পারে। তাই ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে। 
গত বছরের শেষ থেকেই ছত্তিশগড়ে মাওবাদী দমন অপারেশনের গতি বেড়েছে। পাল্টা জবাব দিচ্ছে কিষেণজির দল। বছরের শুরুতে বিজাপুরের কুটরুতে আইইডি বিস্ফোরণে বাহিনীর গাড়ি উড়িয়ে দেয় মাওবাদীরা। মৃত্যু হয় আট জওয়ান ও এক গাড়িচালকের। এরপর নারায়ণপুরে ফের এক আইইডি বিস্ফোরণে জখম হন দুই বিএসএফ জওয়ান। একের পর এক এহেন হামলার ঘটনায় শাহর ‘মাওবাদীমুক্ত ভারত’ গড়ার টার্গেট নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছিল। সোমবার রাতের এনকাউন্টার যেন তারই জবাব।
4h 4m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৫.০৩ টাকা১০৭.৯৩ টাকা
ইউরো৮৮.৬২ টাকা৯১.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা