বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

শপথ নিয়েই ২০টি ভুয়ো দাবি, সাড়ে ৩০ হাজারের রেকর্ড ভাঙবেন ট্রাম্প?

ওয়াশিংটন: একটি-দু’টি নয়, অন্তত কুড়িটি। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দু’টি ভাষণেই ডোনাল্ড ট্রাম্প অন্তত ২০টি ভুয়ো তথ্য দিয়েছেন। এমনই দাবি মার্কিন সংবাদমাধ্যমগুলির। এরফলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি আমেরিকায় ফের মিথ্যাভাষণের ‘সুবর্ণযুগ’ই ফিরে এল? কারণ, ট্রাম্পের এই ধারবাহিক মিথ্যা ভাষণের অভ্যাস নতুন নয়। ওয়াশিংটন পোস্টের দেওয়া হিসেবই বলছে, প্রথমবার প্রেসিডেন্ট থাকাকালে মোট ৩০ হাজার ৫৭৩টি মিথ্যা দাবি ও ভুয়ো তথ্য দিয়েছিলেন ট্রাম্প। সোজা হিসেবে গড়ে প্রতিদিন ২১টি। এবার কি সেই সংখ্যাও ছাপিয়ে যাবে?
ট্রাম্পের মিথ্যে ভাষণের হিসেব রাখতে  ‘লাই মিটার’, ‘ফ্যাক্ট চেক’ ব্যবস্থা চালু করেছিল সেদেশের সংবাদমাধ্যমগুলি। পরে জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর সেই সব ক্রমশ বন্ধ হয়ে যায়। কিন্তু ফের ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসায় নতুন করে ‘ফ্যাক্ট চেক’ ব্যবস্থা ফিরিয়ে আনার ভাবনাচিন্তা করছে সংবাদমাধ্যমগুলি।
সোমবার দুটি জায়গায় ভাষণ দেন ট্রাম্প। শপথ গ্রহণের পর ক্যাপিটল বিল্ডিংয়ের রোটান্ডা। তারপর এমানসিপেশন হলে সমর্থকদের সমাবেশ। দুটি জায়গাতেই তিনি অর্থনীতি, বিদেশনীতি, অভিবাসন ইত্যাদি নিয়ে একের পর এক ভুল তথ্য পেশ করেছেন বলে দাবি সংবাদমাধ্যমের। সোমবার ট্রাম্প দাবি করেছিলেন, চীন পানামা খালের দখল নিয়েছে। তাই মার্কিন জাহাজের উপর অস্বাভাবিক হারে কর চাপানো হচ্ছে। পানামা খালের দখল আমেরিকা নিয়ে নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। অথচ, পানামা খাল কর্তৃপক্ষ স্পষ্টই জানিয়ে দিয়েছে, এমন অভিযোগের সারবত্তা নেই। সব জাহাজের ক্ষেত্রেই সম হারে কর নেওয়া হয়। ট্রাম্প তাঁর ভাষণে দাবি করেছিলেন, গাড়িশিল্পকে রক্ষা করার জন্য বিদ্যুত্চালিত গাড়ি বাধ্যতামূলক সংক্রান্ত আইন খারিজ করা হবে। অথচ, বাস্তবে আমেরিকায় এমন কোনও আইনই নেই। এছাড়া ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্পূর্ণ কারচুপি হয়েছিল বলেও দাবি করেছেন ট্রাম্প। যদিও বাইডেন ক্ষমতায় আসার পর ট্রাম্পের অ্যাটর্নি জেনারেলই জানিয়ে দিয়েছিলেন, ভোটে কোনও কারচুপি হয়নি। এছাড়া চীনের উপর উচ্চ হারে কর চাপানো সহ একাধিক দাবি করেছেন ট্রাম্প, যার আদতে কোনও ভিত্তি নেই। 
ওয়াশিংটন পোস্টের দেওয়া হিসেব বলছে, প্রচারের সময়ও একের পর এক মনগড়া কথা বলেছেন। ২০২০ সালের নির্বাচনে একদিনেই ৫০৩টি মিথ্যা কথা বলেছিলেন তিনি। ২০১৬ সালে প্রথমবার প্রেসিডেন্ট হয়েছিলেন ট্রাম্প। সেই বছর গড়ে প্রত্যেকদিন ছয়টি করে মিথ্যা দাবি বা ভুয়ো তথ্য দিতেন তিনি। ২০২০ সালে সেই সংখ্যা দাঁড়ায় গড়ে প্রতিদিন ৩৯টি। মার্কিন সংবাদমাধ্যমের দাবি, দ্বিতীয় ইনিংসেও শুরুটা খারাপ করেননি ট্রাম্প! আগাগোড়া চালিয়ে খেলেছেন। ভবিষ্যতে আরও কী অপেক্ষা করছে, সেদিকেই এখন নজর সকলের।
26d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৃষ্টিশীল কাজকর্মে উন্নতি হবে।  কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। বিশেষ কোনও কারণে মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৩৮ টাকা ১১১.১৫ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
16th     February,   2025
দিন পঞ্জিকা