বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

বাংলাদেশি চিহ্নিত করতে অভিযান দিল্লি পুলিসের, শঙ্কায় আম বাঙালি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার গুরুত্বপূর্ণ নির্বাচন। তার আগে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে কি বৃদ্ধি পেতে চলেছে বাঙালি হেনস্তা? বাসিন্দাদের একটি বড় অংশ বাঙালি এবং আর্থ-সামাজিক দিক দিয়ে পিছিয়ে পড়া। দিল্লিতে তাঁদের পরিচয় প্রান্তিক স্তরের মানুষ হিসেবেই। কারও দিল্লিতে ভোটাধিকার আছে। কারও এখনও পর্যন্ত দিল্লিতে ভোটার কার্ড তৈরি হয়নি। তা রয়ে গিয়েছে বাংলার অন্য কোনও প্রান্তে নিজের ভিটেতেই। 
বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির জেরে ইতিপূর্বেই দিল্লিতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি চিহ্নিত করতে অভিযান শুরু করেছিল পুলিস-প্রশাসন। এবার তালিকায় সংযোজিত হয়েছে মুম্বইয়ে অভিনেতা সইফ আলি খানের উপর হামলার ঘটনা। পুলিসি তদন্তে উঠে এসেছে, হামলাকারী একজন বাংলাদেশি। সে অবৈধভাবেই মুম্বইয়ে বসবাস করছিল। এই পরিপ্রেক্ষিতেই সোমবার রাতে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা পুলিসকে নির্দেশ দিয়েছেন, বেআইনিভাবে বসবাসকারী বাংলাদেশিদের চিহ্নিত করে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর তারপরই মঙ্গলবার থেকে ফের এই ব্যাপারে তৎপরতা শুরু করেছে অমিত শাহের পুলিস। আশঙ্কায় থরহরি কম্পমান অবস্থা শহরের বাসিন্দাদের একাংশের। দিল্লির নিউ অশোক নগরের মালদহ বাজার এলাকা, কিংবা গোবিন্দপুরীর কিছু অংশ অথবা বসন্তকুঞ্জ পেরিয়ে বিস্তীর্ণ অঞ্চলে দীর্ঘদিন ধরেই প্রান্তিক স্তরের মানুষের বসবাস। তাঁদের একটি বড় অংশই বাঙালি। মালদহ, কোচবিহার, দিনাজপুর কিংবা মুর্শিদাবাদের মতো জেলা থেকে অনেকেই এসে রয়েছেন এখানে। এবং তাঁদের সিংহভাগই সংখ্যালঘু। দিল্লির পুলিস-প্রশাসনের আশঙ্কা, নাম-পরিচয় ভাঁড়িয়ে এই ভিড়েই মিশে থাকতে পারে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। 
দিল্লি পুলিসের দাবি, আমআদমির স্বার্থেই পরিচয় যাচাই জরুরি। হেনস্তার কোনও প্রশ্নই নেই। যাঁদের পরিচয় যাচাই করা হচ্ছে, তাঁরাও বিষয়টি বুঝছেন। সহযোগিতাও করছেন। যদিও পুলিসের দাবির সঙ্গে একমত নন নামপ্রকাশে অনিচ্ছুক বাসিন্দারা। 
4h 4m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৫.০৩ টাকা১০৭.৯৩ টাকা
ইউরো৮৮.৬২ টাকা৯১.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা