বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

এনকাউন্টারে খতম মাওবাদী নেতা চলপতির মাথার দাম ছিল ১ কোটি

রায়পুর: কখনও রামচন্দ্র রেড্ডি, জয়রাম রেড্ডি কখনও আপ্পা রাও কখনও বা রামু। তবে সবচেয়ে বেশি পরিচিত ছিলেন চলপতি নামে। ছিলেন অন্ধ্রপ্রদেশের চিত্তুরের বাসিন্দা। পড়াশোনা ক্লাস টেন পর্যন্ত। এরপরই জীবন অন্য খাতে বইতে শুরু করে। মাওবাদীদের সঙ্গে যোগ দিয়ে ধীরে ধীরে সংগঠনের এক বড় নাম হয়ে ওঠেন। পরের দিকে মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবেও নির্বাচিত হন। জানা গিয়েছে, তাঁর নিরাপত্তায় সবর্দা ৮-১০ জন মোতায়েন থাকত। বস্তারের ঘন জঙ্গলে দাপিয়ে বেড়ানো চলপতির নেতৃত্বেই একের পর এক হামলার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল। একে ৪৭ থেকে শুরু করে নানা অত্যাধুনিক অস্ত্র ব্যবহারেও সিদ্ধহস্ত ছিলেন তিনি। কয়েক মাস আগে আবুঝমাড়ে এনকাউন্টার বৃদ্ধি পাওয়ায় বাধ্য হয়েই গরিয়াবন্দের সীমানা এলাকায় নিজের ডেরা জমিয়েছিলেন। আর সেখানেই তাঁকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী। প্রশাসনের তরফে তাঁর মাথার দাম ঘোষণা করা হয়েছিল এক কোটি টাকা।
গত কয়েক দশকে একের পর এক এনকাউন্টারে বহু মাওবাদী নেতার মৃত্যু হয়েছে। ১৯৯৯ সালের ২ নভেম্বর নাল্লা আদি রেড্ডি সহ মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির তিন সদস্যের মৃত্যু হয়। ২০১০ সালের ২ জুন মাওবাদীদের পলিটব্যুরো সদস্যচেরুকুরি রাজকুমার ওরফে আজাদকে অন্ধ্রপ্রদেশের যোগপুর জঙ্গলে খতম করে বাহিনী। ২০১১ সালের ২৪ নভেম্বর পশ্চিম মেদিনীপুরের বুড়িশোলের জঙ্গলে এনকাউন্টারে মারা যান মাওবাদী নেতা কিষেনজি। একইভাবে ২০১৬ সালে দয়া, গণেশ সহ মাওবাদী কেন্দ্রীয় কমিটির মোট চার সদস্যের মৃত্যু হয়। ২০২১ সালের ১৩ নভেম্বর মহারাষ্ট্রের গড়চিরৌলিতে সঘের্ষে মৃত্যু হয় কেন্দ্রীয় কমিটির নেতা মিলিন্দ তেলতুম্বের। চলতি বছরের ১৬ জানুয়ারি বিজাপুরের জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারান তেলেঙ্গানার মাওবাদী নেতা দামোদর। আর এবার মাওবাদী দমনে বড়সড় সাফল্য মিলল। মাথার দাম এক কোটি টাকা থাকা কেন্দ্রীয় কমিটির নেতা চলপতিকে খতম করল বাহিনী। অবশ্য সাম্প্রতিক সময়ে মাথার দাম এক কোটি বা তার বেশি থাকা দুই মাওবাদী নেতা কটকম সুদেশন ও দেওকুমার সিংয়ের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। ধরা পড়েন আর এক শীর্ষ নেতা প্রশান্ত বোস ওরফে কিষানদা।
5h 5m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৫.০৩ টাকা১০৭.৯৩ টাকা
ইউরো৮৮.৬২ টাকা৯১.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা